এবিবি ফান প্রশ্ন- ২১৪ || সোনার পাথর বাটি হয় না কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
সোনার পাথর বাটি হয় না কেন?
প্রশ্নকারীর নাম:
প্রশ্নকারীর মতামত:
সোনা আর পাথরের অনেক পুরুষের সংঘাত তাই তারা একে অপরের হতে চায় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
সোনা আসলে খুব মুডি মেয়ে কারণ তার দাম অনেক বেশি তো😎, অন্যদিকে বেচারা পাথর ছেলের দাম অনেক কম 🥲। তাই সে অনেক চেষ্টা করেও মুডি সোনাকে তার ফাঁদে ফেলতে পারল না, তাই আর আমাদের কখনও সোনার পাথর বাটি দেখা হলো না।
ভাই সোনার পাথর বাটি হইলে ভিক্ষুকদের হাতে সোনার বাটি থাকতো 🙃😎😁 আর তখন সবাই ভিক্ষুক হওয়ার চেষ্টা করতো।
ভাই কিছু কিছু সময় বউ এবং শাশুড়ি খুব ভালো সম্পর্ক থাকে। কারণ সব পরিবার তো আর একই না। আমার দেখা অসংখ্য পরিবার রয়েছে যারা বউ শাশুড়ি খুব ভালো মনের মিল রয়েছে।
আমি জানি তো ভাই এমন পরিবার আছে। ওটা শুধুমাত্র মজার জন্য বলা।🤭🤭
সোনার পাথর দিয়ে বাটি বানালে এটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে এটা কেউ কখুনো চাইবে না।চুরির ভয়ে বাটি বানায় না😁😁😁।এছাড়াও সোনার বাটিতে কেউ কখুনো কিছু খাবে না বানিয়ে শুধু শুধু ফেলে রেখে লাভ নেই তাই।
এটা কিন্তু ঠিক বলেছেন ভাই। চুরি হওয়ার কারণে ও হতে পারে।
সোনা আর পাথর আলাদা আলাদা কঠিন পদার্থ
সোনার দাম ও মান অনেক বেশি। তাই সোনা পাথরের সাথে এক হয় না দাম ও মান কমে যাবে বলে।
কারন সোনা এত দামি হওয়া সত্ত্বেও নিখাত প্রমাণ করতে পাথরের কাছে ঘষা খেতে হয়।ফলে সোনা ক্ষয়ে গিয়ে গায়ে অনেক ব্যথা হয় এবং তার রূপ অনেকখানি নষ্ট হয়ে যায়।এভাবে সোনা দিনের পর দিন পাথরের কাছে নিখাত প্রমাণ দিতে দিতে নিঃশেষ হয়ে যায় একেবারে। তাই সোনার কখনো পাথর বাটি হয় না।
যেমনি রানু মন্ডল হিরো আলমের হয় না,তেমনি সোনা আর পাথর বাটি হয় না🤣🤣।
যখন সোনায় পাথর হবে না, তখন বাটি হওয়ার কথা তো চিন্তাই করা যায় না।
সোনা আর পাথর হলো সাপ আর বেজির মত। সাপ আর বেজি যেমন এক সাথে থাকতে পারে না তেমনি সোনা আর পাথর বাটি হয় না,হে হে হে।🤣🤣🤣
কারন সোনা যাচাই করা হয় পাথর দিয়ে,সোনা যদি পাথরের সংস্পর্শে আসে সোনার খাদ ধরা পড়ে যাবে।