আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫৩
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
তুমিময় সকালটা আজও রাঙাতে চাই,
তুমিময় এ প্রহর তাড়াতাড়িই কেটে যায়।
তুমিময় প্রতিদিন বারবার ফিরে পেতে চাই,
তুমিময় আঁধার রাত অনায়াসে যেন কাটাই।
লেখিকা
লেখিকার অনুভূতি:
প্রিয় মানুষ পাশে থাকলে সময়গুলো যেমন রঙিন হয় তেমনি তাড়াতাড়িই কেটে যায়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
তুমি আছো সবই আছে ,
হৃদয়ের বাগান জুড়ে,
তুমি ছাড়া সবই যেন,
শুধু মরুভূমি লাগে।।
আধাঁর রাতে তোমার বুকে,
ঘুমিয়ে কাটাই রাত,
তুমিই আমার সকল আলো,
শিশির ভেজা প্রভাত।।
বাহ্ আপু অনেক সুন্দর লিখেছেন পড়ে ভালো লাগলো।
তুমিময় স্বপ্নগুলো রঙিন করে সাজাই,
তুমিময় হৃদয়ে আমি সুখের ছোঁয়া পাই।
তুমিময় হাসিতে দিন ভরে উঠে গান,
তুমিময় ছন্দে মিশে যায় জীবনের মান।
তুমিময় পথ চলা, তুমিময় লক্ষ্যখানি,
তুমিময় অনুভবে খুঁজে পাই নিজ গুনগান।
তুমিময় ভালোবাসায় পূর্ণ করি মন,
তুমিময় তুমি যে আমার জীবনের ধন।
অসাধারণ হয়েছে ভাই ভালোবাসার মানুষকে নিয়ে এভাবেই সবাই কল্পনা করে।
তুমি ছাড়া কাটেনা কাটেনা প্রহর
ভালোবাসবো তোমায় জীবনভর,
জীবনটা আমার হৃদয়টা তোমার
এভাবে সারাটা জীবন
পাশে থাকতে চাই,
অনুভূতি ও আবেগে জড়ানো স্বপ্নগুলো
ভালোবাসার কাব্য হয়ে যেন রয়
তোমার আমার ভালোবাসা।
তোমাকে নিয়েই সকালগুলো হয় রঙিন,
প্রতিটি মুহূর্ত নীরবতায় কাটে তুমি বিহীন।
তোমাকে নিয়ে প্রতিটা দিন পার করতে চাই
যন্ত্রনাগুলি যেন ধুয়ে-মুছে আঁধারে মিলায়।
অনেক চমৎকার লিখেছেন দিদি। আপনার অনু কবিতার প্রতিটি লাইন অসাধারণ লেগেছে আমার কাছে।
অনেক ধন্যবাদ দাদা।
সারাটাদিন কাটে আমার শুধু তুমিময়,
তোমাতেই আমি থাকি বিভোর,
দিন কাটে রাত কাটে শুধু তোমায় ঘিরে,
ভালোবাসার নৌকা ভাসাই তোমার তীরে।
ভালোবাসার মানুষের ভেতরে বিভোর থাকতে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর লিখেছেন ভাই পড়ে ভালো লাগলো।
🙏🙏❣️❣️🙏🙏
তুমিময় জীবনটাকে সাজাতে চাই নতুন করে।
তুমিময় ভাবনা আমার সকল কিছু জুড়ে।
তুমিময় জীবন আমার রঙিন হবে,
তুমিময় জীবন সাজাবো তাই নতুন করে।
তুমিময় সকালটা আজ রঙিন হলো
তুমিময় কাটলো আমার এ প্রহর
তুমিময় কাটাবো জীবন সারাটিক্ষন
তুমিময় কাটে জীবন আলোময়।
কুয়াশা ভেজা সকাল তোমার জন্য রাঙাতে চাই,
তোমার সাথে কাটানো মুহূর্ত তাড়াতাড়ি কেটে যাই।
তোমাকে নিয়ে ভালোবাসার অনুভূতি ফিরে পেতে চাই,
তোমাকে নিয়ে অমাবস্যার রাতেও ভালোবাসার আলো পাই।
তোমাকে নিয়ে সকালের শিশিরের অনুভূতি সাজায়,
তোমাকে নিয়ে রাতে কল্পনায় হারিয়ে যায়।
তোমাকে নিয়ে প্রতি প্রহরে ভালোবাসার ভাবনায়,
তোমার মাঝে দিন রাত্রি আলো আঁধারে সুখ খুঁজে পাই ।
মনেপড়ে তোমার হাত ধরে থাকা মুহূর্তগুলো,
মনেপড়ে নদীর তীরে একসাথে কাটানো সময়।
মনেপড়ে জ্যোৎস্না রাতে, একসাথে বসে থাকা,
মনেপড়ে যখন তুমি আমাকে দিয়েছো অভয়।
সেদিনগুলো আজ যেন হয়ে গেল স্মৃতি,
কতদিন হয়ে গেল, পাই না তোমার দেখা।
সময় এত দ্রুত ফুরিয়ে যায়, ভাবতে পারিনা।
আমরা থাকবো দূরে, এটাই ছিলো নিয়তির লেখা।
তোমায় সাথে বাঁচবো পুরো জীবনকাল
তোমায় নিয়ে হাঁটতে চাই প্রতিটি স্নিগ্ধসকাল।
জীবনের প্রতিটা অধ্যায়ে তোমাকেই চাই
আঁধারে, ঊষাতে সবখানে তোমাকে চাই,
তথাপি তুমি হীনা আমি আঁধারে ডুবে যাই।