"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - #৫১৫ [ তারিখ : ১৩.১২.২০২৪ ]


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।**


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @kibreay001


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ


অথরের নাম - কিবরিয়া হোসেন। স্টিমিট আইডি - @kibreay001। বাড়ি বাংলাদেশ এর খুলনা বিভাগের মেহেরপুর জেলা গাংনী থানার কামারখালি গ্রামে। বর্তমানে উনি দ্বাদশ শ্রেণীর ছাত্র। শখের বসে ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করেন। সে সাথে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি উনার পছন্দের তালিকার শীর্ষে থাকে। প্রধান শখ হলো ভ্রমণ করা। স্টিমিট প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন ২০২২ সালের জানুয়ারি মাসে বর্তমানে স্টিমিট জার্নির বয়স প্রায় ৩ বছর চলমান।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

Screenshot_2024-12-13-13-41-39-645-edit_com.android.chrome.jpg


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yWBqSBqVS879aUgZqEz8HMYrwuCbF1pW1dLkdvcyr7ex8vAHs94215X3WWBvkF36Mq8C6KvHkTRnWEVNM6yA4TXkQsB74.jpeg

আমার বাংলা ব্লগ পরিবারের ছোট্ট এক মিলন মেলা ... @kibreay001 (১৩/১২/২০২৪ )

বেশ কয়েকদিন ধরে বেশ ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে ভেবেছিলাম প্রথমে আপনাদের মাঝে কাজ শেষ করব তারপরে বাইরে বের হব কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায়। ..


আজকের এবিবি ফিচার্ড আর্টিকেল বাছাই করার সময় এই পোস্টটি নজরে আসে।পোস্টটি দেখে বেশ ভালোলাগা কাজ করেছে,যার কারণে ভাবলাম এটাই ফিচার্ড আর্টিকেল হিসেবে বাছাই করা যাক।এতে এটা যদি রবিবারের আড্ডার জন্য মনোনীত হয়। তবে আরো অনেক গল্প ও শোনা হবে।

আসলে এতো এতো অশান্তির ভেতরেও এমন সব দৃশ্য যখন দেখতে পাই তখন আলাদা রকমের ভালো লাগা কাজ করে।কারণ,বর্তমান পরিস্থিতি যা এসে দাঁড়িয়েছে।তাতে কারো সাথে কেও দুটো মিষ্টি করে কথা বললে কিংবা গভীর আত্বীয়তার মেলবন্ধনে আবদ্ধ হলেই বরং অবাক হতে হয়।কারণ বর্তমানে মানুষের মানসিক অবস্থা যা তাতে শুধু আমরা খারাপ আচরণ,আত্বীয়তা ভঙ্গন এসব ই করতে পারি অথবা বলা ভালো যে এসব ই পছন্দ।তো এতো এতো অশান্তির ভীড়েও যখন দেখি যে এমন আত্বীয়তার সম্পর্ক কেও বজায় রাখতে চায় তখন সেটা দেখে সত্যিই খুব ভালো লাগে।

বিশেষ করে আমার বাংলা ব্লগের কথা যদি বলি।তবে এটাই বলতে হয় যে শুরু থেকে একটাই চাওয়া ছিলো।সেটা হলো এই কমিউনিটির সকলে মিলে ভালো থাকা।যেটা হয়তো সময়ের স্রোতে অনেকখানি ফিকে হতে চলেছে।কিন্তু তা সত্ত্বেও এই ধরণের দেখা সাক্ষাৎ করা কিংবা একসাথে আনন্দ করার মূহুর্ত দেখলে বেশ ভালো লাগে বলা চলে।আর উনাদের তাই একসাথে দেখে আমার বেশ ভালোই লেগেছে।আশা করছি এই বন্ধুত্ব কিংবা আত্বীয়তা উনারা আজীবন সম্মানের সাথেই পালন করবেন।আর উনাদের ছবিগুলো দেখেও বেশ ভালো লাগলো।এভাবে মাঠে বলে আড্ডা দেওয়া,খাওয়া দাওয়া করার মজাই আলাদা।


JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yWBqSBqVS879aUgZqEz8HMYrwuCbF1pW1dLkdvcyr7ex8vAHs94215X3WWBvkF36Mq8C6KvHkTRnWEVNM6yA4TXkQsB74.jpeg

ছবিগুলো @kibreay001 এর ব্লগ থেকে নেওয়া

উনার পোস্ট এর বানান, মার্কডাউন এবং কভার ফটো সব কিছুই বেশ সুন্দর। আশা করছি ভবিষ্যতেও তিনি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত থাকবেন এবং কাজের এ ধারা অব্যাহত রাখবেন।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

puss_mini_banner4.png

Sort:  
 5 days ago 

এভাবে এক এক করে সবার সাথে দেখা করার অনেক বেশি ইচ্ছা রয়েছে ‌। আমরা সবাই অনেক ভালো সময় অতিবাহিত করেছিলাম। এভাবে সবার সাথে একসাথে হতে পেরে ভালো লেগেছে। কিবরিয়া ভাইয়ার এই পোস্টটা ফিচারড হিসেবে মনোনীত করেছেন দেখে অনেক ভালো লাগলো।

 5 days ago 

এরকম মুহূর্ত গুলো দেখলে অনেক ভালো লাগে ।অনেক দূর থেকে এসে সাক্ষাৎ করেছে। এই প্রাপ্তি টা অনেক আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবারের মত। সেটাই এই পোস্টের মাধ্যমে প্রমাণিত হয়। সেরা পোস্ট নির্বাচিত করায় অনেক ভালো লাগলো।

 5 days ago 

ফিচার্ড আর্টিকেলে দারুন একটি পোষ্ট সিলেক্ট করা হয়েছে।সত্যি আমার বাংলা ব্লগ কমিউনিটি একটি পরিবার।এরকম সুন্দর একটি মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো।অনেক ধন্যবাদ পোস্টটি ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।

 5 days ago 

এই পোস্টটা ফিচারডে দেখে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। মুহূর্তটা সত্যি খুবই ভালো ছিল। আসলে আমরা সত্যি একটা পরিবারের মত হয়ে গিয়েছে। যে পরিবারের মানুষগুলোকে অনেক বেশি কাছের মনে হয়। যেন মনে হয় আমরা অনেক আগের থেকে পরিচিত। ধন্যবাদ পোস্টটি ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য।

 5 days ago 

গতকালকে আমরা আসলেই অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করতে সক্ষম হয়েছি। আমার বাংলা ব্লগ এর কারণে আমরা এত সুন্দর একটা সময় অতিবাহিত করতে পারলাম। একই সাথে অনেকজন ইউজার একত্রিত হতে পেরেছি এর জন্য বিষয়টা আরো বেশি ভালো লাগছিল।

 5 days ago 

আজকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আমার পোস্টটি ফিউচার আর্টিকেল হিসাবে বাছাই করাতে সত্যিই আমি বেশ খুশি। তবে আমার পোস্টে যদি রবিবারের আড্ডায় মনোনীত করা হয় তবে আমি একা আড্ডা দিয়ে হয়তো আপনাদের সবাইকে আনন্দ দিতে পারব না। তাই আমি চাই আমাদের অতিথি রকি ভাই এবং সোনিয়া আপুর মধ্য থেকে আরেকজন ইউজারকে আড্ডায় কথা বলার সুযোগ দেওয়ার জন্য।