এবিবি-ফান প্রশ্ন- ৪৬ || মানুষ কেন বিয়ে করে??
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মানুষ কেন বিয়ে করে??
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কথায় আছে না, সুখে থাকলে ভূতে কিলায়। তা ছাড়া এই জীবনে একটু প্যারা না নিলে কি হয়। তাই মানুষ বিয়ে করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
মেয়েরা বিয়ে করে সাজুগুজু করার জন্য আর ফটোগ্রাফি করার জন্য।আর ছেলেরা বিয়ে করে শশুর বাড়ির মধুর হাড়ির জন্য।তাছাড়া ঝগড়া করার জন্য তো একটা মানুষ লাগে।এছাড়া মেয়েদের শপিং এর বিল ও ব্যাগ টানার জন্য ও তো মানুষ লাগে তাই না🤪🤪।বিশেষ করে রাতে মশারি টাঙানোর জন্য ও মানুষ লাগে তাই না😆😆😆।আরো অনেক কারন আছে,ডিটেইলস জানতে হলে বলিয়েন বলে দিব😉😉😉
হাহাহা, ডিটেইলস জানা দরকার, সমনে বিয়ে করতে হবে তো, হাহাহাহা।
সে ক্ষেএে চার্জ সেই 😉😉
বেশী বেশী নিতে নিতে অভ্যেসটা খারাপ হয়েগেছে
মেয়েরা এখন সরকারি কর্মচারী, সব কিছুতেই ঘুস লাগবেই।
আহা ওভাবে বললে কিন্তু বিয়ে হবে না জীবনেও, কারন মেয়েরা মাইন্ড করতে পারে ঘুষখোর শুনলে হি হি হি
হিহিহি, মেয়েদের খ্যাপতেই তো মজা।
বেশি খ্যাপালে আবার দৌড়ানি খেতে হতে পারে ।
সিয়াম ভাই কে একটু বুঝান তো,উনি ঘুষ আর চার্জ সম্পর্কে জানে না😜😜
শুধু কি মাইন্ড কেস খাওয়ারও সম্ভাবনা আছে !!
এটা ঘুষ না ঘুষ না, এটা চার্জ।আমি আপনারে ডিটেলস লেকচার দিব,তার একটা চার্জ আছে না।অভিজ্ঞতার একটা দাম আছে😉😉
থাক বোইন, ডিটেলস বলতে হবে না, যা বুঝার বুঝে গেছি।
যাক তাহলে আমি বুঝাইতে পারলাম,মানুষ বিয়ে কেন করে😜😜
আমি আবার কি নিলাম😉😉,মাঝে মাঝে একটা দুইটা জিলাপি খাইতে চাই তাও দেন না🤪🤪
পরে ডায়বেটিস হলেতো আবার আমাগো দোষ দিবেন
দুই চারটে জিলাপি খেলে ডায়বেটিস হয় না😉😉
হাফ খেতে পারবেন তবুও কয়েকদিন পর পর হা হা হা।
ভাইরে আপনিতো অবিবাহিত, কয়টা কারণ শুনতে চান? কিন্তু বেশী কারনতো বলা যাবে না, পরে না আবার বিয়ের কথাই ভুলে যান, হি হি হি।
কথায় আছে না স্বর্ণ যত বেশী আগুনে পুড়ে ততো বেশী খাঁটি হয়, বিয়েটা হলো অনেকটা আগুনের মতো, নিজেকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করার জন্য বিয়ে করা হয় হি হি হি। পজিটিভলি বললাম যাতে বউ খুশি হয় হি হি হি।
সবাই দেখছি নিজের বউকে অনেক ভয় পায়, বউ কি বাঘ না ভাল্লুক যে ভয় পেতে হবে। আমি বিয়ে করে দেখিয়ে দেবো আমি বউকে ভয় পাইনা।
এই কথার মধ্যে যে কত ব্যথা কষ্ট লুকিয়ে আছে সেটা অনুমান করতে পারছি ভাই, হাহাহা।
ধুর ওসব কিছু না, বউ হলো গৃহিনী, হি হি হি বিয়ের আগে কেউ ভয় পায় না, যা পাওয়ার বিয়ের পরই পায়।
বিয়ে করে সবাই নাকি কষ্ট পায়, অশান্তিতে থাকে কিন্তু আমি এটাই বুঝতে পারিনা অশান্তি টা মূলত কোথায়!!!! বিয়ে করেই বুঝতে হবে আসলে, হাহাহা। আমি কিন্তু বিয়ের পরেও বউকে ভয় পাবো না।।। কনফিডেন্ট আছে।। খিক খিক।
আহারে আসলেই অনেক কষ্টে আছে।
তাই মনে হয় আজকে একটু তেল দিল হা হা হা।
বউকে খুশি করার জন্য তেল মারছেন কিন্তু তেলের দাম অনেক বেশি তো !!
সিয়াম ভাই কে আর ভয় দেখাইয়েন না, পরে আবার বিয়ের কথাই ভুলে না যায় হা হা হা।
বনের যে পাখি সেউ একা না তারও একজন সঙ্গী থাকে। কিন্তু একজন মানুষের সঙ্গী না থাকলে হয় একা একা কী বাঁচা যায়। মানুষ একজন সঙ্গীর জন্য বিয়ে করে যে কীনা জীবনের সব সময় তার পাশে থাকবে সাহস যোগাবে।।
এতোক্ষন পর একটা পজেটিভ কমেন্ট, তবে বিয়ের পর মন্তব্য পরিবর্তন হতে পারে। হিহিহি।
সেটা পরের বিষয় আগে বিয়ে তো হোক হি হি হি।।
মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ চলতে পারে না। তাই প্রথমত নিজের ও পরিবারের ভারসাম্য রক্ষা ও দ্বিতীয়ত সামাজিক দায়বদ্ধতা থেকেই নর-নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
কথাটি ঠিক বলেছেন।
হাহাহাহা, এটা ভালো ছিলো ভাই।।
খিক খিক খিক 😁
কিছু যন্ত্রণা ভোগ করার জন্য।😆আর সারাজীবন কাপড় ধোয়ার মতো একে অন্যকে পিটিয়ে ইস্পাত তৈরি করতে। 🤣
হাহাহা, এটা মজার ছিলো।।
এইজন্য এই জনমে বিয়ে নামক শব্দে জড়ানো যাবে না ভাইয়া।হি হি।
একটা বেচেলর ছেলে আর কত একঘেয়ে খাবার খাবে।সেক্ষেত্রে বিয়ে করে বাপের হোটেল ছেড়ে শ্বশুরের হোটেলে যায়।যেখানে ফ্রি তে ভালো মানের খাবার সার্ভ করা হয়।😜
মেয়েদের বিয়ের আগে কোথাও যেতে চাইলে বলে বিয়ের পর জামাইয়ের সাথে যাইতে,আর সেজন্যই মেয়েরা জামাইয়ের সাথে ঘুরতে যাওয়ার জন্য বিয়ে করে।
মানুষ একা শান্তিতে নিরিবিলি থাকতে চায় না। সে ঝগড়া করার জন্য একজন মানুষকে খুঁজে আর ঝগড়া করার পারফেক্ট মানুষ হিসেবে মানুষ বিয়ে করে।
বাবা গো, জীবনে অশান্তির জন্য বিয়ে।
বিয়ে মানেই অশান্তি ডেকে আনা হাহাহা
অশান্তি ডেকে আনার দরকার নাই ভাই। হাহাহা।
ছেলেরা বিয়ে করে মেয়েদের উদ্ধার করার জন্য, আর মেয়েরা বিয়ে করে নিজের কে উদ্ধার করার জন্য।কারন মেয়েরা বরাবর ছেলেদের উপর নির্ভলশীল।কেনো না মেয়েদের জীবনে যত প্যারা সব বিয়ের পর ছেলেদের ঘড়ে এসে জমা করে।আর এই জমানো প্যারা নেওয়ার জন্য ছেলেরা বিয়ে করে।আগে জানলে বিয়া করতাম না মনু... চিরকুমার রয়ে যেতাম এই ভুবনে, এই বিয়ের জ্বালা পরানা সয়না । বিয়ের বিষের বাশি আর ভালো লাগবে না , সকাল নাই দুপুর নাই শুধু গ্যান ঘ্যান আর প্যেন প্যেন , সকালে শন্তি তো দুপুরে প্যারা, সারা দিন ভালো তো রাতে মশারি টাংগানোর প্যারা। আগে জানলে ও আগে জানলে তোর বিয়ের পিরিতে বসতাম না...।😰 😥 😓
আপনি মনে হয় একটু বেশিই প্যারার মধ্যে আছেন। হিহিহি।
জীবনে সুখের পরিমান কমানোর জন্য। অর্থাৎ চিন্তা মুক্ত জীবনকে চিন্তা যুক্ত করা।
তার পর ও মানুষ বিয়ে করে।
নিয়ম রক্ষা করার জন্য।