"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড # ৩০৩ [ তারিখ : ১২-০৫-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @hiramoni


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম: হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। । তার স্টিমিট আইডি @hiramoni। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়াও গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হয়।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

ওয়ান.png

টু.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


Pic-01.jpg

বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রেসিপি || by @hiramoni (12/05/2024 )

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি। সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বগুড়ার বিখ্যাত রেসিপি সেটি হচ্ছে আলু ঘাটি।এটা মাছ, ডিম কিংবা মাংস দিয়ে রান্না করা যায়। আজ আমি রান্না করেছি তেলাপিয়া মাছ দিয়ে। গতকাল বাসায় ফিরেছি বিকেল বেলা। বাসা পরিষ্কার করতে করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। কোনো মতো বাহির থেকে খাবার খেয়ে এসেছিলাম।সকালে ঘুম থেকে উঠে পড়ে গেলাম বিপদে। কারণ আমার মাথাতেই ছিল না যে বাসায় কোনো বাজার নেই। যাইহোক ফ্রিজ থেকে কিছু তেলাপিয়া মাছ পেলাম এবং বাসায় আলু ছিল। ভাবলাম এটা দিয়েই মজাদার আলু ঘাটি বানিয়ে ফেলি।তবে রেসিপিটা খেতে বেশ সুস্বাদু হয়েছিল।তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। আশা করছি ভাল লাগবে।...........


আজকের ফিচার্ড আর্টিকেলটি একটু ভিন্ন, না আপনাদের কাছে হয়তো স্বাভাবিক কিছু। কিন্তু আমার কাছে সত্যি নতুন কিছু। বিশেষ করে ঐ অঞ্চলের ঐতিহ্যবাহী এই রেসিপিটির কথা অনেক শুনেছি। কারন আমাদের অফিসে সহকারী ম্যানেজার আছেন একজন যার বাড়ি বগুড়া, প্রায় তার মুখে এমন স্বাদের রেসিপির কথা শুনে থাকি। যেখানে আলু এমনভাবে চটকে দেয়া হয়। অবশ্য অফিসে একদিন ডাল রান্না করা হয়েছিলো আলু সিদ্ধ করে এমনভাবে চটকে দেয়া হয়েছিলো। সেদিনের ডালটা বেশ স্বাদের হয়েছিলো এবং আমার কাছে বেশ ভালো লেগেছিলো।

তখন সেই সহকর্মী শেয়ার করেছিলেন ভিন্ন ভিন্ন রেসিপির গল্প কিন্তু দুঃখজনক হলো সে রান্না করতে পারে না এবং রান্নার ব্যাপারে তার তেমন কোন আইডিয়াও নেই। যার কারনে শুধু মুখেই রেসিপির কথা শুনে গিয়েছি। যদিও আজকাল ইউটিউব এর কল্যাণে অনেক কিছুই সহজে দেখা যায়। কিন্তু আমার কাছে সেসবের প্রতি আগ্রহটা নেহায়েতই কম। কিন্তু আমার বাংলা ব্লগের মাঝে শেয়ারকৃত রেসিপিগুলোর প্রতি আগ্রহটা তুলনামূলকভাবে একটু বেশী। যার কারনে মাঝে মাঝেই আমি খুঁজে দেখি নতুন কিংবা ইউনিক কোন রেসিপি দেখা যায় কিনা। যখনই নতুন জাতীয় কিছু দেখি সাথে সাথে সেগুলোর বিস্তারিত চেক করে। ইতিমধ্যে আমি অনেক রেসিপিই চেক করেছি, যার আইডিয়া আমার বাংলা ব্লগ হতে নেয়া।


Pic-01.jpg

ছবিটি @hiramoni ভাবির ব্লগ থেকে নেওয়া

আজকের রেসিপিটি অনেকটাই তেমন, বেশ ভালো লেগেছে আমার কাছে। যদিও আমি আগেই দেখে সেখানে কমেন্ট করেছিলাম। তারপর যখন কমিউনিটির মডারেটর সিয়াম মনে করিয়ে দিলেন আজকে আমার তারিখ ফিচারড পোষ্ট করার। ব্যস আর দেরী কেন, পছন্দের এবং ভালো লাগার রেসিপিটিকে নির্বাচন করে ফেললাম। সত্যি বলতে স্বাদের রেসিপির প্রতি আমার দারুণ একটা দুর্বলতা আছে, এটা সেই ছোট বেলা হতেই। খুব বেশী খেতে পারি না, কিন্তু লোভও ছাড়তে পারি না, হা হা হা। তবে আমার বিশ্বাস, আজকের এই রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Banner New.png

Sort:  
 2 months ago 

@hiramoni আপুর এই রেসিপি পোস্ট ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট হিসেবে নির্বাচন করা হয়েছে দেখে খুব ভালো লাগলো। আপুর এই রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে। কারণ আলু দিয়ে এভাবে আলুর ঘাটি রেসিপি তৈরি করা যায় জানা ছিল না। রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। একদিন বাসায় ট্রাই করে দেখতে হয়। ধন্যবাদ এমন লোভনীয় রেসিপি কে ফিচারড আর্টিকেলের সেরা পোস্ট নির্বাচন করার জন্য।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেল পোস্ট দেখে অনেক ভালো লেগেছে। আলু খাটি রেসিপি দেখে খুবই ভালো লেগেছে। আলু এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর হীরা আপুর রান্নার দক্ষতা অনেক বেশি। উনার রেসিপি পোস্টগুলো আমার ভীষণ ভালো লাগে।

 2 months ago 

আমার এই রেসিপি পোস্ট টি ফিচারড পোস্ট হিসেবে বাছাই করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সত্যি এই রেসিপিটা আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত একটি রেসিপি যেকোনো অনুষ্ঠানে এই আলু ঘাটি থাকা চাই।যদি কখনো সৌভাগ্য হয় আপনাকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। আবারো কৃতজ্ঞতা জানাচ্ছি ভাইয়া। 🙏

 2 months ago 

গতকালকে রেসিপিটি আমি দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল। এভাবে আলু ঘাটি রান্না করে খেলে খুব ভালো লাগবে। বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রেসিপি সাথে তেলাপিয়া মাছ বেশ লোভনীয়ভাবে রান্না করেছে আপু। বিশেষ করে আপুর রেসিপি গুলো খুবই ভালো লাগে দেখতে। আর আমার বাংলা ব্লগের অনেক ভালো মানের একজন ইউজার। অসংখ্য ধন্যবাদ হীরা মনি আপুর রেসিপি টি ফিচারড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।

 2 months ago 

আজকের ফিচারড আর্টিকেলের পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। বগুড়ার ঐতিহ্যবাহী একটি রেসিপি শেয়ার করেছেন হীরা আপু। বগুড়ার এই রেসিপিটি অনেক জনপ্রিয়। এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ দারুন একটি পোষ্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।