আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮৬
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
সুখের নেশায় উল্লসিত
উদ্দীপিত হৃদয়ের অনুভূতি,
তোমার ছোঁয়ায় কম্পিত
পুলকিত হৃদয়ের উপলব্ধি।
তুমি হৃদয়ের স্পৃহা
লুকায়িত মনের ভাবনা,
তুমি হৃদয়ের দ্রুতি
প্রকাশিত মনের তৃপ্তি।
লেখক
লেখিকা এর অনুভূতি:
ভালোবাসা এক ভিন্ন অনুভূতির নাম, হয়তো অনেক কিছু উপলব্ধি করা যায় কিন্তু অনেক কিছু প্রকাশ করা যায় না। আবার অনেক কিছু প্রকাশ করা যায় কিন্তু কিছুই বলা হয় না।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
শুষ্ক হ্নদয়ে সিক্ত অনুভূতি
প্রকাশে যত দ্বিধা,
তৃপ্ততার আনন্দ মাখা মুখ
উপলব্ধিতে যত ব্যাথা।
বিশ্লেষণে শব্দ হারা
বলতে গিয়েও কতো কথা,
বোঝে না সে
ভালোবাসার অন্তরালে ওষ্ঠজোড়া বাঁধা।
তৃষ্ণার্ত হৃদয়ে হয়তো হাজারো ব্যথার কথা লুকিয়ে থাকে। কখনো সেই অনুভূতি প্রিয় মানুষটি বুঝতে পারে আবার কখনো সেই অনুভূতি হৃদয়ের অন্তরালে চাপা পড়ে যায়। অসাধারণ লিখেছেন ভাইজান।
বন্ধু তোমার অনু কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর হয়েছে তোমার জন্য শুভ কামনা রইল।
বাহ! ভাই সত্যি দারুণ লিখেছেন, যেন হৃদয়ের মাঝে লুকিয়ে থাকা বিষন্ন অনুভূতি।
ধন্যবাদ ভাই 💝
তুমি হৃদয়ের আকাঙ্খা
আর না বলা ভালোবাসা
তুমি আধাঁর রাতে নীল আকাশে
ভেসে বেড়ানো সন্ধ্যা তারা ।।
তোমার সুখে মুখরিত আমি
তোমার প্রেমে সিক্ত
তোমার জন্য গড়েছি আমি
ভালোবাসার এক সাম্রাজ্য।।
তোমার হাসিতে খুঁজি আমি
মনের গভীরে আনন্দের ছোঁয়া,
তোমার কথায় বাজে বাঁশি
হৃদয় জুড়ে সুরের মোহনা।
তুমি আমার চোখের আলো
মনের কোণে বাসা বাঁধা,
তুমি আমার স্বপ্নের ছবি
হৃদয়ের ক্যানভাসে আঁকা।
আপনার সুন্দর কবিতা পড়ে ভালো লাগলো ভাই।
সুখের নেশায় ভাসি আমি,
খুঁজি শান্তির নদী।
সেই নদীতে ডুব দিয়ে,
উপলব্ধি করি সবই।
তোমার মাঝে সুখ খুঁজি,
তোমার মাঝে আনন্দ।
তোমার মাঝেই শান্তি খুঁজি
তোমার মাঝেই পাই ছন্দ।
আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকা
আশা ও ভালবাসার অনুভূতি,
যে চোখে ভাসে কিছু কথা
সে তো তোমাকে ভালোবেসেই
চঞ্চলতা ও কল্পনা নিয়ে বসন্ত।
নীল আকাশের ঐ অপূর্ব চাঁদ
বাগানের সব ফুল,
তোমার জন্যই উদয় হয়।
আশায় আশায় যাচ্ছে দিন
তুমি আসবে হয়তো কোন একদিন ।
আপু আপনি বরাবরই দারুণ কবিতা লিখেন। আর আপনার কবিতার লাইন গুলো খুবই ভালো লেগেছে। দারুন লিখেছেন আপু। মাঝে মাঝে হৃদয়ের মাঝে হাজারো অনুভূতি লুকিয়ে থাকে। হাজারো কথা মনের গহীনে বাসা বাঁধে।
অথৈ নিশিতে মন আমার উতলা।
মাঝে মাঝে আমি হয়ে যাই মন ভোলা।
নির্জন পৃথিবীতে আমি একেলা।
মাঝে মাঝে খুলে রাখি মনের জানালা।
হাজার লোকের ভিড়ে মাঝে মাঝে আমরা নিঃস্ব হয়ে যাই। কিংবা একলা পড়ে রই। মনের জানালা খুলে রাখি। হয়তো তারই প্রত্যাশায়। অসাধারণ লিখেছেন ভাইয়া। অল্প কয়েকটি লাইনের মাঝেও দারুন লিখেছেন।
আপনি ও সুন্দর লিখেছেন আপু।💥
নেশাময় ভাবুক হৃদয়
বারেবারে তোমাকেই চায়,
অনুভূতিগুলি আজ অব্যক্ততায়
শুন্য হৃদয়ের মাঝে ঘোরাফেরা করে অজানায়।
উপলব্ধিরা সতেজতায় আর মোড়ানো নয়
চিরদিনে ডুবে থাকা অলীক কল্পনায়,
তুমি হৃদয়ের গভীরে ফোটা সদ্য ফুল
চঞ্চলতায় ঘেরা অতৃপ্ত অন্তরাল ।।
তুমি হৃদয়ের বিভীষিকা
তুমি হৃদয়ের জমে থাকা মরীচিকা
তুমি আমার মনের আকাশের যত যন্ত্রণা
এখন তোমাকে নিয়ে আর করিনা কল্পনা।
তুমি আমার হৃদয়ের জলন্ত আগুন
তুমি নিভিয়ে দিলে আমার মনের ফাগুন
তুমি আমার জ্বালাময়ী প্রেম
তবুও ভাবি তোমায় নিয়ে
আবার কখন হবে তোমার আগমন।
সুখের তরীতে ভাসছি আমি
মনে বইছে সুখের বন্যা,
তোমার স্পর্শে ব্যাকুলিত হই আমি
হই দিশেহারা।
সঙ্গ পেলে তোমার পাবো সবি
তুমি যে এ মনের সুপ্ত অনুভূতি,
রয়েছো তুমি এ মনে
থেকে যাবে আজীবন ধরে।
প্রিয় মানুষের স্পর্শে হৃদয় ব্যাকুল হয়ে যায়। সেই ব্যাকুলতা যেন অন্য রকমের অনুভূতি জায়গায়। হয়তো মনের মাঝে সেই অনুভূতি লুকিয়ে থাকে। অসাধারণ লিখেছেন ভাইয়া।
সুখের আশায় থাকি আমি
তোমার ছোয়া পাওয়ার আশায়
তোমার স্পর্শে বয়ে যাক
হৃদয়ের সুন্দর অনুভূতি।
তুমি আমার হৃদয়ের লুকানো ভালোবাসা
যা প্রকাশ করা যায় না
ধরাও যায় না
তোমার হৃদয়ের মধ্যখানে
ভালোবাসা দিচ্ছে হাতছানি।
বেশ দারুণ হয়েছে তোমারটা।