এবিবি ফান প্রশ্ন- ৪৬৪ | প্রেমের জন্ম হয়েছে অভিনয় থেকে তা সত্যি নাকি?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রেমের জন্ম হয়েছে অভিনয় থেকে তা সত্যি নাকি?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার তো মনে হয় সত্যি। আপনাদের থেকে মতামত জানতে চাই।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বর্তমান প্রেক্ষাপটে এটাই মনে হয়। কারণ বর্তমান যুগে প্রকৃত প্রেম একেবারেই নেই। সবই অভিনয় শুধু অভিনয়। আর যারা প্রেমের সম্পর্কে অভিনয় ভালো করে,তারা পরবর্তীতে মিউজিক ভিডিও করে নাটক সিনেমায় চান্স পাওয়ার জন্য😂😂।
আসলে এখন প্রত্যেকটা প্রেমের সম্পর্কের মধ্যে রয়েছে শুধু অভিনয়।
বর্তমান প্রেক্ষাপটে এমনটা মনে হয় তা একদম বাস্তব বলেছেন। অভিজ্ঞতা আছে আপনার।
একদম ঠিক বলেছেন ভাইয়া প্রকৃত প্রেম খুঁজে পাওয়া মুশকিল। সব শুধু অভিনয় আর অভিনয়।
একদম সঠিক কথা বলেছেন আপনার সাথে আমি সহমত হলাম ভাই। প্রেম মানেই শুধুই অভিনয় আর অভিনয়।
একদমই সত্যি।তবে আমার মনে হয়,জীবনটাই অভিনয়ে ঘেরা।আর সেই অভিনয়ের খন্ড চিত্র বা টুকরো স্মৃতিই হচ্ছে প্রেম নামক শব্দটি।তা কখনো পবিত্র হয়ে জন্ম নেয় আবার কখনো বিষাক্ত বা ধোঁকা হয়ে জন্ম নেয়☺️☺️।
ব্যাপারটা ভুল।
প্রেমের জন্ম প্রয়োজন থেকে তবে বর্তমানে প্রেমের বহিঃপ্রকাশ অভিনয় দিয়ে।
সত্যি ভাইয়া প্রেমের জন্ম হয় প্রয়োজন থেকে। কিন্তু সময়ের সাথে সাথে প্রয়োজন যেমন বদলে যায় তেমনি অভিনয় প্রকাশ পায়।
প্রেম বিষয়টা তো সিনেমা,সিরিয়াল থেকেই জানলাম।তাই বলা যায় এটি অভিনয় থেকেই জন্ম নিয়েছে।প্রেম এবং অভিনয় একটি অন্যটির পরিপূরক।
ঠিক বলেছেন আপু এখন প্রেম সিরিয়াল গুলোতেই বেশি ভালো বোঝা যায়।
নাহ। মিথ্যা কথা। যেখানে অভিনয় আছে সেখানে প্রেম নাই। আছে ভাঁড়ামি। প্রেম এত সস্তা জিনিস না৷ বরং যারা এমনটা মনে করে তারা প্রেম কি সেটাই উপলব্ধি করতে পারেনি।
প্রেম এর সৃষ্টি আবেগ থেকে। আর অভিনয় হলো প্রেমের মান অভিমান।
ঠিক বলেছেন আপু।
প্রেমের জন্ম অভিনয় থেকে হয়েছে, কারণ প্রথমে আমরা একে অপরকে ভালোবাসার অভিনয় করি, পরে আসলেই ভালোবাসতে শুরু করি! মানে, অভিনয় না করলে কেমিস্ট্রি হবে কীভাবে? একদিকে অভিনয়, অন্যদিকে প্রেম – যেন টুকটুক করে চলা একটা নাটক!
ভালোবাসার মধ্যে অভিনয় না করলে মনে হয় ভালোবাসা জমে না। দারুন লাগলো আপনার কথাগুলো।
প্রেমের শুরু অভিনয় দিয়েই।কারন ভালো ভালো ব্যাবহার দেখাতে হবে যেন পটে যায় এবং প্রেম করতে পারে।নাটকের অভিনয় দেখে দেখে মানুষ শিখে নিজে জীবনে চেষ্টা করে।
আমি তো মনে করি প্রেম শুরু হয় মিথ্যা দিয়ে, আর শেষ হয় সত্য দিয়ে। কিন্তু বর্তমানে প্রেম মিথ্যা দিয়ে শুরু হয় আর মিথ্যা দিয়েই শেষ হয়ে যায়।
খাঁটি জিনিসের মূল্য নেই ভাই বর্তমান, সেই দৃষ্টিকোণ থেকে খাঁটি প্রেমেরও কোন মূল্য নেই। যদি করেছেন খাটি প্রেম তাহলে ধরে নেন সেরা ধোকা নামক বাঁশ টি আপনি খাবেন 😂। সেরা অভিনয় পারেন যদি করতে, সেরা প্রেমিক নামের খ্যাতি পাবেন তবে। সুতরাং এটা প্রমাণিত যে প্রেম এসেছে অভিনয় থেকে😲। যা আপনার জীবনে অভিনয়ের চক্করে ঘুরে ঘুরে বাঁশ খাওয়াবে 🤣🤣🤣।
ভাই খাটি জিনিসের মূল্য নেই বর্তমানে তবে অভিনয় মূল্য আছে। অভিনয় করে মানুষের মন কাড়া যায়।