এবিবি-ফান প্রশ্ন ১৩৩ || গোছানো সংসারে সবাই জায়গা নিতে চায় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
গোছানো সংসারে সবাই জায়গা নিতে চায় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই, আপনাদের জানা থাকলে, দয়াকরে জানাবেন।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সহজেই সবকিছু হাতের নাগালে পাওয়া যায় সেই জন্য গোছানো সংসারে সবাই জায়গা নিতে চাই।
যেমন মেঘ না চাইতেই বৃষ্টি।
সবাই কোকিল হয়ে গেছে এই জন্যই গোছানো সংসারে গিয়ে জায়গা নিতে চায়। কাকের বাসায় কোকিল গিয়ে কি করে এই গল্প তো সবাই জানে। মানুষও এখন তাই হয়ে গেছে সাজানো গোছানো জিনিস পেলে কে আর কষ্ট করে গোছাতে চায়!
একটা সংসারকে সুন্দর করে গোছাতে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু গোছানো সংসার হলে নিজেকে আর কষ্ট করে গোছাতে হয়না শুধু টুকুস করে ঢুকে পড়লেই হয়। তাই গোছানো সংসারে সবাই ঢুকতে চায়।
দুষ্ট লোকদের জন্য গোছানো সংসার তছনছ করা অনেক আনন্দের আর বেশিরভাগ লোকদের জন্য সংসার গোছানো অনেক ঝামেলার। গোছানো পেলে কে আর এই ঝামেলার মধ্যে যায় বলেন?
পায়ের ওপর পা তুলে রাজত্ব করা যায় এই জন্য 😆
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া পায়ের উপর পা তুলে রাজত্ব করার ইচ্ছা।
কারন শরীর যাতে সুস্থ ও স্বাভাবিক থেকে আধিপত্য বিস্তার করতে পারে তাই।অগোছালো সংসার সাজাতে সাজাতে স্বপ্নগুলোই ভেঙে যাবে,নিজের ইচ্ছেগুলো আকাশে উড়াল দেবে।তাই গোছানো সংসারে সবাই জায়গা নিতে চায়।
এক্ষেত্রে মেয়েরা পারদর্শী ছেলেরা প্রতিনিয়ত পরিশ্রম করে নিজের সংসার কে গোছায়। আর মেয়েরা সেই গোছানো সংসারে গিয়ে পায়ের উপরে ঠ্যাং তুলে জায়গা করে নেয়। 🤣🤣🤣
এটা আমাদের সমাজের বাস্তব চিত্র ভাই। মেয়েরা বিয়ের পরে রানী হয়ে যায় এটাই নিয়ম।
বিয়ের আগে পুরুষ মানুষ গুছানো থাকে😯😯ব্যাপারটা বেশ হাস্যকর হয়ে গেলো না😉
আমরা গোছানো সংসারকে একটি ফলবতী গাছ হিসেবে চিন্তা করতে পারি।
যে গাছ যত ফলবতী এবং সুস্বাস্থ্যের অধিকারী, সেই গাছের নিচে বসে থাকলেই সুমিষ্ট ফল পাওয়া সম্ভবনা বেশি। তাই দূর দূরান্ত থেকে মানুষ সেই ফল খাওয়ার উদ্দেশ্যে পাড়ি জমায়। কেউ আবার সেই ফলের বীজ ( শিক্ষা) অন্য কোথাও রোপন করে সুমিষ্ট ফলের প্রত্যাশা করে। 🤗
আমরা মানুষ হিসেবে অলস জাতি। তাই কোন কাজ কষ্ট করে অর্জন করতে চাইনা। গোছালো কাজ দেখলেই সেই কাজগুলো করতে আগ্রহ প্রকাশ করি। তাই গোসালো সংসারের সবারই জায়গা নিতে চায়।