এবিবি-ফান প্রশ্ন ১৯৬ | আপনার পাগল মনে কার কার নাম বারবার ভেসে বেড়ায়।
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
আপনার পাগল মনে কার কার নাম বারবার ভেসে বেড়ায়।
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো অনেকের নামই ভেসে বেড়ায় , আপনার মনে কার কার নাম ভেসে বেড়ায় তা একটু জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার পাগল মনে শুধু একজনের নাম ভেসে বেড়ায় সেটা হচ্ছে আমার ফুপু মনি। তিনি আমার পাশে থাকলে আমার মন থাকে ফুলের মতো সৌরভ । এবং চারিপাশ মনে হয় যেন প্রকৃতিতে এক নতুন সাজ সেজেছে। কেউ যদি আমার ভালবাসার নাম জানতে চাই তাহলে মা-বাবার পরেই তার স্থান তিনি হচ্ছে আমার ফুপু মণি।♥️
আমার পাগল মনে শুধু আমার বাংলা ব্লগের নাম ভেসে আসে। কখন পোস্ট ,কমেন্ট করবো সেই চিন্তায়।🤔🤔
এই জন্যই তো বলি যে মাঝ রাস্তায় বাস এর চাকা পাংচার হয়ে যায় কি করে।😂 ঠিকই আছে।
কার মাঝ রাস্তায় চাকা পাংচার হলো আবার?
আগের দিন ঢাকা ফেরার পথে আপনি যে বাস এ করে যাচ্ছিলেন ওই বাস এর চাকা আপু।🤭
আরে চাকা না।
আর আমরা ওঠার আগেই নষ্ট হয়েছিলো
খুবই কৌতূহল পূর্ণ বিষয় কার নাম ভেসে বেড়াচ্ছে 🤔। আবার বলছো মনের নদী শুকিয়ে গেছে কারও নাম ভাসছে না।🤔🤔🤔🤔
একটু চিন্তা করতে থাকো তাহলে নাম খুঁজে পেয়ে যাবে।🤭🤭
বার বার ভেসে আসে না ভাই। একবারই আসতে নিয়েছিল,সাতার না জানায় ডুবে গেছে।🤣🤣
এই জন্য প্রেমের নদীতে সাঁতার জানা খুবই জরুরি।😂😂
প্রেমের মরা জলে ডোবে না😁😁
ভাইয়া আমি যাকে ৬ লক্ষ টাকা ধার দিয়েছি শুধু তার নাম বার বার ভেসে বেড়ায়, কেননা টাকাটা এখনো আমি পাইনি। যতক্ষণ টাকাটা পাবো না ততক্ষণ তার নামই বারবার মনে ভেসে বেড়াবে। কারণ বর্তমানে আমার এই টাকার কারণে খুবই অস্বস্তিতে দিন কাটছে।😭😭
কাউকে মনের রাখার সব থেকে ভালো বুদ্ধি। হা হা হা... আমিও ভাবছি সবার থেকে টাকা ধার নিয়ে গায়েব হয়ে যাবো🤭🤭
আমার পাগল মনে নদী,ফুল,পাখির নাম বারবার ভেসে বেড়ায়।আর যখন পাগল মন থাকে না তখন, গরু, ছাগল ও গাধার নাম ভেসে বেড়ায়,হি হি।
আনিকা,শিউলি, লিপিয়া,অবনী,অবশেষে আমার স্ত্রী। 😄
পাগল মনের পাগলামিতে
সিয়াম শিপুর নাম,'
ভেসে আসে হৃদয় হতে
ওদের নামে খাম।
ভেসে আসে আরও মনে
কবিতার ছন্দ,,
তাদের নিয়েই কাটছে ভালো
লাগছে না তো মন্দ।
♥♥
কার নাম বাসবো আবার? নিজের আপন জামাইয়ের নামে ভাসে। গানেই তো বলে-ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। তাই তো পাগল মনে বার বার নিজের আপন জামাইয়ের নাম ছাড়া অন্য কোন পুরুষের নাম ভাসে না। হিহিহি
আমার পাগল মনে শুধু দুবাইয়ের রাজকুমারী শেখা মেহেরার নাম বারবার ভেসে বেড়ায় 🤣।
ভালো জায়গায় দান মেরেছেন দেখছি। হা হা হা.... তবে এক দিক থেকে ঠিকই আছে, নাম যখন নেবো তাহলে ভালো কারোই নেবো।😂
হাহাহা,একদম ঠিক বলেছেন ভাই 🤣।