"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫৩৭ [তারিখ : ০৫-০১-২০২৫ ]


Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার -@tasonya


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম - তাসলিমা আক্তার সনিয়া। স্টিমিট আইডি: @tasonya। জাতীয়তা - বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা - গ্রেজুয়েশন কমপ্লিট করেছেন। উনি ছবি আঁকতে ভালোবাসেন। বিশেষ করে যে কোনো ধরনের পেইন্টিং করতে পছন্দ করেন । যখনই অবসর সময় পান ছবি আঁকতে বসে পড়েন। এছাড়াও তিনি ভ্রমণ করতে পছন্দ করেন। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করা উনার পছন্দের বিষয়। এছাড়াও বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করেন, রান্না করতেও ভালোবাসেন। স্টিমিট প্লাটফর্ম এ যুক্ত হয়েছেন ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে। বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1111.png

2222.png

3333.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


thf.jpeg

আর্ট :- পুরনো একটি পেইন্টিং মুছে নতুন একটি লুক দিলাম।‌ কাঠগোলাপ ফুলের পেইন্টিং। by @tasonya (তারিখ 05.01.2025 )

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পেইন্টিং নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি পুরনো একটি পেইন্টিং মুছে নতুন একটি লুক নিলাম।‌ কাঠগোলাপ ফুলের পেইন্টিং করলাম। পেইন্টিং করার সময় অনেক কিছুই ভাবতে হয়। নতুন করে কি করবো, সেটার আইডিয়া খুঁজতে হয়। এর আগে আমি কেকের বোর্ডের এর উপরে একটি পেইন্টিং করেছিলাম। অনেক ভিডিও দেখেছিলাম আগের পেইন্টিং গুলো মুছে আবারো নতুন করে পেইন্টিং করে। ভাবলাম আমিও এই বিষয়টা ট্রাই করে দেখি। তবে এর জন্য খুজতেছিলাম কিসের মধ্যে করবো। তার জন্য তখন আমি আমার আগের করা একটি পেইন্টিং নিয়ে নিলাম। যদিও ওই পেইন্টিংটাও কিন্তু বেশ দারুন ছিল। তবে নতুন একটি এক্সপেরিমেন্টের জন্য মূলত ওই পেইন্টিং টাকে নিতে হয়েছিল। আসলে একটা পেইন্টিং এর উপরে যে আরো একটা পেইন্টিং করে হাইলাইটস করা যায়, এটা আসলে আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে আমার এই কাঠ গোলাপের পেইন্টিং টাও কিন্তু বেশ দারুন লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে।...


আজকে আবারো চলে আসলাম আপনাদের মাঝে ফিচার্ড পোস্ট সিলেক্ট করার জন্য। ফিচার্ড পোস্ট সিলেক্ট করার জন্য আমি আজকে সবার পোস্টগুলো দেখছিলাম। আমাদের কমিউনিটিতে বর্তমানে সবাই কিন্তু বেশ ভালো কোয়ালিটি পূর্ণ পোস্ট করে থাকে। সবার পোস্টগুলো দেখে মোটামুটি আমার ভীষণ ভালো লাগে। আসলে কমিউনিটিতে যদি সবাই কোয়ালিটি পূর্ণ পোস্ট করে, তখন কিন্তু আমাদের কমিউনিটির রেপুটেশন আরো বেশি বেড়ে যায়। তো হঠাৎ সবগুলো পোস্ট চেক করতে করতে একটা পোস্ট দেখে আমার চোখ আটকে গেল। আমি কিন্তু এমনিতেই আর্ট পোস্ট খুবই পছন্দ করি। তবে এর মধ্যে দেখলাম সনিয়া আপু খুব সুন্দর একটি পেইন্টিং করেছে। তবে উনার পোস্টের টাইটেল দেখে আমার একটু বেশি ভালো লেগেছে। উনি লিখেছে পুরনো একটি আর্ট মুছে আবারো নতুন করে পেইন্টিং করেছে।

এই বিষয়টা দেখেই মূলত আমি পোষ্ট এর ভেতরে প্রবেশ করি। দেখলাম উনি কেকের বোর্ডের উপরে এর আগে একটা পেইন্টিং করেছিল। ওই পেইন্টিং এর উপরে কালো রং করে আবারো খুব সুন্দর ভাবে কাঠগোলাপ ফুল পেইন্টিং করেছে। এই বিষয়টা সত্যিই অনেক বেশি ইউনিক ছিল। আসলে আমার মনে হয়েছে একটা পেইন্টিং এর উপরে অন্য আরেকটা পেইন্টিং ফুটিয়ে তোলাটা সত্যিই অনেক দারুন একটি ব্যাপার। তার উপরে কাঠগোলাপফুল এমনিতেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমরা সবাই জানি সনিয়া আপু সব সময় আমাদের মাঝে সুন্দর সুন্দর পেইন্টিং গুলো উপস্থাপন করে থাকেন। তাই আমি আজকের ফিচার্ড পোস্ট হিসেবে এই পোস্টটাকে সিলেক্ট করলাম। আশা করব আজকের পোস্টটা আপনাদের সবার ও ভীষণ ভালো লাগবে। আর সনিয়া আপু সব সময় আমাদের মাঝে তার ইউনিক আইডিয়াগুলো শেয়ার করতে বজায় রাখবে।


3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUipLVXsuAFrbBQAHm2UDtV7KPVe34Wh7dYiutgUnmT3yRD9SVb8fb64eK47qwZPfEtM7zhBu5sfTiWNmzKDHiJA.jpeg

ছবিটি @tasonya এর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 2 days ago 

আজকের এই ফিচার্ড আর্টিকেলে আমার পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। আমার কাছে পেইন্টিং করতে এমনিতেই অনেক ভালো লাগে। চেষ্টা করেছি কেকের বোর্ডের উপরে করা আগের পেইন্টিংটার উপর কালো রং করা আরো একটা পেইন্টিং করার জন্য। কাঠ গোলাপ ফুলের পেইন্টিং টা এত সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরে খুব ভালো লেগেছিল। অনেক ধন্যবাদ আমার পোষ্ট ফিচার্ড হিসেবে মনোনীত করার জন্য।

 2 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে অনেক সুন্দর একটা পেইন্টিং পোস্ট দেখলাম। যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে দেখে। এই পেইন্টিংটা একেবারে চোখ ধাঁধানো এবং মনোমুগ্ধকর ছিল। এই পোস্টটাকে ফিচারড হিসেবে মনোনীত করার জন্য অনেক বেশি ধন্যবাদ।

 2 days ago 

বেশ সুন্দর একটি পোস্ট আজ ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত করা হয়েছে। বেশ সুন্দর এঁকেছেন আপু। সোনিয়া আপু প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। আজ আপুর পোস্টটি ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত হতে দেখে বেশ ভালো লাগছে। যথার্থ পোস্ট ফিচার্ড আর্টিকেল হিসাবে নির্বাচিত করা হয়েছে।

 yesterday 

আমি মনে করি এই উদ্যোগের মাধ্যমে পুরো কমিউনিটি থেকে প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমরা দেখতে পাই। অনেক অনেক ধন্যবাদ প্রতিদিন একটি করে ফিচারড আর্টিকেল আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 yesterday 

ফিচার্ড আর্টিকেলে সোনিয়া আপুর নামটি দেখে অনেক ভালো লাগলো। সোনিয়া আপুর পেইন্টিং গুলো মুগ্ধ করার মত।কাঠ গোলাপ ফুলের পেইন্টিংটি অসাধারণ ছিল। ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।