এবিবি ফান প্রশ্ন- ৪৭৪ |ভালোবাসার কোনো রঙ হলে কি......
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
ভালোবাসার কোনো রঙ হলে কি রঙ হবে? সে রঙ কেমন দেখতে হবে ও কেনো সে রঙ হবে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার বাবা এসব সম্পর্কে কোনো আইডিয়া নেই,আপনাদের কাছ থেকেই শুনি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার ক্ষেত্রে ভালোবাসার রং কল্পনা করতে বললে, আমি গোলাপি রংটা পছন্দ করবো। কারন আমার প্রিয় মানুষটির পছন্দের রং গোলাপি। আর তাকে ঘিরেই আমার ভালোবাসা।
তাই মানুষ ভেদে ভালোবাসার রং ভিন্ন হতে পারে।
আপনার যুক্তিটি ভাল লাগল ভাই। ভালোবাসার মানুষের পছন্দের রঙ গোলাপি। এই কারণে আপনার কাছে ভালোবাসার রঙ গোলাপি লাগলো।
অবশ্যই ভাই মানুষ ভেদে ভালোবাসার রঙ ভিন্ন হতে পারে। তবে আপনার রং গোলাপি এটা জেনে খুব ভালো লাগলো।
ভালোবাসার রঙ হবে গোলাপি, কারণ এটা একদিকে মিষ্টি, অন্যদিকে মাঝে মাঝে একটু পিঙ্ক! মাঝে মাঝে রেগে গেলে রঙটা লাল হয়ে যায়, আর ঠান্ডা হয়ে গেলে নীল! কিন্তু, শেষমেশ সেটা সোনালি হয়ে যায় যখন দুজন মিলে হাসে আর ভালোবাসে!মোট কথা ভালবাসার রঙ মুডের উপর নির্ভর করে।😁
মুড এর উপর নির্ভর করে এটা খুব সুন্দর ছিল।
একদম ঠিক কথা বলেছেন ভালোবাসার রং মুডের উপর নির্ভর করে।
আমি বলব কালো। ভালোবাসার রঙ কালো। কারণ কালো শোকেরও প্রতিক। যখন আপনার ভালোবাসা ব্যর্থ হবে আপনি দুঃখ পাবেন আবার যদি আপনার ভালোবাসা সফল হয় তাহলে পূর্ণতা পাওয়ার পর আফসোস করবেন। বলবেন তোমাকে বিয়ে করা আমার সবচাইতে বড় ভুল ছিল হি হি। সুতরাং ওখানেই একটা যন্ত্রণা । অর্থাৎ সবদিক থেকে হিসাব করলে ভালোবাসার রং কালোই হয় আমার হিসেবে।
আবার বলে না ভালোবাসা অন্ধ। আর অন্ধ শুধু একটা রংই চেনে সেটা কালো হা হা।
আসলে ঠিক কথা একেবারে। কালো রং এটা ঠিক।
আমার কাছে ভালোবাসার কোনো রঙ নেই! এটা কখনো হতে পারে সবুজ, কখনো বা হতে পারে ধূসর। সময়ে সময়ে ভালোবাসার ধরণ ভিন্ন হবে কিন্তু মানুষটা একই থেকে যাবে 🌸
ঠিক কথা বলেছেন ভাই।
💟🌸
ঠিক বলেছেন ভাই ভালোবাসার কোন রঙ নেই। যখন যেভাবে নেবে মানুষ ওইভাবে ওইরকম হবে ভালোবাসার।
জি ভাই 🌸
আসলে ভাই ভালোবাসার রং পাল্টাতে থাকে সময়ের সাথে সাথে। কিন্তু মানুষটা একই থেকে যায়।
একদম 🌸
আমার ব্যক্তিগত মতামত ভালোবাসার কোন রং হয় না। ভালোবাসা প্রত্যেকটা মানুষের মনের ব্যাপার। তবে একজন প্রেমিক আরেকজন প্রেমিককে ভালোবাসা পরীক্ষা দিতে গেলে অবশ্যই তারা নিজেদের গায়ের রক্ত পর্যন্ত বিলিয়ে দিতে পারে তাই আমি মনে করি ভালোবাসার রং লাল।
হ্যাঁ ভাই ভালোবাসা প্রত্যেকটা মনের ব্যাপার। তবে আপনি ঠিক বলেছেন ভাই।
আমার মতে ভালোবাসার কোনো রঙ হলে সবুজ রঙ হওয়াই শ্রেয়।কারন ভালোবাসাগুলি সবুজের মতো সতেজ থাকবে সর্বদা আর সবুজ প্রকৃতির মতো উজ্জ্বল থাকবে।।
কিন্তু বর্তমানে এরকম খুব কম দেখা যায়। এরকম হলে সবচেয়ে ভালো হতো।
বর্তমানে তো শুধু লাল রঙের ভালোবাসা হয়, কখনো খুন -জখম আবার কখনো মনের আঘাতে জর্জরিত ।সেটাও কম রক্তক্ষরণ নয়।
এখন ভালবাসার মধ্যে সবুজ প্রকৃতি নেই শুধু আগুন আর আগুন।
হুম এইজন্য তো সব পুড়ে ছাই হয়ে যায়, ভালোবাসাগুলি অমর হয়না আর।
অনেক সুন্দর বলেছেন দিদি খুব ভালো লাগলো উত্তরটা শুনে। সবুজ মানেই প্রকৃতি সবুজ মানেই সতেজ।
ধন্যবাদ দাদা।
মূলত ভালোবাসার কোন রং নেই। ভালোবাসা হলো দুটি মনের বন্ধনের তৈরি সম্পর্ক। ভালোবাসা কোন রঙের উপর নির্ভর করে না ভালোবাসা নির্ভর করে দুজন মানুষ দুজনকে কতটা সম্মান দিতে পারে সেটার উপর।
বেশ ভালো বলেছেন।
হ্যাঁ ভাই ভালোবাসার কোন রঙ নেই। এটি দুটি মনের সম্পর্ক।
অবশ্যই লাল রং হবে। কারণ লাল দেখলেই ফাল (লাফ) দিতে ইচ্ছে করে এবং লাফিয়ে লাফিয়ে কয়েকজনকে ভালোবাসতে ইচ্ছে করে 🤣🤣।
আমার মত ভালবাসার রং সাদা হওয়া দরকার কেননা সাদা রঙের মধ্যে যেকোনো রং মিশলেই বোঝা যায়। আর কোন রং একত্রে করেও একদম সাদা রং তৈরি করা যায় না। যদি কারো ভালোবাসার মধ্যে সামান্য কম থাকে তাহলেও সেটা বোঝা যাবে।
অবশ্যই লাল কালার হবে। কারন লাল হার্টবিট এর কালার। মানে এটা হৃদয়ের সাথে মিশে আছে।