আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০১
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আমাদের সে নদী,
উত্তাল ভীষণ।
তোমার মন নাহি পাই,
সে কোন কারণ!
লেখক
লেখক এর অনুভূতি:
কবিতার কবি এখানে তার প্রিয় মানুষ কে জিজ্ঞেস করতে চেয়েছেন যে তার প্রিয় মানুষের মন তিনি কেনো পাচ্ছেন না।বি:দ্রঃ কবির কোনো প্রিয় মানুষ নেই,হিহিহি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কত প্রহর কাটিয়েছি তোমারি তরে,
তুমি হীনা প্রিয় কি করে বাচিঁ,
থাকো যদি তুমি পাশে দুটো হাত ধরে,
রাখিবো তোমায় আমি হৃদয়ের মাঝে।।
তোমার তরে আমি জাগি প্রতি রাত,
আকাশের তারা গুলো দেখি বারে বার,
রাতের তারা আমায় ডেকে ডেকে বলে,
তুমি হবে আমার এই কথা সঠিক।।
আচ্ছা,কবির প্রিয় কোনো মানুষ নেই তাহলে কবি জিজ্ঞাসাটা কাকেই করবে বুঝলাম না---🤔
আমাদের সেই আকাশে,
মেঘ জমেছে বড্ড কালো।
তোমার হৃদয়ে বসত করতে চাই
মাটি কোথায়,নেই তো ভালো!
উত্তাল নদী এখন
স্রোতের টানে ভাসে
নিঠুর বন্ধু কি কারণে
ফিরে নাহি আসে -?
বন্ধু তুমি বুঝোনা কেন
অশান্ত নদীর ঢেউ,
তুমি ছাড়া শান্ত করতে
পারবেনাতো কেউ 🙏
রাতের ভেতর রাত জাগে
আমি জাগি নদীর কোলে
বাণ ডাকলে প্রহর নাচে
স্রোত জমা হয় জলের তলে
তোমায় তখন খুঁজে ফিরি
ছোঁয়ার জন্য শ্বাস
গভীর হয় রাতের কালো
নিঃস্ব হয় প্রাণের আশ।
আমাদের সে বন,
ভীষণ শ্বাপদসংকুল।
তোমার মনে জায়গা নেই,
করেছি কি কোন ভুল?
আমাদের সে পথ
অনেক অন্ধকার।
তোমাকে না পেয়ে
মন করছে হাহাকার।
নদীতে উত্তাল ঢেউ,
হারিয়ে ফেলেছি স্বস্তি।
তোমার মনে পাইনি জায়গা,
ঢেউয়ের স্রোতে ভাসিয়ে দিলাম স্মৃতি।
তোমাকে ভালোবেসে নিজেকে করলাম বিশ্লেষণ
তুমি দেখেও দেখলে না,
তোমার প্রিয় হতে গিয়ে
হলাম সবার অপ্রিয়
অথচ তুমি বুঝেও বুঝলে না।
নদীর উত্তাল ঢেউয়ে,
মন হারিয়ে যায় এক নিমিষে।
কিভাবে পাবো আমি তোমার দেখা।
আসবে কি তুমি,
ভালোবাসা নৌকা নিয়ে।
ভেবে ভেবে যায় বেলা
নিশি হয় ভোর
দাও না সারা তবু
ওগো প্রিয়জন।
নদীর কোলে ঘেঁষে
মিশছি মোরা হেসে
ডুবছি ভরা জলে
অচিন গগন তলে
ধরছি তখন হাত
কাটছে প্রিয় রাত