আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৩৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
আজ কতো দূরত্ব আমাদের এ মনে,
দূরত্বের সীমানারা আমায় ও গিয়েছে পেরিয়ে।
তোমারও হয়েছে পথের ভুল
তব পথ ফুরালো আজ,
দুজনার দূরত্বে ,তুমি আজ ও নির্ভুল।
লেখক
লেখক এর অনুভূতি:
মানুষের মনের দূরত্বটা কখন কেনো হয় কেও বলতে পারে না।কিন্তু এক পক্ষ সবসময় নিজেকে সঠিক প্রমাণ করতে ব্যস্ত থাকে।যেমনটা হয় ভালোবাসার ছলনায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
দূরত্বটা এখন বড্ড বেশি সদাই,
স্কেল দিয়ে পরিমাপ করাটাই যেন দায়।
তুমিও হারিয়েছো পথের ঠিকানা,
গল্পের শেষটা মিশে গেছে এক অজানা বাকে
দূরত্বরা দিচ্ছে মাথাচাড়া,তুমি ব্যস্ত নিজেরই মন মানা।।
দুরত্বের মাঝে ফুল ফুটিয়ে
বলতে চেয়েছি তুমি দ্রোহের শেষ ধাপ
দিন এসেছে রাত ফুরিয়েছে
আমরা আসলে দুজনেই নিষ্পাপ
তবুও চোখ যায় না
স্পর্শ ছোঁয় না তোমার অন্তরাল
শ্বাস পড়ছে নিভৃতে
একাকী আমরা নিজেদের দিকপাল।
আজ কত পথ পাড়ি দিলাম,
তোমার দূরত্বে হায়
তোমার স্মৃতির বৃষ্টি যেন
বুক ভিজে দিয়ে যায়।
দূরে থাকলেও কাছে রয় তুমি
একাকী রাতের গান।
হৃদয়ের টানে আজও যেন
তরতাজা সেই প্রাণ।
দুজনার দূরত্বে তুমি আর আমি
আমার আকাশে জমেছে মেঘ
দু চোখে প্লাবন,
কষ্টগুলো ভাঙছে এই মন।
মনের গভীরে জমে থাকা
অব্যক্ত কিছু কথা ও স্বপ্ন,
আজও হৃদয় জুড়ে
নেই তার গল্প নেই তার উপন্যাস
আছে এ হৃদয়ে শুধু দীর্ঘশ্বাস।
আজ কেমন অচেনা লাগে পথগুলো সব,
দূরত্বের মাঝে হারাল কত আবেগের কব।
তুমি যে ছিলে একদিন হৃদয়ের খুব কাছে,
আজ যেনো আছো দূর আকাশেরই পাড়ে।
স্মৃতিরা শুধু ঘুরে ফিরে আসে বারবার,
তবুও তুমি আছো নির্বিকার, নিঃশব্দ ভার।
আমার দৃষ্টিতে ঝরে অশ্রু-ফুলের গান,
তোমার চোখে আজও আছে শান্তির সন্ধান।
স্মৃতির পাতায় মেঘের ছায়া,
ভুলে যাওয়া দিনের ব্যথা,
মনের গহীনে জমে থাকা
অব্যক্ত কিছু কথা।
স্বপ্ন ছিল রঙিন কাঁচে,
ভেঙে গেছে এক আঘাতে,
তবুও আশা জাগে মনে,
নতুন পথে চলার গানে।
তুমি আজও ভাবছো ভুল আমারই ছিল।
এরপর কত জল গড়িয়েছে গঙ্গায়!
কত পথ হেঁটেছি একা আমি সন্ধ্যায়!
কত নতুন ভোর এলো, সূর্য কত ডুব দিল!
কত পথ পাড়ি দিয়েছে এই পৃথিবী!
কত ছড়া, কত কবিতা লিখলো কবি!
নতুন আঁকিয়েরা আঁকল কত ছবি!
তবুও তুমি ভেবে আছো বসে, ভুল আমারই ছিলো।
দূরত্ব বেড়ে যায় নি প্রিয়,
নিজেই দিয়েছি বারিয়ে।
চেয়ে ছিলেম তবু বন্ধন হতে,
নিজেরে নিলে ছাড়িয়ে।
প্রেমে ঘন্টার ডানা আছে;
অনুপস্থিতিতে তা গভীরে ।
যানি প্রিয় তোমায় হারাবো একদিন।
এ ভাবনায় জলিতেছি মোনে শত শত দিন।
দূরত্বের মাঝে কমেছে গুরুত্ব
দুজন হয়েছি ছিন্ন
আমি হয়ে আছি শুধু অপরাধী।
তুমি ভুলের উর্ধ্বে।