এবিবি-ফান প্রশ্ন-৭৩ || ভালোবাসা জ্বালাময়ী কেন ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসা জ্বালাময়ী কেন ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার জানা নেই, যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে স্বেচ্ছায় উত্তর দিতে পারেন । আমি অপেক্ষায় থাকলাম আপনাদের উওরের ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ভাই গ্লোবাল ওয়ার্মিং এর কারনে বিশ্বের সবকিছুর টেম্পারেচার বেড়ে গেছে তাই ভালোবাসাও জ্বালাময়ী হয়ে গেছে।
হাহাহা বেশ ভালই বলেছেন ভাই ।
যত জ্বালা তত প্রেম, তাই ভালোবাসা এত জ্বালাময়ী।
বাপ রে সেই গোছানো উওর দিয়েছেন তো ।
ধন্যবাদ ভাইয়া। 🙏
ভালোবাসায় ঝাল বেশি আর ঝাল বেশি থাকলে জ্বালা তো হবেই।
শুরুতেই হাসলাম । মাঝ রাতে যখন সিলকেশন করতে বসলাম, তখন নামটা আপনার নিয়েই ফেললাম। শুভেচ্ছা রইল।
অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।❣️❣️
লোকে বলে ফাগুন মাসে মনে রং ধরে মানে আরকি ভালোবাসা হয়।এখন যা গরম পরেছে কোনটা কি মাস বোঝার উপায় নেয়।সব মাসেই গরম। আর গরম মানেই জ্বালা।তাই ভালোবাসাও এখন জ্বালাময় হয়ে গেছে।
তারমানে ফাগুন আসে আগুন ঝরে । যথার্থ বলেছেন। ভালো লাগল আপনার উওরটি ।
ধন্যবাদ।
আসিফ আকবর এর এই গান শুনেছেন?
তো যেই মন দিয়ে ভালবাসবে সেই মনেই যদি জ্বালা থাকে তাহলে ভালবাসা জ্বালাময়ী হবে না ত কি মধুময়ী হবে?
আফিস আকবরকে টেনে নিয়ে আসলেন । ভালোই ছিল আপনার যুক্তি ।
ভালোবাসা অনেকটা লবণের মত। লবণ ছাড়া তরকারি যেমন পানসে তেমনি বেশি লবণ দিলে তিতা লাগে। তেমনি ভালোবাসা বেশি হয়ে গেলে মধুর থেকে জ্বালাময়ী হয়ে যায়। সবাই মেপে মেপে ভালোবাসবেন।🤪🤪🤪
ভালোবাসা মুদ্রার এপিঠ আর ওপিঠ এর মত।এক পিঠে ভালোবাসা থাকে অন্য পিঠে জ্বালা থাকে। তাই ভালোবাসার মুদ্রার পিঠ যখন বদলে যায়। তখনই জ্বালা শুরু হয়ে যায়। ভালোবাসা তাই জ্বালাময়ী।
ভালোবাসার সুখ আছে
তাই আছে জ্বালা,,
সুখ-দুঃখ পাশাপাশি
বলেছিলেন খালা।
ভালোবাসা জ্বালাময়ী
সুখ আছে তাই,,
সুখ-দুঃখ মিলেই মোদের
বেঁচে থাকা ভাই।
♥♥
ভালবাসার জন্য প্রয়োজন গার্লফ্রেন্ড। আর গার্লফ্রেন্ড হল জ্বালাময়ী।তারা বয়ফ্রেন্ড কে জ্বালিয়েই মজা পায়। তাই ভালবাসা এত জ্বালাময়ী।
জ্বালাময়ী আমার কাছে মনে হয় না। হা হা
তবে ভাল বাসায় সবসময় মরিচ সহ রান্না হয় বলে ভাল বাসাতে জ্বালা থাকাটা স্বাভাবিক