"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫০২ [ তারিখ: ২৯-১১-২০২৪ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক।

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@rahnumanurdisha



অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

লেখিকার নাম-রাহনুমানূর দিশা। জাতীয়তা- বাংলাদেশী। স্টিমিট: @rahnumanurdisha। বর্তমান এ অনার্স তৃতীয় বর্ষে পড়াশুনা করছেন। বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে ওনার ভালো লাগে। এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে ও ভালোবাসেন। অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করেন।স্টিমিট এ জয়েন করেছেন ২০২২ সালের জুন মাসে।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর চলমান।



এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:


1000061368.jpg



"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:

1000061367.jpg

ভয়ঙ্কর ডার্ক সাইকোলজির গ্রাস ( তারিখ: 29.11.2024 )


ম্যানিপুলেশন, শব্দটির সাথে আমরা মোটামুটি সবাই অবগত। জীবনের প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জিনিসকেই ম্যানিপুলেশন করা সম্ভব। এই ধরুন আমাদের দৈনন্দিন খাবারের বাজার, সেখানে কিছু মানুষের অত্যাধিক হস্তক্ষেপ এবং ম্যানিপুলেশনের জন্যই জিনিসের দাম আকাশছোঁয়া হয়ে দাঁড়িয়েছে। বিষয়গুলো যতটা সহজ ভাবে কাজ করে ততটাই কঠিন। আমাদের ব্যক্তিগত জীবনেও কিছু বিষয়ে আমাদের মানসিক চাপের মাধ্যমে রেখে করিয়ে নেওয়া সম্ভব, সেটাকেই ম্যানিপুলেশন বলা হবে। ধরুন আপনি একটি বিশেষ কাজ করতে চাইছেন না, অথচ অন্য কেউ সেই কাজটি আপনার মাধ্যমে হাসিল করে নিতে চাইছে। সেজন্য আপনাকে এমনভাবে মানসিক রূপে এক ঘরে করে দেবে যে আপনি তখন কাজটা করতে রাজি হয়ে যাবেন।

আজ @rahnumanurdisha খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করেছেন। যদিও ওনার শিরোনামটি বর্তমানে অনেক নামে পরিচিত তবে মূলত আমরা ম্যানিপুলেশন বলেই জানি। আমার মনে হয়েছে বিষয়টি প্রত্যেকের জানা উচিত। বর্তমানে ছেলে ও মেয়ে উভয়েই ম্যানিপুলেশনের শিকার হয় এবং ম্যানুপুলেট হয়ে অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করে ফেলে। আলোচনার বিষয়টি আমার বেশ ভালো লেগেছে, সেই জন্যই ওনার পোস্টটাকে আজকের ফিচার পোস্ট হিসেবে বেছে নিয়েছি। আশা করি আপনারাও ওনার পোস্টটা পড়ে কিছুটা উপলব্ধি করতে পারবেন এবং সাবধান থাকবেন।

1000061367.jpg

ছবিটি @rahnumanurdisha ব্লগ থেকে নেওয়া হয়েছে।


ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 3 days ago 

মানুষের মনস্তত্ত্ব বিষয়ক দারুন একটি পোস্টকে ফিচার আর্টিকেল হিসেবে গ্রহণ করা হলো। এমন ধরনের বৈজ্ঞানিক পোস্ট পড়লে অনেক উপকারে আসে। ফিচার আর্টিকেল হিসাবে একেবারে যোগ্য লেখাতেই বেছে নেওয়া হলো আজকের তালিকায়। ভীষণ সুন্দর একটি পোস্ট।

 2 days ago 

দিশা আপু চমৎকার একটি টপিক নিয়ে লিখেছেন। দিশা আপুর লিখা বিষয়বস্তুটি দারুন ছিল। আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। খুবই ভালো মানের একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।

 2 days ago 

ফিচারড আর্টিকেলে দিশা আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। বেশ দারুন একটি টপিক নিয়ে লিখেছেন। লেখাটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 2 days ago 

জি দাদা ,এটি ম্যানিপুলেশন হিসেবে পরিচিত।এটির মাধ্যমে অনেক কিছু অর্জন সম্ভব।পোস্টটি ফিচার্ড আর্টিকেল এ যুক্ত হতে পারে একদমই কল্পনা করিনি।অনেক ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে যুক্ত করার জন্য।

 2 days ago 

দিশা আপু অনেক সুন্দর একটা বিষয় নিয়ে এই পোস্ট লিখেছে। আপুর এই পোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। ফিচারড হিসেবে এই পোস্টটি সিলেক্ট করা হয়েছে দেখে আরো বেশি ভালো লাগলো। অনেক ধন্যবাদ এই পোষ্টটা ফিচার্ড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য।

 2 days ago 

দিশা আপুর পোস্টটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ফিচার্ডে দেখে তো আরো বেশি ভালো লাগলো। অনেক সুন্দর করে তিনি এটি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই পোস্টটা ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করা হয়েছে এজন্য অনেক ধন্যবাদ।