আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০২
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
কাব্য কথায় থাকবে তুমি
থাকবে গানের সুরে,
চিরদিনই রইবে কাছে
যতই থাকি দূরে।
লেখক
লেখক এর অনুভূতি:
প্রিয় মানুষগুলো যত দূরেই থাকুক না কেন তারা সব সময় কবির কবিতা কাব্য এবং গানের কথা বা সুরে জায়গা করে নেয় নিজের অজান্তেই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আবার তুমি লিখবে কিছু
আমার তোমার ভাষা
কাব্য দিয়ে ফিরিয়ে দেবে
সকল ভালোবাসা
বাহ দারুন হয়েছে।।
ধন্যবাদ ও শুভেচ্ছা জানালাম ভাই
ভালোবাসা কাব্য হয়ে
ছড়ায় মধুর ঘ্রাণ,
সেই ঘ্রানে জুড়িয়ে যায়
তোমার আমার প্রাণ।
💕
কবিতার ভাষায় থাকবে তুমি,
থাকবে কবিতার ছন্দে।
চিরদিনই থাকবে তুমি,
আমার সাথে সকল আনন্দে।
প্রতিটা লাইনে থাকবে তুমি,
সুন্দর অনুভূতি হয়ে।
স্মৃতি ঘীরে থাকবে তুমি,
ভালোবাসার হাওয়া বয়ে।
অনুভবে থাকবে তুমি
সুখের পরশ হয়ে,
তুমি বিহনে শত কষ্ট
একলা যাই সয়ে,,, 💕
যেমনি বাঁশি বাজল সুরে
রাই অঙ্গে ফুটল যে ফুল,
ভালোবাসার কাব্য ঘিরে
ছড়াল তারই আদিম মূল।
সেই মূলেতে কৃষ্ণ যখন
একলা বসে থাকে,
ভরা নদীর জোয়ার ভাটায়
সেই সে পথের বাঁকে।
💕
পথের বাঁকে বাউল জাগে
কৃষ্ণ বাঁশির টানে
সকাল বিকেল ঢেউ খেলে যায়
গোপীকুঞ্জ পানে।
এই মনেরই আঙিনাতে,
তোমার বসবাস,
তুমি আমার ফুল বাগানে,
শত ফুলের নির্যাস।
তুমি যদি উড়াল দিয়ে,
যাও তেপান্তরে,
তোমার জন্য পাড়ি দেব,
অসীম সীমান্তে।
থাকবে তুমি বৃষ্টির ফোঁটায়
বর্ষায় কিংবা শরতে,
ভালোবাসার স্মৃতিকোটায়
থাকবে প্রতি পরতে।
রোজ সকালে পাখির ডাকে
হকচকিয়ে উঠবে,
তোমার জন্য মনের বনে
কাঠগোলাপ ফুটবে।
তুমি আমার সুরের কাব্য
আছো হৃদয় জুড়ে,
হৃদয় দিয়েই খুজবো তোমায়
মধুর কাব্যর সুরে।।
তুমিহীনা জীবন আমার
শুধুই যেন কাব্যহীন,
তুমি আর কাব্য মিলেই
কাটে যেন আমার দিন।।
তুমি ছাড়া জীবন আমার
লাগেনা তো ভালো,
তুমি আমার মনের মাঝে
স্বপ্ন সুধা ঢালো।
💕
গদ্যে ও তুমি আছো মিশে
প্রতিটি অক্ষরে
মনের মাঝে রইবে তুমি
আশার আলো হয়ে।
গদ্যে-পদ্যে আছো মিশে
থাকবে চিরদিন
সুখে দুঃখে পাশে থেকে
বাজাবে সুখের বিন।
💕
দূরে থাকলেও থাকবে তুমি,
আমার মনের ঘরে,
রাখবো তোমাকে খুব যত্নে,
মনের ছোট ঘরে।
অমন করে মিথ্যা কথা
আর বলোনা তুমি
তুমি বিনে জীবনটা মোর
ধু ধু মরুভুমি 💕
দুঃখ কষ্ট যতই দাও
ছাড়বো না কোন দিন,
তোমায় নিয়ে বাধবো ঘর
রাখবো না কোন ঋণ।
তাইতো এবার বাজবে দেখো
মহা খুশির বিন,
সুখে -দুঃখে কাটিয়ে দিবো
আমরা চিরদিন। 💕
কাব্য লেখার সাথী তুমি
থাকবে অন্তরের অন্তরে,
লেখার মাঝে থাকবে প্রজ্বলিত
কাব্য-গানের সাগরে।।