এবিবি-ফান প্রশ্ন ১৩১ || মশা মারতে কামান দাগা হয় কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
মশা মারতে কামান দাগা হয় কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
কিছু মজার মজার উত্তরের অপেক্ষায় থাকলাম।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
বাবারে আপনি দেখি কামান দাগার মতই উওর নিয়ে হাজির😜😜।
বেশি কথা বললে আপনাকেও কামান দিয়ে উড়িয়ে দিতে পারি।🤣
কি সাংঘাতিক।এ দেখি ডাকাত😜😜
আপনি আমার আজকের পোস্টটা পড়েন নি। তাহলে বুঝতে পারতেন আমি কি ছিলাম🤣
মশা মারতে ছোটো খাটো যুদ্ধ হয়ে গেলো যে 🤣
কিছু করার নেই। এদের যন্ত্রণায় জীবন অতিষ্ঠ হয়ে গেছে। গার্লফ্রেন্ডরাও কানের দ্বারা এত ঘ্যানঘ্যান করেনি, এই মশাগুলো যতটা করে।
নাসার বিজ্ঞানীরা ধীর্ঘ বার বছর গবেষণা করে জানতে পেরেছে যে মশারা এখন অভিযানে নামার সময় যুদ্ধের সমস্ত প্রস্তুুতি নিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে অভিযানে নামে। তাই আমাদের কয়েলের বুলেট,স্প্রে মশার উপর কাজ করে না। যার ফলে মশা মারতে কামান দাগা হয়,হি হি হি।😜😜😜
এই ব্যাপার তো আগে ভেবে দেখেনি ভাই!
বুলেট জ্যাকেট গুলো আমাদের দরকার। 🤣
মশা যা সুন্দর করে গান গায় তাতে হাত দিয়ে মারলে তারা মাইন্ড করে তারচেয়ে কামান দাগা মারলে গর্বিত বোধ করে😜।তাই তো হাত তালি দেওয়ার চেয়ে কামান দাগা ব্যবহার করা উচিত।
জীবনে প্রথমবার শুনলাম মশার গান কারো এত ভালো লাগে। বেঁচে থাকলে জীবনে যে আর কত কিছু শুনতে হবে, সেটাই চিন্তা করছি। 🤣🤣
ভালো লাগে বিদায় তো মশা দেখলেই হাত তালি দেন😜😜।
মুখের উপর মশা বসার জন্য নিজের গালে আজ অব্দি যত গুলো চড় দিয়েছি সেটা যদি এখন গোনা শুরু করি তাহলে বাকি জীবন ওটা গুনতে গুনতেই কেটে যাবে।
এবার চিন্তা করেন মশার জন্য নিজের গালে নিজেই চর মারেন😜😜
ঠিক ঠিক। কাউকে দুঃখ দেওয়া ঠিক হবে না।
লোকটা কি কোলকাতার ছিলো? বাপরে বাপ এখানে কি মশা। হাঃ হাঃ
সেটা দাদা সঠিক করে জানি না, তবে হতেও পারে লোকটা কোলকাতার !
আমাদের কলকাতায় অতিথি আপ্যায়ন মশা দিয়েই হয়। তুমি যেটাকে মশার কামড় মনে করছ, ওটা আসলে তাদের ভালোবাসা তোমার প্রতি।🤣🤣
এত আলগা ভালোবাসার কারো দরকার নেই ! মশার কামড় খেয়ে হসপিটালে ভর্তি হয়ে থাকলে অতিথি আপ্যায়ন বের হয়ে যাবে ।
হয়তো খেয়াল করে থাকবেন মশা অবলীলায় কয়েলের উপর বসে থাকে, মনে হয় যেন কয়েলের ধোঁয়া এনজয় করছে 🤪
তাইতো কামান দাগা ব্যাবহার করা উচিত, কিন্তু এখন তো আর এই জিনিস পাওয়া যাবেনা। এর বিপরীতে এটম বোমা মারা উচিত 😃
পরে তো মশার পরিবর্তে বাড়ি ই উড়ে যাবে😆
😃
কিছু বলার নেই।
আমিও এটা মাঝে মধ্যে দেখি। বেশ চাপ মুক্ত হয়ে কয়েলে বসে থাকে। হাঃ হাঃ
হা হা 😄
কয়েল আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে।
কারন কামান শক্তিশালী অস্ত্র হলেও তার আক্রমণে বেশি মানুষ মরে না যতটা মশার কামড় খেয়ে মরে।মশার বংশধর পুরো ভাইরাস ছড়িয়ে দেয়।তাই মশা মারতে কামান দাগা ব্যবহার করা উচিত আগে।
পারমাণবিক বোমা হলে কেমন হয়...? হা হা হা...
পারমানবিক বোমাকেও হার মানিয়ে দেবে মশা🦟🦟।
মানুষ কামড়ে দিলেও মরতে হবে যে 🤣
মশার কামড় খেয়ে মানুষও সব মশা হয়ে যাবে, হি হি।🤣 🤣
কি আর করা,সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে তো হবেই।তাই কয়েলের ধোঁয়ায় না গেলে কামান নিয়ে আসতে হবে।আর মশাকে বুঝিয়ে দিতে হবে ওস্তাদেরও ওস্তাদ আছে।
ওই কামানটা আমার দরকার
মশার সময় সামনেই আছে, রাতের বেলায় যখন কানের পাশে এসে গুন গুন গান গাইবে তখন কামান দাগা করতে মন চায়।
গুন গুন করলে কেউ মারত কিনা আমার সন্দেহ আছে।
যেহেতু মশা সর্বোচ্চ আড়াই দিন বেঁচে থাকে,তাই এত অল্প সময়ে বেঁচে থাকার চেয়েও যাতে তাড়াতাড়ি মরণ হয় এর জন্য এই মশার রাজা কামান ব্যবহার করতে বলেছে।
আয়ু কমিয়ে দিতে চান শুধু। 🤣
আশেপাশের মানুষ দেরকে জানানোর জন্য যে আমার সাথে লাগতে আইসোনা আমার কাছে কিন্তু কামান আছে। হাহাহা
কামান একটা কিনতেই হবে দেখছি।