"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল - রাউন্ড #৫০০ [ তারিখ : ২৭ -১১-২০২৪ ]

Todys_Featured_Articles_2.png

Banner Credit @alsarzilsiam


বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @bdwomen


অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

অথরের নাম আকলিমা আক্তার মুনিয়া। ইউজার নাম @bdwomen। তিনি বাংলাদেশে বসবাস করেন। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর তিনি মাতৃভাষা বলতে পেরে বলেই অনেক গর্বিত। তিনি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করেন। তিনি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকেন। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে তার খুবই ভালো লাগে। তার সাথে আবার বিভিন্ন ধরনের রেসিপিগুলো তৈরি করতে ও তিনি খুবই পছন্দ করেন। আবার তিনি বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করেন। তিনি স্টিমিটে জয়েন করেন ২০২১ সালের এপ্রিল মাসে।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

1111.png

22222.png

333333.png


"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :


sdfdsfs.jpg

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -৬৫ || ভিন্ন ধরনের হাড়িভাঙ্গা পিঠা রেসিপি। by @bdwomen (date 27.11.2024 )

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। আমাদের এবারের প্রতিযোগিতা দেখে আমার ভীষণ ভালো লাগলো। এমনিতে শীতকাল আসলে পিঠা খেতে ভীষণ ভালো লাগে। বেশিরভাগ সময়ে গ্রাম অঞ্চলে থেকে বিভিন্ন ধরনের পিঠাগুলো তৈরি করে। বর্তমানে অবশ্য পিঠা তৈরি করতে খুব বেশি দেখা যায় না । এর আগে প্রায় বিভিন্ন রকমের পিঠা তৈরি করেছি এমনকি খেয়েছি। কিন্তু এবার কি তৈরি করবো সেটা খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে ভাবলাম একটু ভিন্ন ধরনের তৈরি করি। আমি একটা রেসিপি দেখেছিলাম যেটা নাম হচ্ছে হাড়িভাঙ্গা পিঠা। তবে এই পিঠাটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে। কিন্তু তারপরও মনে হচ্ছিল এটা তৈরি করলে ভালো লাগবে। তাই জন্য রেসিপিটা তৈরি করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। …


আজকের ফিচার্ড পোস্ট সিলেক্ট করার জন্য আমি সবগুলো পোস্ট চেক করছিলাম। আসলে আমাদের কমিউনিটিতে এই সপ্তাহে একটা প্রতিযোগিতা চলছে। দেখলাম কয়েকজনে খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করেছে। তাছাড়া এমনিতে আজকে সব পোস্ট গুলোই আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে যেহেতু প্রতিযোগিতা চলছে তাই জন্য ভাবলাম আজকে এই রেসিপিগুলো থেকেই একটা সিলেক্ট করবো। সবগুলো পোস্ট দেখতে দেখতে মুনিয়া আপুর এই পোস্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এজন্য আমি পোস্টটা সিলেক্ট করলাম। এই পোস্টের টাইটেলটা আমার কাছে বেশি ভালো লেগেছে। বিশেষ করে পিঠার নামটা অনেক বেশি ইউনিক হয়েছে। এই পিঠার নামটা হাড়িভাঙ্গা পিঠা, আমি এর আগে কখনো শুনিনি। তাছাড়া রেসিপিটা দেখেও অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এমনিতে আপু খুব সুন্দর সুন্দর পোস্ট গুলো আমাদের মাঝে শেয়ার করে থাকে। তার প্রত্যেকটা কাজ আমাদের খুবই পছন্দ হয়। সব সময় তিনি আমাদের কমিউনিটিতে কোয়ালিটি পোস্ট গুলো করে থাকেন। তাই আজকের এই ফিচার্ড পোস্ট হিসেবে আমি এই রেসিপি পোষ্টার সিলেক্ট করলাম।


sdfdsfsdv.jpg

ছবিটি আকলিমা আক্তার মুনিয়া আপুর ব্লগ থেকে নেওয়া হয়েছে।

ধন্যবাদ সবাইকে।

Sort:  
 26 days ago 

আজকের এই ফিচারড আর্টিকেলে মুনিয়া আপুর পোস্ট দেখে অনেক বেশি ভালো লাগলো। প্রতিযোগিতার জন্য তিনি অনেক মজাদার একটা পিঠা রেসিপি তৈরি করেছে। আর ওনার তৈরি করা পিঠা সত্যি অনেক ইউনিক ছিল। আসলে তিনি সব সময় অনেক ভালো কাজ করে থাকেন। আমার নিজেরও উনার কাজগুলো খুব পছন্দের। অনেক ধন্যবাদ এই পোস্ট ফিচারড হিসেবে মনোনীত করার জন্য।

 26 days ago 

আজকের ফিচারড আর্টিকেল এর মধ্যে নিজের নামটা দেখে অনেক ভালো লাগলো। আমি সবসময় ভিন্নরকম কিছু রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আমার কাছে এই পিঠার রেসিপি টা অনেক ভালো লেগেছে তাই আপনাদের সবার মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। এভাবেই নিজের কাজ ধরে রাখার চেষ্টা করব। আমার নামটি আজকে সিলেক্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 26 days ago 

অনেক সুন্দর এবং মজাদার একটা পিঠা রেসিপি দেখলাম আজকের এই ফিচার্ড আর্টিকেলে। প্রতিযোগিতার জন্য মুনিয়া আপু খুব মজাদার পিঠা তৈরি করেছে। আসলে এই পিঠার নামটাও অনেক বেশি ইউনিক আর সুন্দর। এই পোস্টটা ফিচারড হিসেবে সিলেক্ট করার জন্য ধন্যবাদ।

 26 days ago 

ফিচারড আর্টিকেলে মুনিয়া আপুর পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। প্রতিযোগিতায়
বেশ ইউনিক একটি পিঠা আমাদের মাঝে শেয়ার করেছে। মুনিয়া আপুর পিঠা রেসিপিটি দেখেই মনে হয়েছে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ পোস্টটি ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করার জন্য।