এবিবি-ফান প্রশ্ন-৬১ || নিজের ব্যাথা অন্য কেউ , বোঝে না কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
নিজের ব্যাথা অন্য কেউ , বোঝে না কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সবাই দেখে আর হায় হায় করে কিন্তু বুঝেও না বোঝার ভান করে ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এখনকার এই পৃথিবীতে নিজের ব্যথা গুলো অন্যের কাছে শেয়ার করলে তারা সেগুলো হাস্যকর মনে করে । তাছাড়া এখনকার মানুষ শুধু উপরের সবকিছু দেখতে পায় কিন্তু ভিতরের কষ্টগুলো কখনো বোঝার চেষ্টা করে না। যখন একজন মানুষ হাজারো কষ্টের ভিতর থাকে তখন অন্য কেউ সেগুলোকে হাসি ঠাট্টা মজা বিভিন্ন বিষয় নিয়ে নেয়। এজন্যই হয়তো একজনের কষ্ট অন্যজন বোঝেনা
একদম বাস্তব কিছু কথা লিখেছেন ভাই অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
দুনিয়ার সবাই সুখের মৌমাছিরে ভাই, যতটা সুযোগ পায় শুধু মধু খেয়েই উড়ে যায়, আর সময় মতো একটা হোল ফুটিয়ে দেয়। ব্যথার যন্ত্রনা নিজেকেই ভোগ করতে হয়।
তাই তো দেখছিরে ভাই । বাস্তবিক অভিজ্ঞতা তো আজকাল তেমনটাই বলছে ।
শরীরের ব্যথা শরীর বোঝে,
মনের ব্যথা মন;
আমার ব্যথা কেউ বোঝে না;
কাঁদি সারাক্ষণ।
চোখের জলে ভেসে যাবে,
সকল ব্যথা গুলো;
চোখ মুছায়ে বলবে সবাই;
মুছে দিয়েছি ব্যথাগুলো।
আমার চোখে জল যেন,
তোমাদের কাছে ঝর্ণা;
ঝরনার জলে স্নান করো;
করোনা কেউ কান্না।
খুব চমৎকার একটি কবিতা বানিয়ে ফেলেছেন ধন্যবাদ আপনাকে ভালো লাগলো
আসলে কবিতাটা মনে চলে আসলো। তাই একটু একটু করে লিখে দিলাম। নিজের কষ্টগুলোতে এমনই হয়।
তারমানে নিজের অভিজ্ঞতা থেকে লিখেছেন ধন্যবাদ আপনাকে ভালো লাগলো ভাই।
হ্যাঁ ভাই সত্যি বলেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। সুখের ভাগ সবাই নিতে চায়, দুঃখের ভাগ নয়।
একদম শতভাগ মনের কথা ভাই ধন্যবাদ আপনাকে সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই। আমার বাংলা ব্লগে আপনার জন্য শুভকামনা।
ব্যথা তো অনুভব করতে হয়।আর হৃদয় ছাড়া তো অনুবভ করা যায়।চোখ দিয়ে তো আর হৃদয় দেখা যায় না। চোখ দিয়ে শুধু আন্দাজ করা যায়।তাই নিজের ব্যথা অন্য কেউ বোঝে না।
কারন অন্যের ব্যথা বোঝা যায় না অনুভব করা যায় তার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন।আর এই যন্ত্রের অনেক দাম তাই কেউ নিজ পকেট থেকে টাকা খরচ করে অন্যের ব্যথা বুঝতে চায় না।
নিজের ব্যাথা অন্য কেউ যদি বুঝতো তাহলে মেয়েরা আর কখন ছ্যাকা দিত না। মেয়েরা ছেলেদের ব্যাথা বোঝে না তাই বারবার প্রেমে ছ্যাকা দিয়ে যায়।
নিজের ব্যাথা নিজের কাছে
অনুভব এর বিষয়,,
সহজে কেউ বোঝে না
কাঁদে না কারো হৃদয়।
অন্য কারো অনুভবে
নিজের অনেক জালা,,
নিজের নিজের কষ্ট নিয়ে
মনে দিয়েছে তালা।
হায়রে এমন জ্বালা।
আশা করি বোঝাতে পেরেছি
প্রাণপ্রিয় ভাই,
নিজের কষ্ট নিজে ছাড়া
বোঝার উপায় নাই।♥♥
ব্যাথাতে অভিনয়ের পরিমাণ বেশি থাকলে কেউ বুঝবে না, তাছাড়া ভালবাসা দূষিত হলেও কেউ কারো ব্যাথা বোঝে না।
একদম যথাযথ বলেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন
নিজের ব্যথা নিজেকেই আঘাত করে, হৃদয় থেকে অন্যকে আঘাত করে না তাই অন্যরা বুঝতে পারে না।