আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
এক দুই তিন চার,
প্রেমিকা হারিয়ে গেলে করবে হাহাকার!
পাঁচ ছয় সাত আট,
প্রেমিকা হারালে জুটানো ভার!
নয় দশ এগারো বারো,
প্রেমিকা হলো অমূল্য ভাই,যতই হও হিরো!
তেরো চোদ্দ পনেরো ষোল,
এবার জীবন তোমার একশ আনাই বৃথা গেলো।
সংখ্যার ছন্দে জীবন গেলো হায় হায়,
প্রেমিকা হারিয়ে পথে বসলো,কি উপায়!
নয় কেও প্রকাশিত অপরিচিত,
হবে আমাদের কোনো ভাই লুকায়িত পরিচিত।
লেখক
লেখক এর অনুভূতি:
একটু খোঁজ নিলেই দেখা যায় আমাদের অনেক ভাইদের প্রেমিকা হারিয়ে যায়। হতে পারে সংখ্যাটা এক অথবা হতে পারে সংখ্যাটা একের অধিক,হাহাহা।কিন্তু আসলে এই কষ্টের কথা তারা আমাদের সাথে শেয়ার করতে পারে না লজ্জায়। তো সে সকল ভাইদের কষ্ট নিয়েই আজকের এ কবিতা।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সংখ্যাটা এখন এক কিংবা অধিক,
প্রেমিকা হারানোর যন্ত্রণাটা তাই দিক-বিদিক!
সংখ্যার মাত্রাটা এখন একটু বেড়েছে,
প্রেমিকা হারানোর কষ্টেরা তাই ঢুকে ঢুকে খাচ্ছে!
সংখ্যাটা এখন দ্বিগুণ হয়ে বারো,
প্রেমিকা তো সস্তা নয়,ধার ধারে না কারো!
সংখ্যাটা এখন জলের মতো,
ভাই জীবন তোমার শোকে কাতর হলো।
গুনতে গুনতে সংখ্যা এখন ধুলো-ময়লা,
ব্যর্থ প্রেমে পুড়তে পুড়তে জীবন হলো সংশয়!
লজ্জাতে মুখটি নিয়ে থাকো ভাই চুপি,
প্রেমিকা উড়াল দিলো,হলো না আর জুটি।
এক দুই তিন চার
ফিরে এসো আবার
পাঁচ, ছয়, সাত আট
কি সুন্দর খোলা মাঠ।
নয় দশ এগারো বারো
কেমনে তুমি আমায় ছাড়ো
তেরো চৌদ্দ পনেরো ষোল
মান অভিমান এবার ভোলো।
সংখ্যা দিয়ে জমে গেল
প্রেমের কাব্য কথা,
এই হৃদয়ে তুমি শুধু
ছড়াও ব্যাকুলতা।
চাইনা আমি হিরো হতে
চাই না এমন জিরো,
ভালোবাসায় বিশ্বাসটা
হোক না আরও দৃঢ।
♥♥
এক দুই তিন চার,
ব্যবধান বাড়ছে ভালোবাসার একাল সেকাল
পাঁচ ছয় সাত আট,
সত্যিকারের ভালোবাসা নেই যে আর!
নয় দশ এগারো বারো,
যা পাও নগদে নিয়ে হাঁটো
তেরো চোদ্দ পনেরো ষোল,
স্বার্থের কাছে সবাই জিরো।
সংখ্যায় সংখ্যায় মিললো কিছু ছন্দ
কিন্তু ভালোবাসায় বাড়ছে শুধু দ্বন্দ্ব
সকালে পরিচিতি তো বিকলে অন্য কিছু
প্রতিনিয়ত ভালোবাসায় ঘটছে ভিন্ন কিছু।
বিকেলে অন্যের প্রেমিকা পার্কে গিয়ে,অন্য কিছু কি আর হবে।😉
হবে হবে হাফিজ ভাই চাইলেই হবে। হি হি হি
কবিতার লাইন গুলো সত্যি দারুন ছিল ভাইয়া। দারুন লিখেছেন।👌👌
এক, দুই,তিন, চার
প্রেমিকাদের হাতে খেলাম মার।
পাঁচ, ছয়, সাত, আট
প্রেমিকারা আমার খুবই স্মার্ট।
নয়, দশ, এগারো, বারো
তাদের কাছেও হলাম জিরো।
তেরো, চৌদ্দ, পনেরো, ষোলো
তোমরা তো প্লিজ কিছু বলো।
একের পর এক এলো গেল,
এক থেকে আজ একশো হল।
কোনোটাই আমার টেকে না গো,
করবো আমি কাকে বিয়ে!!
হাহাহা,এটা বেশ মজার ছিলো।
আপনার কাছে লেখাটা মজার লাগলো জেনে খুশী হলাম আপু 😁।
এক দুই তিন চার,
সকাল সন্ধ্যা খাই শুধু বউয়ের হাতে মার।
পাঁচ ছয় সাত আট,
সুন্দরী বউ আমার খুবই স্মার্ট।
নয় দশ এগারো বারো,
এইবার না হয় বউ চুল ছেড়ে হাতটা ধরো।
তের চোদ্দ পনেরো ষোলো,
জীবনে অন্তত একদিন ভালোবেসে কিছু তো বলো।
বউয়ের যন্ত্রণায় জীবন আমার হাহাকার;
সকাল বিকেল মারে আমায় বারংবার,
বিয়ে কেন করলাম ওগো আমার ছোট চাচী..!
মাঝে মাঝে মনে হয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি।
কিছু কিছু কথা আছে বলতে পারিনা,,
এমন কিছু কষ্ট আছে সইতে পারিনা।
এমন কিছু ফুল আছে তুলতে পারিনা,,,,,
আর এমন একটা মানুষ আছে ভূলতে পারিনা!!
অন্ধ ভালবাসার গন্ধ বেশি,,,
নকল ভালবাসার সুবাস বেশি।
সত্য প্রেমে রাগারাগি..........
নকল প্রেমে হাসাহাসি.....
বুঝবে যেদিন খুজবে তাকে
অবহেলা হারালে যাকে!!
এক দুই তিন চার
প্রেমে পড়েছি আমি বহুবার
পাচঁ ছয় সাত আট
প্রেমিক হলো এক মহা ঝামেলার
নয় দশ এগার বারো
প্রেমের নামে শুধু বন্দনা করো
তের চৌদ্দ পনের ষোল
সব প্রেমিক আজ একসাথে হলো।।
হাহাহা,তাহলে তো প্রেম করা যাবেনা দেখছি।
আরে না না, প্রেম করবো একশটা টিকবে একটা। হা হা হা
এক দুই তিন চার,
প্রেম ভাই করো বারবার,
পাঁচ ছয় সাত আট,
একটা গেলে আরেকটা পাবে,
নয় দশ এগারো বারো,
অনেকগুলো প্রেম করতে পারো,
তেরো চৌদ্দ পনেরো ষোলো,
প্রেম করো আর মজা করো।
প্রেমিক হইয়া জন্ম যাদের,
প্রেম করা নেশা তাদের।
একটা প্রেমিকা চলে গেলে,
দশটা প্রেমিকা লাইন ধরে।
একবার করে অনেকে হতাশায় শেষ!আবার বারবার।
তাহলে গানের কলিও পাল্টে যাবে- প্রেম বার বার এসেছিল জীবনে.....
আপু আগের প্রেম আর এখনকার প্রেম অনেক ভিন্ন।
আপু হাতাশা কাটানোর জন্যই তো বারবার প্রেম করতে হবে। 😍
এক দুই তিন করে
চলে গেছে জীবন থেকে
আমার জীবনের আলো গুলো নিয়ে
সঙ্গী হয়ে অন্য মানুষের আলোকিত করে
আমার মতো অভাগাকে অন্ধকারে ফেলে।
এক দুই তিন চার ওহে হিরো বল তুমি কার
পাঁচ ছয় সাত আট হাজার প্রেমিকার বিরহে
হিরো তোমার খুলে গেছে মাথার লাট।
নয় দশ আগারো বারো হিরো তোমার
হিরোইন কি করে হারিয়ে গেল?
তেরো চৌদ্দ পনের একটু ধৈর্য ধরো
ষোলো সতেরো আঠারো আবার সেই পুরনো প্রেমিকার কাছে চিঠি পাঠানো?
তোমার কপালে আছে ছাই
এবার আমি যাই, বাই বাই।