এবিবি ফান প্রশ্ন- ৪১৮ || সৃষ্টির সেরা যদি মানুষ হয়- মানুষ বস্তুর জন্য জীবন দেয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সৃষ্টির সেরা যদি মানুষ হয়- মানুষ বস্তুর জন্য জীবন দেয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
মানুষের জীবন বস্তুর উর্ধ্বে। বস্তুর জন্য মানুষ নয়, মানুষের জন্য বস্তু।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মহান সৃষ্টিকর্তা বলেছেন সৃষ্টির সেরা জীব মানুষ কিন্তু আমরা মানুষ মনে করি অর্থ না থাকলে আমরা সেরা হতে পারব না। তাই বস্তুকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি।আর যার কারণে আজকে পৃথিবীতে মারামারি হানাহানি খুনাখুনি।
যদি মানুষ মানুষকে ভালোবাসতো যদি মানুষ জীবনকে ভালোবাসতো তাহলে বস্তুর জন্য কখনোই জীবন দিত না।
মানুষ বলতে অনেক সময় পুরুষ মানুষ জীবন দেয় বস্তুর জন্য। তবে পুরুষ মানুষ গার্লফ্রেন্ড কিংবা ওয়াইফের চাপে পড়েই বস্তুর জন্য জীবন দেয়। অর্থাৎ মহিলারাই হচ্ছে যত নষ্টের গোড়া 🤣🤣।
কথায় একটু একটু লজিক খুঁজে পাচ্ছি ভাই। যদি পরবর্তীতে বিয়ে করি অবশ্য আরো বেশি লজিক পাবো। 😁
কারন মানুষের মধ্যে আবেগ ও অনুভূতি কাজ করে কিন্তু বস্তুর কোনো আবেগ ও অনুভূতি নেই।তাই মানুষ বস্তুর জন্য জীবন দিতেও কুন্ঠিত হয় না।
মানুষ সৃষ্টির সেরা জীব হয়েও মানুষ বস্তুর জন্য জীবন দেয়, তার কারন হলো মানুষকে শয়তান লাড়ে চাড়ে,হা হা হা।😛
একদম ঠিক কথা বলেছেন ভাই শয়তান লড়া দেয় বলেই মানুষ এরকম কাজ করে 😎😁
এটা সত্যি যে, মানুষের জীবনের ঊর্ধ্বে আর কিছুই হতে পারে না। প্রতিটি বস্তু মানুষের জন্য তৈরি হয়েছে বস্তুর জন্য মানুষ নয়। জ্ঞানী মানুষেরা কখনো বস্তুর জন্য জীবন বিলিয়ে দেয় না, অজ্ঞান মানুষেরা বস্তুর জন্য জীবন বিলিয়ে দেয়। কারণ তারা জানেই না বস্তু আর জীবন আর বস্তু এক নয়।
আসলে সৃষ্টির সব কিছুই অনেক বেশি সুন্দর। মানুষ সৃষ্টির সেরা জীব হলেও বস্তুকে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে। তারা প্রতিনিয়ত ওইগুলোর জন্যই ছুটে বেড়ায়। তাইতো ওইগুলোর জন্যই জীবন দেয়।
আল্লাহতাআ’লা ১৮ হাজার মাখলুকাত সৃষ্টি করেছেন শুধুমাত্র মানুষের খেদমোতের জন্য আর মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর এবাদাতের জন্য। এরপর ও যদি মানুষ বস্তুর জন্য জীবন দেন তাহলে সেটা শুধুমাত্র লোভ এবং লালসার জন্য দিবে।
মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই, লোভের কারণে মানুষ আরো খায় করে। মানুষ নিজেকে শ্রেষ্ঠ না মনে করে, বস্তুকে শ্রেষ্ঠ মনে করে। যার কারণে বস্তুর জন্য জীবন দেয়।
এটা সত্যি বলেছেন ভাই মানুষ লোভের কারণে নিজেকে শ্রেষ্ঠ না মনে করে বস্তুকে শ্রেষ্ঠ মনে করে। আর এই কারণেই মানুষ তার জীবন বিলিয়ে দেয়।
সৃষ্টির সেরা মানুষ এটি প্রকৃত সত্য। সৃষ্টিকর্তা মানুষ ছাড়া অন্যান্য সৃষ্টিকূল সৃষ্টি করেছে মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ মঙ্গলের জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো মানুষ অন্যান্য সৃষ্টি কূলের কাছে তার নিজের মাথা নত করে। জীবনের সামান্য ভোগবিলাস এবং স্বার্থের জন্য নিজের আত্মপরিচয় এবং মনুষত্বকে বিলিয়ে দেয় । বস্তুর জন্য নিজের জীবন বিলিয়ে দেওয়াটা সবচেয়ে বড় বোকামি এবং বিবেক বুদ্ধিহীন কাজ। মূলত যে কোন বস্তু মানুষের কল্যাণের জন্য। কিন্তু মানুষ না বুঝে ঐ বস্তুর জন্য জীবন দেয়। কারণ মানুষ নিজের আত্মপরিচয় ভুলে গিয়ে বস্তুকে নিজের জীবনের ঊর্ধ্বে জায়গা দেয়। নিজের জীবনকে তুচ্ছ মনে করে বস্তুকে জীবনে সবচেয়ে বড় পাওয়া মনে করে। এসবের কারণ হলো নিজের জীবনকে বড় মনে না করে সামান্য ভোগ বিলাস এবং স্বার্থের জন্য বস্তুকে নিজের জীবনে চেয়ে বেশি দামী মনে করা।
মানুষ সেরা জীব তার জন্যই বস্তুর জন্য জীবন দেয় না।অকারণে জীবন নেওয়া এবং দেওয়া পাপ।সবকিছুর বিকল্প পথ থাকলেও জীবন দেওয়া নেওয়ার ব্যাপারে কোনো বিকল্প পথ থাকেনা।মানুষ তাই পাপ করেনা।