আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১০৭
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
হৃদয়ের গভীরে থাকা কল্পকথা
বারবার জাগ্রত হয় স্বপ্নগাঁথা
কিভাবে বুঝাই তাকে গোপন কথা
মনের অন্তরালে জমানো ব্যথা।
ভালোবাসার আকাশে কল্পনার রং
হৃদয়ের সীমানায় উত্তাল জল
আশা নিরাশায় অস্থিরতার ভয়
শঙ্কিত হৃদয়ে উজ্জ্বল পরাজয়।
লেখক
লেখক এর অনুভূতি:
ভালোবাসার অনুভূতিগুলো সর্বদা এমনই হয়, যেখানে জাগ্রত রয় ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
হৃদয়ের কল্পনায় আকিঁ
তোমার শত ছবি
তোমায় নিয়ে গড়ি
আমার স্বপ্ন তরি
ভালোবাসার বন্ধনে বাঁধিয়া তোমায়
রাখিবো যতনে মনেরই কোঠায়
হৃদয়ের আবেগ দিয়ে বাসিবো ভালো
তুমি যে আমার সেই আধাঁরের আলো।।
হৃদয়ের মধ্যমনীতে তুমি জাগ্রত
সব স্বপ্নেরা চোখের পাতায় আগত
মনের কষ্টগুলো জমানো বরফ
তুষার ঝড়ের মতো বড়ই আহাম্মক।
ফুলের পাপড়িরা ফুটেছিল ভালোবাসার রঙে
চঞ্চল মনের সব দুয়ার খুলে
অজানা হারানোর অস্থির এক আতঙ্কে
ভালোবাসাকে নির্মম জলাঞ্জলি দিয়ে।
হৃদয়ের গভীরে থাকা উড়াল পাখি,
খুব যতনে তাকে পুষে রাখি।
তার দিকে তাকায় শুধু দুইটা আখি,
কিভাবে বোঝাবো তাকে কত ভালোবাসি।
স্বপ্নের আকাশে উড়ে বেড়ায়,
অনেক চেষ্টা করি তাকে ধরে রাখার,
বোঝেনা সে চায় শুধু উড়ে যেতে।
জড়িয়ে রাখি এক বুক খুব ভালবাসায়।
মনের অনন্ত গহীনে ঘুমিয়ে থাকা কিছু
অব্যক্ত অনুভূতি বার বার বলে যায়,
তুমি আছো আমার হৃদয় গহীনে
যেখানে অভিমানগুলো কেঁদে কেঁদে যায়।।
দূর আকাশের তারা গুনে রাত্রি পোহাই
আর মনে মনে কল্পনা বুনি আমি একাই,
আশা নিরাশার দোলাচোলে এই বুঝি
আমার জীবন থেকে তোমাকে হারা ই।।
গোধুলীর আকাশে মেঘের ঘনঘটায়,
মনের মাঝের হারানো ব্যথা জাগ্রত হয়,
শত শত ব্যথা নিয়ে পাহাড় জমা হয়,
দূরে ঠেলতে চাইলেও সে হৃদয় মাঝে রয়।
অতীতের স্মৃতিগুলো কখনো ভোলার নয়,
ক্ষতগুলো বারবার জাগ্রত হয়,
এই ব্যথা নিয়ে মোর জীবন বিষাদময়,
তাই বলে ভালোবাসার হবে না পরাজয়।
তুমি আমার স্বপ্নে রাজকুমারী
যাকে অনুভব করি দিবা নিশী
তোমার ভালোবাসা করেছি জয়
তোমাকে করি না হারানোর ভয়।
আমি কি করে তোমাকে ভুলি
চার পাশে ছড়িয়ে আছে কত স্মৃতি
সবার জন্য যেমন ভালোবাসা আসে না
চাইলেই কাউকে ভুলাও যায় না।
অজানা পথ দেয় হাতছানি, সপ্নের আবেগে ডুবে।
অসম্ভব কিছু যদি না পারা যায় মনের দাগ দূর করা
সপ্নের অতলে গোপন কিছু আকা।
উদ্দিপনা আর ভয় জুড়ে থাকা মানুষটা
হ্রদয়ে বেধে রাখে উজ্জ্বল অনুভূতি।
হৃদয়ের কথাগুলো এমনই হয়
যতই ভুলে থাকতে চাই ততই জাগ্রত হয়,
স্মৃতিগুলো যতই ঘুমিয়ে রাখতে চাই
বারবার মনের ভিতরে সজাগ হয়।
আকাশে তখনই রংধনু দেখা যায়
যখন ভালোবাসার রংয়ের মিলন হয়,
তেমনি মনের মধ্যে আনন্দের উত্তাল
ঝড় বয়ে চলে
যখন দুজনের প্রেমের মিলন ঘটে।
সপ্নের রং গুলো জেগে থাকে মনে।
ভালোবাসা আর আশার গল্প হয়ে উঠে বাস্তব।
কবির ইচ্ছা হবে কি সপ্ন থেকে বাস্তব?
সপ্নের ভাষাগুলো না বুঝতে পারার আকুতি
বেধে রাখতে পারে না কোনও বাধা।
ভালোবেসে এই পরাজয়
মেনে না নিতে পারি
তোমার ও বিহনে সদাই আমি পুড়ি
মনের এ যাতনা
কিছুতে নাহি কাটে
ধিকি ধিকি জ্বলে আগুন
আমার বুকের মাঝে।