আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৮
আমার বাংলা ব্লগের আরো একটি নতুন আয়োজন- এবিবি একটু হাসি’তে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা একটু ভিন্ন ধরনের উদ্যোগ, মনের উচ্ছ্বাসে প্রাণ খুলে হাসার আয়োজন। যেখানে সবাইকে নিয়ে প্রতি সপ্তাহের একটা দিন একটু অন্য রকমভাবে কৌতুকের সাথে আনন্দ করার প্রয়াস চালানো হবে। নিজেকে একটু অন্য রকমভাবে প্রকাশ করতে হবে, সবাইকে নিজের কথায় কিংবা কৌতুকে মাতিয়ে রাখতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতি সপ্তাহে পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা এই আয়োজনের ক্ষেত্রে আন্তরিকতার পরিচয় দিবে এবং মজার কিছু শেয়ার করার চেষ্টা করবে, পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের বুধবার এবিবি একটু হাসি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করা হবে। আপনারা সেই বিষয়টির সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে কৌতুক অথবা মজার কোন হাসির অনু গল্প শেয়ার করবেন। এখানে মূল উদ্দেশ্য থাকবে হাসি, এমন কিছু শেয়ার করতে হবে সবাই যেন প্রাণ খুলে হাসার সুযোগ পায়। সেটা আপনার নিজের হতে পারে কিংবা সংগৃহীত হতে পারে, তবে এই ক্ষেত্রে অবশ্যই নিয়মের ভিতর থাকতে হবে, যেন কপিরাইট এর বিষয়টি সামনে আসতে না পারে।
আমাদের জীবনে মজার নানা ঘটনা রয়েছে, যেখানে হাসির একটা বিষয়ও সংযুক্ত রয়েছে। যেগুলো স্মরণ হলে এখনো আমরা মনে মনে হাসি অথবা লুকিয়ে হাসার চেষ্টা করি। আমরা আড়ালে থাকা সেই বিষয়গুলোকে সম্মুখে আনতে চাই এবং সকলের সাথে তা শেয়ার করার মাধ্যমে একটু অন্য রকমভাবে দিনটি উপভোগ্য করতে চাই। কৌতুকের ব্যাপারে একটা বিষয় মনে রাখতে হবে, কৌতুক মোটেও কপিরাইটেড না। তবে সেটা সংগৃহীত পুরনো কৌতুক হবে, যদি ক্রিয়েটিভ কৌতুক হয় যেটার লেখকের নাম জানা আছে সেটা কপিরাইটেড। আশা করছি বিষয়টি পরিস্কার এখন।
আজকের বিষয়ঃ
$PUSS কয়েন নিয়ে মজার কোন জোকস বা অনুগল্প।
বিষয় নির্বাচনকারীঃ
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- কৌতুক/হাসির অনু গল্প সর্বোচ্চ ৭৫ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একটি কৌতুক/হাসির অনু গল্প শেয়ার করতে পারবে।
- কৌতুক/হাসির অনু গল্প অবশ্যই উপরের বিষয়ে সাথে সামঞ্জস্য/সংযুক্ত থাকতে হবে।
- এডাল্ট কিছু শেয়ার করা যাবে না, তবে সকলের সাথে ভাগ করে নেয়া যায় সেই ধরনের কিছু শেয়ার করা যাবে।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
পল্টর বন্ধু বল্টু স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে দেখতে পল্টু হাসপাতালে গেছে।
পল্টু:- হঠাৎ করে স্ট্রোক করলেন, কারন কি...?
বল্টু :- খুশিতে স্ট্রোক করেছি।
পল্টু :- খুশিতে মানে... ব্যাপারটা খুলে বলেন।
বল্টু:- গত মাসে ৫০০ ডলার দিয়ে $PUSS কয়েন কিনেছিলা। সেটা এখন বেড়ে ৫ হাজার ডলার হয়ে গেছে। সেই খুশিতে স্ট্রোক করেছি,হা হা হা 😜😜
৩/৪ দিন আগে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম এবং আড্ডা দেওয়ার সময় কথায় কথায় বন্ধুদের সাথে শেয়ার করলাম,মাত্র ৬০০ ডলার দিয়ে পুস কয়েন কিনে এখন ৬,০০০ ডলারের মালিক হয়ে গিয়েছি মাত্র ১৫ দিনে। তো বন্ধুরা সাথে সাথে চাইনিজ রেস্টুরেন্টে পার্টি দিতে বললো। আমিও রাজি হয়ে গেলাম। তো চার বন্ধু দুটি বাইক নিয়ে চাইনিজ রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি পিছনে বসে বসে তো পুস কয়েন এর মার্কেট দেখছি। এদিকে উত্তেজনার ঠেলায় বাইক চালানোর সময় আমার সেই বন্ধু, এক দুধ বিক্রেতাকে বাইক দিয়ে ধাক্কা মেরে একেবারে পুকুরে ফেলে দিয়েছে😂😂। লোকটা যখন বললো আমার কতগুলো টাকার দুধ ফেলে দিলো রে। তখন আমার বন্ধু বললো, পুস কয়েন এর দাম যেভাবে বাড়ছে, ১ মাস পরে আপনাকে দুটি গাভী কিনে দিবো টেনশন করবেন না🤣🤣।
তা হলেতো তার কপাল খুলে গেলো হাহাহা।
পুশ নিয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মধ্যে কথোপকথন -
গার্লফ্রেন্ড - তুমি তো কয়েক কোটি পুশ হোল্ড করেছ?ভবিষ্যৎ প্ল্যান কি তোমার?
বয়ফ্রেন্ড - পুশ এর পজিশন হাই হয়ে গেলে আরো কয়েকজন গার্লফ্রেন্ড বানাবো।😁🤪😁
পুশের দাম যত বাড়বে, গার্লফ্রেন্ডের সংখ্যা তত বাড়বে, হা হা হা
একবার একটি $PUSS কয়েন একা একা ঘুরতে বের হলো। পথে এক বড়সড় গোল্ড কয়েনকে দেখে বলল, "ভাই, তুমি তো অনেক বড়! তোমার দেহে এত উজ্জ্বলতা কিভাবে?"
গোল্ড কয়েন হেসে বলল, "ওহ, আমি বহুদিনের পুরনো আর আমার দাম অনেক বেশি।"
$PUSS কয়েন উত্তরে বলল, "হ্যাঁ, কিন্তু আমিও তো ছোট্ট করে শুরু করেছি। একটু সময় দাও, একদিন আমিও তোমার মতো জ্বলজ্বল করব!"
গোল্ড কয়েন মাথা নেড়ে বলল, "কিপ ইট আপ, ছোট্ট ভাই! আমিও একদিন তোমার মতো ছোট ছিলাম!"
তারপর $PUSS কয়েন আবার নিজের পথে এগিয়ে চলল, মনে মনে ভাবল, "সময় হলে সবাই দেখবে আমার মূল্য কতো!"
এই গল্পের মজাটাই হলো, শুরুটা ছোট হলেও স্বপ্নটা বড়। $PUSS কয়েনও একদিন বড় হয়ে উঠবে, যেমন আমরা আশা করি!
পলটু তার বন্ধু লালটুকে বলে দেখ ভাই লালটু আমি বিগত কয়েকদিন আগে একটি সুন্দর পুশ (বিড়াল) বাজার থেকে কিনে এনেছিলাম পোশার জন্য কিন্তু কিছুদিন পরে তাকে আর খুজেই পাচ্ছি না। এ জন্য পত্রিকার একটি একটি হারানো বিজ্ঞপ্তি দিয়েছিলাম এবং সদর থানায় একটি জিডি করেছিলাম পরবর্তীতে জানিতে পারিলাম যে, আমার পোশা বিড়ালটি অর্থাৎ পুশ তার জনপ্রিয়তার কারনে বর্তমানে চাঁদের দেশে চলে গেছে কিছু দিনের মধ্যে আমার কাছে আবার ফিরে আসবে। আগে যদি বুঝতাম পুশ এতদ্রুত জনপ্রিয় হয়ে উঠবে তাহলে আরও অনেকগুলি পুশ কিনে রাখতাম।
একজন আমাকে বললো--আপনি কি $puss কিনেছেন?
আমি বললাম--আমাদের বাড়িতেই তিনটি জীবন্ত $puss রয়েছে।
তখন সে বললো---তাহলে তো আপনি কোটিপতি।হে হে☺️☺️
আপনাদের বাড়িতে যেগুলো আছে সেগুলোর নাম পুশ আগে তো জানতাম না, নতুন করে নাম রাখলেন নাকি, হা হা হা।
একজন ক্রিপ্টো enthusiast একদিন বলল, "আমি $PUSS কয়েন কেনার পর আমার জীবনের সবকিছুই বদলে গেছে।"
অন্যজন জিজ্ঞেস করল, "কীভাবে?"
প্রথমজন হাসি দিয়ে বলল, "আমার বিড়াল এখন টোকেনের প্রতি এতটাই আগ্রহী যে, সে নিয়মিত আমার কম্পিউটারের সামনে বসে থাকে। মনে হয় সে নিজেও $PUSS কয়েনের মেম্বার হতে চায়!"
অন্যজন হেসে বলল, "তাহলে আপনার বিড়াল তো এখন একদম কোটিপতি!"
একজন ব্যক্তি $PUSS কয়েন কিনে তার বন্ধুকে বলল, "দোস্ত, আমি $PUSS কয়েন কিনেছি। তুমি কী কিনেছো?"
বন্ধু মাথা নেড়ে বলল, "আমি গোল্ড কিনেছি।"
ব্যক্তি হাসি দিয়ে বলল, "তাহলে অপেক্ষা করো! একদিন আমি যখন $PUSS দিয়ে গাড়ি কিনব, তখন তুমি হয়তো গোল্ড গলিয়ে তার চাকা বানাবে!"
বন্ধু অবাক হয়ে বলল, "তুই কি মজা করছিস?"
ব্যক্তি হেসে বলল, "না রে ভাই, আমি তো $PUSS কয়েনের ভবিষ্যৎ দেখছি!"
দুই বন্ধু হেসে উঠল, আর মনে মনে ভাবল—'স্বপ্ন দেখতে তো দোষ নেই!'