এবিবি- ফান প্রশ্ন-১১৪ || শীতের সময় মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
শীতের সময় মুখ দিয়ে ধোঁয়া বের হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
সত্যিই তো প্রথম প্রথম আমিও অবাক হয়েছিলাম, বিড়ি না খেয়েও মুখ দিয়ে ধোঁয়া বের করেছিলাম, কিন্তু কারনটি আমার অজানা, তাই আপনাদের নিকট হতে জানতে ইচ্ছে করছে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সাধারণত শীতের সময় শরীরের ভেতরের তাপমাত্রা এবং পরিবেশের তাপমাত্রার অনেক পার্থক্য থাকে, এজন্য নিশ্বাসের সাথে ধোঁয়া বের হয় বলে মনে হয়। কিন্তু যদি ফানি ভাবে বলা যায় তাহলে, বউয়ের সামনে সিগারেট খাওয়ার অভিনয় করে বউকে জ্বালানোর জন্য ধোয়া বের হয়।
হুম, বুঝতে পারছি আপনার মনে কি আছে, বিয়ের পর চেক করে দেখবেন, তখন ডাবল ধোয়া বের হবে হি হি হি।
না ভাই, আসেপাশে যা দেখছি, সব আশা মিটে গেছে। হাহাহা।
বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা কিন্তু ভেতরে জ্বলতে থাকা আগুনের ধোঁয়া মুখ খোলা মাত্রই বাইরে বেরিয়ে আসে। শীতল প্রকৃতি বলে থাম বাপ মুখ খুলিস না। শেষে শীতকালটাই শেষ হয়ে যাবে 🤪
হুম বুঝতে পারছি, মুখ খোলা যাবে না যখন তখন।
হা হা 😄
ঠিক তাই ।।।
সারাবছর আমরা এত এত হাওয়া খাই যে সেগুলো শরীরে জমে থাকে।শীতকালে অনেক জামাকাপড় পরিধান করা হয় বলে চাপ সহ্য করতে না পেরে হাওয়াগুলো জলীয়বাষ্প হয়ে গরম ধোঁয়ায় পরিণত হয়ে মুখ দিয়ে বের হয়।
হা হা হা হা বেশ সুন্দর যুক্তি দিয়েছেন না হেসে পারলাম না।
ধন্যবাদ ভাইয়া😊
ভাইয়া বউয়ের চাপে এই ধোঁয়া সারা বছরই বের হয়। গরম কালে বের হয় ঘাম হয়ে আর শীত কালে বের হয় মুখ দিয়ে,হা হা হা।🤣🤣
শীত কালে কসমেটিক একটু বেশি লাগে তাই ধোঁয়া একটু বেশি আসে।🤪🤪
শীতে বিবাহিতদের সুখ দেখে ব্যাচেলর দের মনে আগুন জ্বলে, আর ব্যচেলরদের র্যাকেট খেলা,পিকনিক করা দেখে বিবাহিতদের মনে আগুন জ্বলে।সেই আগুন জ্বলার ফলেই মুখ দিয়ে ধোয়া বের হয়।
শীত মানে তো কুয়াশা।এখন আমরা যেহেতু নিঃশ্বাস নি,সেহেতু কুয়াশা নাকের ভিতর দিয়ে পেটে যায়,আর পেটের মধ্যে নাড়ি-ভূড়ির সাথে দেখা সাক্ষাৎ করে আবার মুখ দিয়ে বের হয়ে যায়।একটু ভাব-সাব নিয়ে ধোঁয়া হয়ে বের হয়,এই আরকি🤭🤭।
বাহিরে তর্জন গর্জন আর বউয়ের সামনে চুপ এই হয়েছে অবস্থা। শীতকে মিথ্যা ভয় দেখানোর জন্য শীতের সময় মুখ দিয়ে ধোয়া বের হয়। যাতে করে ভয় পেয়ে শীত পালিয়ে যায়।🤪🤪
শীতকালে যে খাওয়া-দাওয়া গুলো ফেটে যায় সেগুলো পেটে যাওয়ার পরে বারবিকিউ পার্টির ব্যবস্থা হয় পেটের মধ্যে। যার কারণে সে বারবিকিউর ধোঁয়া মুখ দিয়ে বের হয়। 🤣🤣
অন্য কোন জায়গা দিয়ে ধোঁয়া বের হওয়ার সুযোগ নেই বলে মুখ দিয়েই বের হয় ।
হাহাহা, আছে ভাই, বলা যাবে না, বললে চাকরি থাকবে না।
শরীরের তাপমাত্রা টা
জলীয় বাষ্প হয়ে,,
শীতের দিনে এমন ধোঁয়া
নিয়ে আসে বয়ে,,
♥♥