আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
কি গরম পড়েছে ভাই
পাখা ছাড়া উপায় নাই,
যতক্ষণ থাকি পাখার নিচে
মনে হয় বসে আছি বীচে।
ঘেমে ঘুমে একাকার
কিভাবে হবে দিন পার,
তবুও যায় সময় বেশ
কারেন্ট গেলেই সব শেষ। 😁
লেখক
লেখক এর অনুভূতি:
কি পরিমান গরম পড়েছে তা আমরা সকলেই সেটা বুঝতে পারছি, এই গরম সহ্য করার মতো ক্ষমতা না থাকা সত্ত্বেও আমাদের সহ্য করতে হচ্ছে। তবে যেমনি হোক কারেন্ট থাকলে তবুও বাঁচা যায়, কিন্তু কারেন্ট চলে গেলে সর্বনাশ।🥵
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বৃষ্টিকে যে হার মানিয়েছে
গরম নামে দুস্টু ছেলে,
ফ্যান বেচারা ঘুরে মরে
গরম হাওয়ার জোগাড় করে।
ঘামের জ্বালায় ভেজা কাপড়
কিভাবে হবে দিনের যাপন,
তবুও যায় শান্তি-অশান্তির বেলা
কারেন্ট দেখায় বারে বারে খেলা।☺️
গরমের এই ভীষণ প্যারায়,দুঃখ কষ্টে হয়েছি একাকার।
নির্ঘুম রাত ক্লান্ত দেহ,এই যেন এক ভীষণ হাহাকার।
হাত পাখা যেন পরম বন্ধু,সাথে থাকে সারাক্ষণ।
হাত অবশ হয়ে আসে,ব্যবহার করে যদি কিছুক্ষণ।
কষ্টের কথা বলব কি আর,এই গরমকে নিয়ে।
আফসোস করি মাঝে মাঝে,ছাদের উপর গিয়ে।
বিদ্যুৎ হচ্ছে সিন্ডিকেট,তাই পাচ্ছিনা আমরা জনগণ।
উপরমহলে যারা থাকে,মনে হয় তারাই বিদ্যুতের আপনজন।
উপরমহলে যারা থাকে,তাদের অনেক সুখ।
বিদ্যুৎ তাদের নৃত্য সঙ্গী,আমাদের শুধু দুখ।
ছিল অনেক গাছপালা,কেটে ফেলছে সব।
সে কারণে আজকের এই,দুঃখের কলরব।
বীচের পাশে বসে বসে
স্নিগ্ধ বাতাস খাই
গরম মামা এসে বলে
চলো ঘরে যাই।।
আমি বলি না গো মামা
এখানে আছি বেশ
ঘরে গেলে তোমার জ্বালায়
শরীরে উঠে রেস।।
গরম মামা কেঁদে বলে
এটা কি গো হল
ঘরে গেলে আমি তোমায়
ঘাম জোড়াতাম কত।।
কারেন্ট গেলে পাখার কদর
বেড়ে যায় ভাই,
এই গরমে লোডশেডিংয়ে
পাখার জুড়ি নাই।
হাত-পাখার'ই শীতল হাওয়ায়
স্মৃতি খেলা করে,
এই গরমে দাদীর হাতে
তালের পাখা ঘুরে।
তালে তালে বেতাল ও ভাই
এই গরমের ঘাম,
আরো বেশি অতিষ্ঠ হই
লাগলে পথে জ্যাম।
♥♥
গরম যেন রক্তের বাধন
ছাড়ে না আমাকে কিছুতেই,
জড়িয়ে রাখে দু হাতে আমাকে
যাই না আমি যেখানেতেই।
তালপাখা, কাপড়ের পাখা এবং
ইলেকট্রনিক পাখা রাখি সাথে,
তাতে ও যেন কাজ হয় না
গরম যেন আরও আসে তেতে।
তাইতো বলি শোন সবাই
গরমকে করনো না ভয়,
এই গরমকেই আপন করে
জীবনকে করো জয়।✌
গরম অনেক পড়েছে বেশ
মনে নাই খুশির বিন্দুমাত্র লেস,
আমরা বুঝি না রে ভাই
প্রকৃতি ছাড়া বাঁচার উপায় নাই।
এত বুদ্ধি আমাদের মাথায়
তবুও কেন করছি শেষ,
বৃক্ষ কে কেটে জীবন শেষ।
আছে সবার কারেন্ট
আছে এসি ফ্যান,
এগুলোতে থেকে ও জীবনটা
বরবাদ হচ্ছে কেন?
সবুজ শ্যামল সবুজ অরণ্য
বুক ভরা নিঃশ্বাস নিতে,
নাই কোন বাধা।
কারেন্ট না থাকলেও
এই সবুজ অরণ্য জীবনে
শান্তির সুখের পাখা।
পাখা এখন জীবন সাথী
পাখা যে ভরসা
একবার কারেন্ট চলে গেলে
নেই আর ফেরার আশা।
কারেন্ট তুই ধোকাবাজ
ক্ষণে ক্ষণে কোথায় যাস?
তুই চলে গেলে যে আমার
হয়ে যায় সর্বনাশ।
গরম এখন বাড়ছে বেশ
চলছে এখন গরমের আমেজ,
গরম থেকে যদি রেহায় পেতে চাই
চল চল সবাই সমুদ্রের পাড়ে যায়।
গরম বাড়ছে প্রতিনিয়ত
নিজেকে রাখতে পারছি না আর শান্ত,
কি করি আজ ভেবে না পাই
কোথায় গেলে গরম থেকে মুক্তি পায়।
😂😄😍
ভারী গরমের মেলা
ঝমেলার বেলা
নদীর তীরে হাঁটি,
মাথায় বড় ছাতি।
সূর্যাস্তের ছায়া
নদীর জলের খেলা
খোলা হাওয়ার মেলা
প্রকৃতির মিলন মেলা।
পাখির গান শোনা,
বনের পশুর মেলা,
সময় যখন অনেক বেলা,
ঘন মেঘের ভেলা
মনে পড়ে বৃষ্টির খেলা।