"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫০৬ [ তারিখ : ০৪.১২.২০২৪ ]
বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @riyadx2
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নাম - রিয়াদ।স্টিমিট আইডি - @riyadx2। শিক্ষাগত যোগ্যতা - দিনাজপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে রয়েছেন। তিনি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করছেন। বাসস্থান - বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।তিনি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে ভালোবাসেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে স্টিমিট প্লাটফর্মের সাথে যুক্ত হয়েছেন।বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ২ বছর ৪ মাস।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
বাংলাদেশের মাটিতে চোখ জুড়ানো এক অবাক করা উদ্যোগ নাশিক প্লান্ট এন্ড পট ... @riyadx2 (03.12.2024 )
আজকের ফিচার্ড আর্টিকেল পোস্ট বাছাই করার সময় এই পোস্টটি হঠাৎ নজরে আসে।আর নজরে আসার পর সম্পূর্ণ পোস্টটি পড়ে বেশ ইনফরমেটিভ লাগলো।কারণ এ ধরণের কোনো কিছু সম্পর্কে আগে অবগত ছিলাম না।
সাধারণত আমি নার্সারী বলতে চিনি গাছপালা বা চারা যেখানে বিক্রি করে সে জায়গাটিকে।আর সাধারণত আমাদের বাসার চারপাশে যেসব বড় বড় নার্সারী ও থাকে।সেসব এও দেখেছি শুধুমাত্র চারা বা গাছ বিক্রি করে।কিন্তু উনার এই নাশিক প্লান্ট এন্ড পট উদ্যোগটি সম্পর্কে পরে বেশ ভালো লাগলো। আসলে কৃষি এমন একটি ব্যাপার। যেটাতে আসলে বৈজ্ঞানিক ব্যাপারগুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে তার থেকে সফলতা পাওয়ার পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। তাই কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক বিভিন্ন ব্যবস্থার প্রয়োগ অত্যন্ত জরুরী। যেটা আমাদের দেশের অনেক আগে থেকে হওয়া উচিত ছিলো। কারণ যেহেতু আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ। তাই আসলে কৃষির সাথে বৈজ্ঞানিক এর মেলবন্ধন হওয়া উচিত ছিলো আরো অনেক আগে থেকে। কিন্তু এটা আমাদের এই দুর্ভাগ্য যে, এটা এতো পরে এসে হচ্ছে। কিন্তু তাও এটা অবশ্যই আমাদের জন্য সুসংবাদ যে এতো পরে এসে হলেও এই ধরনের বীজ বা চারা তারা বিক্রি করছে। যেগুলোতে গুণমান সম্পন্ন কিনা এসব নিয়ে চিন্তা করার আর দরকার নেই।যেটা আমি মনে করি আমাদের কৃষি খাতের জন্য অত্যন্ত জরুরী।
যদিও এই জায়গাগুলো ঘোরাঘুরির জন্য নয়। তবে জায়গাটি বেশ সুন্দর এবং দেখামাত্রই আসলে যাওয়ার ইচ্ছে হয়েছে এমন একটি জায়গা। আশা করছি এই উদ্যোগ আমাদের দেশকে আরো সুন্দর একটি কৃষি খাত ব্যবস্থা উপহার দিতে পারবে। কারণ কৃষি বেঁচে থাকলেই বেঁচে থাকবে বাংলাদেশ।
ছবিগুলো @riyadx2 এর ব্লগ থেকে নেওয়া
উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।ধন্যবাদ সবাইকে।
আজকের ফিচারড আর্টিকেলে এই পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। জায়গাগুলো ঘুরাঘুরি করার জন্য না হলেও মাঝে মধ্যে যেতে অনেক ভালো লাগে। যাইহোক রিয়াদ ভাইয়ার এই পোস্ট ফিচারড আর্টিকেল হিসেবে মনোনীত করার জন্য ধন্যবাদ।
ফিচার্ড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট দেখে অনেক ভালো লাগলো । আমাদের দেশ কৃষি প্রধান দেশ।কৃষি ক্ষেত্রের প্রত্যেকটি পদ্ধতি উন্নতি হলে আমরাও ভালো কিছু পাব।জায়গাটি অনেক সুন্দর। ধন্যবাদ পোস্টি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
আমার পোস্ট টি ফিচার্ড আর্টিকেলের মধ্যে নির্বাচন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে বর্তমান সময়ে এরকম একটি নার্সারি থাকা অনেক বেশি ভালো। বিজ্ঞানসম্মত বীজ সংগ্রহ করে কৃষকেরা বেশ আনন্দের সাথে চাষাবাদ করছে। এরফলে কৃষকেরা অনেক বেশি লাভবান হতে পারছে।
আজকে এই পোস্টে ফিচারড হবার জন্যে রিয়াদ ভাইকে অনেক অভিনন্দন। এটা নিশ্চিতই উনাকে আরো ভাল পোস্ট লেখার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে।
আজকের ফিচারড পোস্টটি অন্যরকম লেগেছে। কারণ এই ধরনের পোস্টগুলো খুব কম দেখা যায়। পোস্টটি আমি নিজেও আগে পড়েছিলাম। রিয়াদ ভাইয়া খুব সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করল। কৃষকদের এরকম হাসিখুশি জীবন দেখতে বেশ ভালো লাগে। যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
আজকের এই ফিচারড আর্টিকেলে রিয়াদ ভাইয়ের এই পোস্টটা দেখে অনেক ভালো লেগেছে। তিনি অনেক সুন্দর করে এই পোস্টটা আমাদের মাঝে শেয়ার করেছেন। উনাকে অনেক অনেক অভিনন্দন। এই পোস্টটাতে ফিচারড হিসেবে মনোনীত করা হয়েছে, এজন্য অনেক অনেক ধন্যবাদ।
আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লাগলো। বৃক্ষরোপণ করা কিংবা কোন প্রজেক্ট করা সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। আর এই পোস্ট দেখে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার একটি পোস্ট আজকের ফিচারড আর্টিকেল পোস্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে।