"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫২০ [তারিখ : ১৮-১২ - ২০২৪]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম আকলিমা আক্তার মুনিয়া। ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর তিনি মাতৃভাষা বলতে পেরে বলেই অনেক গর্বিত। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। তিনি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। তার সাথে আবার বিভিন্ন ধরনের রেসিপিগুলো তৈরি করতে ও তিনি খুবই পছন্দ করেন। আবার তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করেন। তিনি স্টিমিটে জয়েন করেন ২০২১ সালের এপ্রিল মাসে।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
"আর্ট :- রং কলম দিয়ে আঁকা প্রাকৃতিক দৃশ্যের আর্ট🍲 by @bdwomen (date 18.12.2024 )
আজকের ফিচার্ড পোস্ট সিলেক্ট করার জন্য আমি সবগুলো পোস্ট চেক করছিলাম। আসলে আমাদের কমিউনিটিতে সবাই কিন্তু বেশ ভালো পোস্ট করে। সবগুলো ভালো পোস্ট এর মধ্যে কোনটা সিলেক্ট করব এটাই বুঝতে পারছিলাম না। তবে আর্ট পোস্ট আমার খুবই ভালো লাগে। হঠাৎ করেই দেখলাম মুনিয়া আপুর একটি পোস্ট চোখে পড়ল। উনি অনেক সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন। ওনার পোস্টটা দেখেই আমার ভীষণ ভালো লেগেছে। এমনিতে উনি সবসময় বেশ ভালো আর্ট এবং পেইন্টিং করে থাকে। যেগুলো সত্যি তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তবে আজকের এই আটের মধ্যে কালার কম্বিনেশনটা আমার একটু বেশি ভালো লেগেছে। তাই জন্য পোস্টটা চোখে পড়ার সাথে সাথেই আমার ভালো লেগে গেলো। পোস্ট এর ভেতরে গিয়ে দেখলাম কোয়ালিটি বেশ ভালো হয়েছে। এছাড়াও ওনার পোস্টের সবকিছু বেশ ভালই ছিল। তাই জন্য ভাবলাম আজকের ফিচার্ড পোস্ট হিসেবে এটা সিলেক্ট করি। তাই জন্য এই পোস্টটা আজকে সিলেক্ট করলাম। এমনিতে উনি সবসময় আমাদের কমিউনিটিতে বেশ ভালো এবং কোয়ালিটি পূর্ণ পোস্ট করে থাকেন।
আকলিমা আক্তার মুনিয়া এই কমিউনিটির একজন অ্যাক্টিভ মেম্বার। তিনি তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার এই নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। তিনি সব সময় এই কমিউনিটিতে কোয়ালিটি ফুল পোস্ট করে থাকেন। তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করে যাচ্ছেন। এর মধ্যে ফটোগ্রাফি পোস্ট, ট্রাভেলিং, আর্ট পোস্ট এছাড়াও ডাই প্রজেক্ট অন্যতম। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ইউনিক ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করেন। কমিউনিটির যে সমস্ত মেম্বার তাদের চমৎকার সব সৃজনশীলতা দিয়ে কমিউনিটিকে সমৃদ্ধ করে চলেছেন তিনি তাদের মধ্যে একজন। সবদিক থেকেই এই পোস্টটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, তাই এই পোস্টে আজকে ফিচার্ড পোস্ট হিসেবে মনোনীত করা হলো।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আপু সব সময় দারুন দারুন পেইন্টিং শেয়ার করেন। আর প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে পেইন্টিং।
আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পোস্ট দেখলাম। @bdwomen প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর আর্ট এবং পেইন্টিং করে। উনার প্রতিটা পোস্ট আমার কাছে দেখতে খুব ভালো লাগে। উনার করা এই আর্ট দেখেছিলাম। এটা সত্যি অনেক বেশি দারুণ হয়েছে। অনেক ধন্যবাদ এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।
একেবারে যোগ্য পোস্ট হিসেবে ফিচার আর্টিকেল সিলেক্ট করা হলো। ছবিটি দারুন সুন্দর এঁকেছেন আপু। রং কলম দিয়ে এত সুন্দর প্রাকৃতিক সিনারি খুব কম দেখা যায়। সব মিলিয়ে দারুণ সুন্দর একটি পোস্টকে ফিচার আর্টিকেল করা হলো দেখে ভালো লাগছে।