এবিবি-ফান প্রশ্ন-৬৯ || হতাশা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি ?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

হতাশা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় কি ?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

জীবনে কমবেশি সবাই হতাশা , তাইলে সমাধানের পন্থা কি ? নিজের মতো করে মতামত জানাবেন ?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

হতাশা থেকে মুক্তি পেতে হলে চিরতা, হর্তকী, আর করলা দিয়ে জ্যুস বানিয়ে খেতে হবে। প্রতি আট ঘন্টা পর পর খাবেন পিতলের মগ দিয়ে। খাবেন আর বলবেন হতাশা আমাকে আর পাবে না।

 2 years ago 

ভাই কোন রুগীকে দিয়ে পরীক্ষা করা হয়েছে কি? হা হা হা।

 2 years ago 

যাদের লাগবে আমার সাথে পারসনালি কথা বলে নিতে পারে। আমি স্পেশাল রেসিপি জানি। হি হি হি।

 2 years ago (edited)

ভাই একটা চেম্বার খুলে নিতে পারেন। ব্যবসা আর ব্যবসা।হা হা হা।

 2 years ago 

হাহাহা বেশ হাসলাম ভাই আপনার মন্তব্য পড়ে ।

হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য মেডিটেশনের কোন বিকল্প নেই। বিভিন্ন প্রকার মোটিভেশনাল ভিডিও দেখুন যেগুলো আপনাকে পজিটিভ এনার্জি দেবে। এমন মানুষের সাথে ঘোরাঘুরি করা উচিত যারা নিজেরাই সব সময় পজিটিভ চিন্তাধারা নিয়ে চলে।ভুলভাল লোকের কথায় একদমই কান দেওয়া যাবে না, কারণ লোকের কাজই হল পেছনে কথা বলা। দীর্ঘদিন ধরে মেডিটেশন করলে মস্তিষ্ক স্থির থাকে। তাই ওটা আগে করার চেষ্টা করেন শুভ দা। আমি নিজেও মেডিটেশন করি।
 2 years ago 

জীবনে হতাশা আসবে এটা স্বাভাবিক। কিন্তু সে হতাশা মনে পোষণ করে বসে থাকা চলবে না। মনকে ঝেড়ে ফেলেন, পরিবারকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসেন, বন্ধুদের সাথে আড্ডা দিন।আপনার হতাশার কারণ কোন আপন জনের সাথে মন খুলে শেয়ার করেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, আপনার মন যে কাজ করলে সবচেয়ে বেশি প্রফুল্ল থাকে এমন কাজ করেন।দেখবেন-ইনশাআল্লাহ আপনার মন থেকে হতাশা দূর হয়ে যাবে।একটাতে জয় হতে পারেন নাই বা বিফলে গেছেন কিন্তু তাতে কি হয়েছে? সৃষ্টিকর্তা তো অনেক সুন্দর সুন্দর উপহার রেখেছেন আপনাকে দেওয়ার জন্য ।হয়তো আপনাকে অপেক্ষা করতে হবে!! তাই ধৈর্য ধরে আপনার মন থেকে হতাশা মুছে ফেলেন! সুস্থ থাকেন! পরিবারের সাথে সময় দিন! কাজে ব্যস্ত থাকেন! তাহলে দেখবেন হতাশা আপনার থেকে অনেক অনেক দূরে চলে গেছে।

 2 years ago (edited)

আমার মতে প্রথমে হতাশা কে হত্যা করতে হবে।
আমরা যদি আমাদের চাওয়াগুলোকে সীমিত করতে পারি, অন্যের সাফল্যকে মেনে নিতে পারি, পরের জন্য নিজেকে উৎসর্গ করতে পারি। তাহলে হয়তো আমাদের জীবনের হতাশা নামক কুলাঙ্গার থেকে মুক্তি পাওয়া যাবে।
তবুও এতে যদি মুক্তি পাওয়া না যায়। তাহলে স্বপ্নের পদ্মা সেতুর উপর থেকে হতাশাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিতে হবে।😁😁😁😁😁😁😆😁😆😆😆😆😆😆

 2 years ago 

আপু হতাশা বেচারাকে পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিলে আপনি তো আসামি হয়ে যাবেন।তখন আপনি নিজেরই তো আবার হতাশায় পরে যাবেন।হা হা হা।

 2 years ago 

হা হা হা।

 2 years ago 

১০০% সাউন্ডে কানে হেড ফোন লাগিয়ে দিলবার দিলবার শুনলেই হতাশা হাওয়া।

 2 years ago 

হতাশা থেকে মুক্তি পাওয়ার 3টি সহজ উপায়--

1.আপনি আপনার ইচ্ছেশক্তিকে প্রাধান্য দিন
2.কোনো প্রাণীকে সময় কাটানোর বন্ধু/সঙ্গী করুন
3.গরিবদের সহযোগিতা করার মাধ্যমে।

 2 years ago 

হতাশা থেকে মুক্তি পাওয়ার প্রধান কাজ হল বউকে হাসি খুশিতে রাখা।বউ খুশিতে থাকলেই হতাশ কেটে যাবে।

 2 years ago 

প্রাণ খুলে হাসতে হবে
গাইতে হবে গান,,
শরীরচর্চা করতে হবে
সাথে মেরিটেশন।

শ্বাস নেবে জোরে জোরে
চোখ বন্ধ করে,,
কর্টিসোল হরমোনটি
বেড়ে যাবে ওরে।

দেহ পাবে অক্সিজেন
সতেজ হবে মন,
ত্বরান্বিত যদি হয়
এই হরমোন।

খোলা মনে বলুন কথা
প্রিয় বন্ধুর সাথে,
ব্যস্ত রাখুন নিজেকে
দিনে আর রাতে।

লোভ ক্ষোভ ছুড়ে ফেলুন
সাহস আনো মনে,,
মেনে নিয়ে মানিয়ে চলুন
হতাশা যাবে বনে।

উদার মনে ক্ষমা করুন
হতাশা যাবে কমে,,
দুশ্চিন্তাজনিত রোগ
তবেই যাবে দমে।

হতাশা কমাবার সহজ উপায়
দিয়ে গেলাম বলে,
নতুন কোন বিষয়ে আসবো
আবার চলে।
♥♥

 2 years ago 

হতাশা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হচ্ছে হতাশার প্রোফাইলে গিয়ে হতাশাকে ব্লগ করে দিতে হবে ৷ যাতে কোনো ভাবে সে সামনে আসতে না পারে ৷

 2 years ago 

হতাশা থেকে মুক্তি পেতে হলে নিজের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডের নাম হতাশা দিয়ে সেভ করে রাখা উচিত। যখনই কল করবে তখনই মনে পড়বে এই হতাশার চেয়ে আর কোন বড় হতাশা কারো জীবনে নেই।😅😅😅

New to Steemit?