এবিবি ফান প্রশ্ন- ৩৫৫|| টাকা পয়সা না থাকলে বন্ধুবান্ধবী পাশে থাকে না, কথাটা কি সত্যি ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
টাকা পয়সা না থাকলে বন্ধুবান্ধবী পাশে থাকে না, কথাটা কি সত্যি ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার নিজেরও টাকা-পয়সা নাই, বন্ধু-বান্ধবীরও টাকা পয়সা নাই, তাই আমরা সবাই সবার পাশে থাকি।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
টাকা পয়সা না থাকলে নিজের বউই কাছে থাকে না, বন্ধু-বান্ধবের কথা তো বাদই দিলাম। প্রকৃত যে বন্ধু হয়, সে কখনো টাকা-পয়সা দেখে না। তবে এখনকার যুগে সেরকম বন্ধু নেই। এদিক থেকে বলা যায় যে, টাকা-পয়সা না থাকলে বন্ধু-বান্ধব থাকে না, এটাই সত্যি।
একদম সঠিক কথা বলেছেন দাদা আপনার উত্তরটি শুনে ভালো লাগলো।
কথাটি একদম সত্য নয় আবার ফেলে দেওয়ার মতোও নয়। সুদিনের কিছু অতিথি পাখি আছে, যারা কখনো প্রকৃত বন্ধু হতে পারে না। প্রকৃত বন্ধু কখনো স্বার্থ দেখেনা।
প্রকৃত বন্ধু কখনো স্বার্থ দেখেনা, এটা তো ঠিক ভাই । তবে প্রকৃত বন্ধু এখন পাওয়া অনেক মুশকিল ব্যাপার।
যদি টাকা থাকে পকেটে বন্ধু বান্ধবী আসবে রকেটে 🚀হাহা।টাকা না থাকলে কেউ ফিরে তাকায় না। বন্ধু বান্ধবী যেখানে মজা মস্তি উরাদুরা পার্টি সেখানে হাহা হিহি। 😁😂😂
শুধু সত্য নয়,একদম চরম সত্য কথা।টাকা না থাকলে বন্ধুবান্ধব তো দূরের কথা নিজের পরিবারের লোকজনেরও ব্যবহার পাল্টে যায়।টাকায় যেনো সব সুখের কারণ😔।
কিছু কিছু মানুষ মনে করে টাকা সবচেয়ে বেশি সুখের। আসলে টাকা না থাকলে মানুষ চেনা যায়। আর বিপদে সঠিক মানুষ চেনা যায়।
আসলেই ভাই টাকা সব সুখের কারণ।
যাদের অনেক টাকাপয়সা, তারা কিছু "বন্ধু বান্ধব" নামের মৌমাছি পালে। তাদের জন্য হয়তো কথাটা সত্যি হতে পারে। ভাত ছিটালে কাকের অভাব হয় না - টাইপ। তবে তারা আসলে প্রকৃত বন্ধু না। প্রকৃত বন্ধু কখনোই টাকা-পয়সা, ধন, ধর্ম কিছুই কেয়ার করে না। শুধু বন্ধুত্ব টাই কেয়ার করে! আর যাদের প্রকৃত বন্ধু রয়েছে, তারা ভীষণ ভাগ্যবান। 🥰🥰
অনেক মূল্যবান কিছু কথা বলেছেন দিদি। যাক, পড়ে অনেক ভালো লাগলো আপনার এই মন্তব্যটি।
এটা সত্যি বলেছেন দিদি যাদের প্রকৃত বন্ধু আছে তারা অনেক বেশি ভাগ্যবান। বন্ধুর মতো বন্ধু একজন হলেই যথেষ্ট।
পুরোপুরি সত্য নয়,অনেকেই টাকা দিয়ে পাশে থাকে আবার অনেকেই কথা দিয়ে পাশে থাকে ভালো মানসিকতার সঙ্গে।কিন্তু বর্তমানে টাকা-ই সব সম্পর্কের মাঝে বাঁশ কিংবা কাঠি হয়ে দাঁড়িয়ে।☺️
একদম সত্যি কথা বলেছেন দিদি বর্তমানের টাকায় সব সম্পর্কের মাঝে বাঁশ হয়ে দাঁড়িয়ে আছে। আর বাঁশ টাকে উপড়ে ফেলতে হবে।
এটা একদম সত্যি কথা। আমার এক বন্ধু একটা মেয়েকে পছন্দ করত। কিন্তু সেই মেয়ে আমার বন্ধুকে পাত্তা দিত না। আমি সেই মেয়েকে প্রপোজ করার পরে রাজি হয়ে গিয়েছিল। পরে আমার বন্ধু বলেছিল তোর টাকা পয়সা আছে বলে মেয়েটা রাজি হয়ে গেল মেয়েরা কি লোভী 🙆
আসলেই বন্ধু মেয়েরা অনেক লোভী হয় আর নিজের স্বার্থ খুব ভালো বোঝে।
ধাৎ কে বলে এমন কথা? আরে ভাই টাকা পয়সা তো হাতের ময়লা। হাত ধুলেই সেই ময়লা চলে যায়। কিন্তু বন্ধুবান্ধব তো সারা জীবনের । ময়লার সাথে তো আর বন্ধু বান্ধব যায় না। বন্ধু হলো আজীবনের।
বন্ধু বা বান্ধবী শব্দ দুটি ছোট হলেও গভীরতা অনেক। যারা বন্ধু বা বান্ধবী, তারা টাকা পয়সা না থাকলেও পাশে থাকে। কিন্তু যারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য বন্ধু বা বান্ধবী সেজে থাকে,টাকা পয়সা না থাকলে শুধুমাত্র তারাই পাশে থাকে না। আসলে রিয়েল এবং ফেইক এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য।
যত বেশি টাকা পয়সা থাকবে ততই বেশি বন্ধু-বান্ধবী থাকবে আর যত কম টাকা পয়সা থাকবে ততই কম বন্ধু-বান্ধবী থাকবে এটাই হলো বাস্তবতা। তবে আমি আর আমার বন্ধু বান্ধবী গুলো ভেজা ও বারো আঁটি আবার শুকানোও বারো আঁটি 😍 আগেও যেমন ছিলাম এখনো তেমনি আছি।