আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৯
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
চলে এসেছে শীতকাল,
ঠান্ডায় আমার একি হাল।
হাত পায়ের অবস্থা খারাপ,
রুক্ষ, শুষ্ক যত্নের অভাব।
একদিকে ভালোই হয়েছে,
পিঠে পুলির ধুম পড়েছে।
নানা রকম সবজির ভিড়ে,
খাবো আমি কবজি ডুবিয়ে।
লেখিকা
লেখিকার অনুভূতি:
শীতকাল আসলে আমাদের ত্বকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। ব্যস্ততার জন্য আমরা যত্ন নিতে পারি না। এটা যেমন ভালো লাগে না। তেমনি শীতকালে নানা রকম পিঠে পুলি এমনকি নানা রকমের সবজি খেতে ভীষণ ভালো লাগে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শীতের পিঠা খাব আমরা,
আনন্দ আর খুশি মনে।
তাইতো সবাই যাব মোরা,
নতুন আত্মীয়র বাড়িতে।
নানা রকম পিঠার স্বাদে,
মন মেতেছে আনন্দের সাথে।
খাবো মোরা একই সাথে,
কবজি ডুবে আনন্দের সাথে।
0.00 SBD,
2.16 STEEM,
2.16 SP
পিঠা খাবো, পায়েস খাবো,
খাবো আমি ঘি,
শীতের দিনের সবজি দিয়ে,
খাবো খিচুড়ী।।
শিশির ভেজা সকাল বেলা
কুয়াশার আদর,
এমন দারুন শীতলতা,
মনে দিচেছ দোল।।
0.00 SBD,
2.16 STEEM,
2.16 SP
শীতের দিনে চামড়া মোর,
হয়ে গেল চৌচির,
অযত্নে মোর চুলে যেন,
রাজ্যের খুশকি করেছে ভীড়।
তাতে কি ভাই? আমি খুশি,
খুব ভোরে খাই খেজুর রস;
সবজি, শাক আর পিঠার জন্য,
ঋতুর মধ্যে শীতই বস।
0.00 SBD,
2.15 STEEM,
2.15 SP
চারদিকে মেঘাচ্ছন্ন আকাশ
হিমেল হাওয়া বইছে বাতাস
শুষ্ক ত্বক ও স্কিনের একি হাল,
কাঁপুনি আর গরম চায়ের মাঝে
হৃদয়ে শীতের অনুভূতি আসে।
পিঠাপুলির আয়োজনে
মনের ভেতর আনন্দ লাগে,
শিশির কণা ঘাসের ডগায়,
দেখতে লাগে বেশ,
শীতের সময়টা বেশ আনন্দে কাটে,
অনুভূতি ও আবেগের তুলনার নেই শেষ।
0.00 SBD,
2.14 STEEM,
2.14 SP
ঋতুর ভীড়ে প্রকৃতি নাচে
বছরের মাঝে ডিসেম্বর সাজে,
নতুনত্বের হাত ধরে
শীতের আগমনী সুর বাজে।
শুস্ক ঠোঁটে বিরল হাসি
আর হিমের হাওয়ায় কুয়াশার আভাস,
পিঠে পুলির ধুম পড়েছে
এসে গেছে শীতের সকাল।
0.00 SBD,
2.14 STEEM,
2.14 SP
এসেছে শীত, বইছে উত্তরে হাওয়া
ঠান্ডায় চাদর মুড়ি,হাতে পুলি-পিঠা।
ভোরে বিস্তৃত কুয়াশায় বোনা জাল,
হাত-মুখ ,ঠোঁটেতে ফাটলের আকাল।
খাওয়া আর ঘুমের বাহার,
ভ্রমনেতে উঁচু কোনো পাহাড়।
নানারকম শাক-সবজির পুষ্টিগুনে,
তরতাজা হবে শরীর ভিটামিনে।।
0.00 SBD,
0.00 STEEM,
0.00 SP
শীতের বাতাসে স্নিগ্ধতা ছড়ায়,
উষ্ণ চায়ের কাপের গরম ছোঁয়ায়।
কাঁপন আর কষ্টের মাঝে,
মন জুড়ায় প্রিয় বন্ধুদের সাথে।
মাথায় যেন রোদ ঢলে আসে,
শীতের রাতে তাবুর উষ্ণতা বাসে।
গায়ে চাদর জড়িয়ে বসে,
মনে এক আশার আলো দেখা দেয়।
শীত এসেছে , আনন্দ লেগেছে।
পিঠে পুলির সৌরগোল পড়েছে।
খাবো দাবো মাস্তি করবো।
সকালে উঠে কুয়াশায় হাঁটবো।