আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
এক রাশ স্বপ্ন নিয়ে ,
আমার পথচলা।
হাজারো বাধার সম্মুখীন,
হয়নি তোমাকে বলা।
পাশে থাকলে স্বস্তি পেতাম,
পেতাম কিছুটা শান্তি।
এখন শুধু নীরবে আমি,
সহ্য করি সকল বিভ্রান্তি।
লেখিকা
লেখিকার অনুভূতি:
আমাদের চলার পথে আমরা অনেক স্বপ্ন দেখে থাকি। তবে এই স্বপ্নগুলো পূরণ করার ক্ষেত্রে কিন্তু প্রিয় মানুষটাকে পাশে পাওয়ার আশা করি। আবার দেখা যায় বিপদে পড়ার ভয়ে নিজে কষ্ট সহ্য করলেও, নিজের কাছের মানুষকে একটু দূরে রাখি, যাতে তার কোন বিপদ না হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
চোখে সহস্র স্বপ্ন আর
মনের মাঝে তুমি,
সহজ নয় তার গন্তব্য
সে কথাও জানি।
পাশে থাকার ছায়া তুমি
আমার মনের জোর,
কষ্ট যদি হয় তোমার তাই ভেবে
আমার চোখ কাঁদে অঝোর।
বন্ধু তোমার অনু কবিতা একটা এক কথায় অসাধারণ হয়েছে। তোমার কবিতাটি পুরোই ছন্দময় হয়েছে।
তোমার চোখে চেয়ে বন্ধু,
কত স্বপ্ন দেখি,
তোমার শত কথার মাঝে,
আমার বিজয় জানি।।
থাকবে কি গো পাশে আমার?
তোমার স্বপ্ন নিয়ে,
দুজন মিলে গড়বো মোরা,
নতুন এক বিশ্ব কে।।
বাহ্ আপনার দেখছি দুইজন মিলে বিশ্ব গড়ে তুলবেন। বেশ ভালো লেগেছে কবিতাটা।
বাহ্ আপু দুর্দান্ত লিখেছেন। ভালোবাসার মানুষেরই চোখের দিকে চেয়ে স্বপ্ন দেখতে ভীষণ ভালো লাগে।
তোমার চাহনীতে আমার,
স্বপ্ন বুনে যাই।
তোমার হাতের মাঝে,
নিজের অস্তিত্ব খুঁজে পাই।
তোমার নিরবতায়,
নিজের দোষ দেখে যাই,
তোমার হাসিতে মোর,
স্বার্থকতা পেয়ে যাই।
তোমায় নিয়ে অনেক স্বপ্ন হৃদয়ে আমার
তাইতো আমার ভাবনাগুলোয়,
জড়িয়ে রাখি তোমায়।
অনেক আশা নিয়ে আমি,
বেসেছি তোমায় ভালো
পাশে থেকো তুমি আমার,
হৃদয়ে প্রদীপ জ্বেলো।
এক রাশ স্বপ্ন বুকে
তোমার আমার পথ চলা
ভালোবেসে পাশে থেকো
হয়নি তোমায় প্রভু বলা।
তোমার হাতে রেখে হাত
কাটাতে চেয়েছিলাম নিরব রাত
আমার নীরবতা আজও
খুঁজে ফিরে ভালোবাসা
অপূর্ণতার মাঝে স্বপ্নগুলো
আজ শুধুই ধোঁয়াশা।
অপূর্ণতা হলেও কিন্তু স্বপ্ন দেখাটা শেষ হয় না। অনেক ভালো লেগেছে আপু আপনার কবিতা লাইন গুলো।
রাশি রাশি স্বপ্ন নিয়ে,
আমার হেঁটে চলা দুর্গম পথ বেয়ে।
সকল বিঘ্নতার মাঝেও,
অব্যক্ত কথাগুলো রয়েছে মনের ক্যানভাসে জড়ো।
আমার সকল শান্তিরা পথপানে,
তোমারই কথা সারাক্ষন ভাবে।
এখন নীরবতা-ই আমার সঙ্গী,
সহনে সহনে কেটে যায়, কষ্টগুলো রং-তুলি।।
এক বুক আশা নিয়ে,
হেঁটেছি একলা পথে।
দেখেছি কত প্রবল ঢেউ সম্মুখে,
খুঁজেছি তখন শুধু তোমায় হৃদয়ে।
পাশে আমার রবে তো তুমি!
যোগাতে আমায় শক্তি।
আজ স্তব্ধ আমি,
সয়ে যাচ্ছে আমার সকল গ্লানি।
ওয়াও আপু আপনি দারুন অনু কবিতা লিখেছেন পড়ে অনেক ভালো লাগলো।
যতই থাকো দূরে তুমি,
তবুও যেন আছো পাশে,
তোমায় দেখে জাগে মনে,
শত আশার বানী।।
তুমি যদি থাকতে প্রিয়,
হাতটি আমার ধরে,
বিশ্বটাকে দেখে নিতাম,
হাতের মাঝে রেখে।।
প্রিয় মানুষটি যতই দূরে থাকুক না কেন কল্পনায় সারাক্ষণ তাকে পাশে অনুভব করি আমরা। তার হাত দুটো ধরে পুরো পৃথিবী দেখতে চাই আমরা। দারুন লিখেছেন আপু।
হাজারো স্বপ্ন নিয়ে
জীবনের এই পথচলা
জীবনের প্রতিটি বাঁকে বাঁকে বাঁধার সম্মুখীন
হয়নি তোমাকে বলা
প্রিয় কোন নির্জন গহীনে।
হাজারো প্রতিকূল পরিবেশে
যদি পাশে পেতাম তোমাকে
হৃদয়ে প্রশান্তি বয়ে যেতো
আজ আমি নীরব স্তব্ধ অপূর্ণতার
অসহ্য ব্যথা হৃদয়ে প্রবাহমান।
আসলেই ভাই জীবনের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে বাঁধা। আর এই বাঁধা গুলো অতিক্রম করেও যদি ভালোবাসার মানুষকে পাওয়া যেতো তাহলে জীবনটা সুন্দর হয়ে যেতো।
জি ভাই, যদি প্রিয় মানুষ পাশে থাকে তাহলে জীবনটা সুন্দর হয়।
তোমায় নিয়ে কল্পনা করেছি,
থাকবে তুমি পাশে।
হাতটি ধরে হাঁটবো তুমি,
নীল আকাশের নিচে।
ভালোবেসে দেবো তোমায়,
গোলাপ ফুলটি হাতে।
গোলাপ ফুলের সুবাসে,
ভালোবাসায় হারিয়ে যাবে তুমি,
আমার বুকের মাঝে।