আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর -১৭ || by abb-fun
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতাঃ
আমি সেই লাল গোলাপ হতে চাই
যেটা তুমি খোপায় গুঁজে রাখো।
আমি সেই টিপ হতে চাই
যেটা তুমি কপালে দিয়ে রাখো।
আমি সেই স্নিগ্ধপরশ হতে চাই
যেটা তুমি গ্রহণের জন্য
খোলা জানালার সামনে দাঁড়িয়ে থাকো।
আমি সেই চিঠি হতে চাই
যেটা তুমি একবার খুলে দেখার জন্য
ব্যাকুল হয়ে থাকো।
আমি সেই মানুষটা হতে চাই
যাকে দেখার জন্য তুমি
দিবানিশি পথ চেয়ে থাকো।
লেখকঃ
লেখকের অনুভূতিঃ
কবিতার পংক্তি গুলোর মাধ্যমে প্রিয়জনের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। আপনারাও কবিতার ছন্দে আপনাদের অনুভূতি প্রকাশ করুন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমি সেই সুগন্ধি হতে চাই
যা তুমি মন ভুলানো শরীরে মাখো।
আমি সেই কলম হতে চাই
যেটা তুমি বুক পকেটে যতনে আগলে রাখো।
আমি তোমার নিঃশ্বাস হতে চাই
যেটার মুক্ত স্বাদ আস্বাদনে
হৃদয় জুড়ে তুমি মেলে দাও বিস্তৃত শুন্যমাঠে।
আমি সেই ফুল হতে চাই
যেটার আকুল গন্ধ উপভোগ করার জন্য
মোহিত হয় হৃদয়ের পিঞ্জর।
আমি সেই অতি-পরিচিতা হতে চাই
যাকে তুমি কল্পনা করো
সকাল হতে সন্ধ্যায় প্রতীক্ষা অবিরত।
পৃথিবীটা তোমারি থাক,
পারলে একটু নীল দিও।
আকাশটা তোমারি থাক,
পারলে একটু তারা দিও।
মেঘটা তোমারি থাক,
শুধু একটু ভিজতে দিও।
মনটা তোমারি থাক,
পারলে একটু জায়গা দিও।
আমি সমুদ্র হতে চাই,
যদি তুমি নদী হয়ে
আমার কাছে আসতে পারো।
আমি নীল আকাশ হতে চাই,
যদি তুমি মেঘ হয়ে
আমার সাথে ভাসতে পারো।
আমি শ্রাবণ হতে চাই,
যদি তুমি বর্ষা হয়ে
আমাকে ভাসিয়ে নিয়ে যেতে পারো।
বাহ বেশ চমৎকার একটি কোন কবিতা লিখেছেন খুব ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই,
অনুপ্রাণিত করার জন্য।
এগিয়ে যান সামনের দিকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো।
চমৎকার লেগেছে ভাই লাইনগুলো 🤗
ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য।
তোমার প্রতীক্ষায় কাটে সারাদিন
তুমি আমার শুভ্র সকাল, তুমি মেঘলা দিন
তোমার দেওয়া প্রেমের চিঠি মনে জায়গায় আশা
তোমার মাঝে খুজে পাই মিষ্টি প্রেমের ভাষা।
আমি সেই প্রেমিক হতে চাই,
যাকে তুমি বুকের ভিতরে আগলে রাখবে।
আমি সেই বৃষ্টি হতে চাই,
যার মধ্যে তুমি আনন্দে ভিজতে থাকবে।
আমি সেই চাঁদনী রাতের তারা হতে চায়,
যাকে দেখার জন্য তুমি অবাক চোখে তাকিয়ে থাকবে।
আমি সেই প্রেমিক হতে চাই
যে প্রেম তোমাকে নিয়ে যাবে গভীর সম্মানোনায়।
আমি তোমার বটো বৃক্ষ হয়ে থাকতে চাই
যেথাই থাকবে তুমি অরণ্য ছায়ায়।
মামা অন্য কাউকে এত ভালবাসলে আমি কিন্তু মামীকে বলে দিব। পরে মামী আপনাকে বাড়িতে উঠতে দিবে না।
আমি খুঁজে পেয়েছি তোমায়,
এক অচেনা পথের ধারে;
সে-ই দিনের চাহনি কেন জানি,
আজও আমাকে পীড়া দেয়;
হয়তো কখনো আর হবে না দেখা,
দুজনের পথ এখন শুধুই নির্জন;
আমাকে এখনো ভাবায় সেই পথ,
যে পথে হয়েছিল আমাদের সাক্ষাৎ।
"নতুনের মতো তুমি উজ্জ্বল,
নতুনের মতো তুমি সুন্দর।।
তোমার মতো করো মোরে,
বেঁধে ভালোবাসার ডোরে।।"