আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৮৭

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

ভালোবাসার মুগ্ধতায় পরিপূর্ণতা পাক,
আমাদের ঘর আলো হোক জ্যোৎস্নার রাত।
মুগ্ধতার মোহজাল ভেঙে যায় আমাদের পারাপার,
আমি তুমি জড়িয়ে সুখের প্রপাত।

আমাদের সুখেরা ডানা মেলেছে আজ,
ওবেলায় সমুদ্রের তোলপাড়ে ছারখার।
সুখ পাখিরা সুখ খুঁজেছে নিজের ঘরে ফিরে,
আমার তোমার ভালোবাসা মিশেছে সমুদ্রের এক ভীড়ে।

লেখক

@nusuranur

লেখক এর অনুভূতি:

আসলে দুটো মানুষ যখন একে অপরকে ভালোবাসে তখন তারা তাদের একটা ছোট্ট ঘর করার স্বপ্ন দেখে এবং সেই ঘরে থাকে ভালোবাসার পরিপূর্ণতা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 last year 

ভালোবাসায় ভরে উঠুক এই ঘর,
সোনালী স্বপ্নের আবেগী রঙিন মনে।
বাসা বাঁধুক পিপীলিকার সদল-বল,
তোমাতেই আমি মিশে একাকার হয়ে।

আমাদের সুখপাখিরা উড়াল দিয়েছে আকাশে,
জনসমুদ্রের বাঁধ ভাঙা ঢেউয়ে।
সুখ সাগর খুঁজেছে নির্জন কিনারা
আমাদের পূর্ন ভালোবাসা মিশেছে সাঁঝের বেলা।

 last year 

তুমি আসবে বলে আমার মনের আঙ্গিনায়
প্রেমের জোয়ারে উতাল পাতাল,
তুমি আসলে একরাশ ভালোবাসা নিয়ে
ভরিয়ে দিলে আমার মন বাগিচায় ভালোবাসার
সেই তোমার শীতল ছোঁয়ায়।

তোমার ভাবনায় মন হাহাকার করেছিল
সেই অশান্ত মন কে তুমি শান্ত করে দিলে
তোমার ভালোবাসার উত্তাল সাগরে ডুবিয়ে,
তোমার ভালবাসায় উজ্জীবিত হলো এই মন
শুকতারা গুলো ঝিকিমিকি
করে জ্বলছে আমার মনের ঘরে।

 last year 

ভালোবাসার অদ্ভুত মায়ায়
পরিপূর্ণতা পেতে চায় মন
তাইতো তোমায় পাশে চায় এই পাগল মন
জোছনা রাতের মায়ায় হাতে রেখে হাত
দুটি হৃদয় মিলে যেন সুখের প্রপাত
আমাদের ছোট্ট নীড়ে সুখেরা ডানা মেলে
হৃদয়ের মাঝে যেন ভালোবাসারা খেলা করে
সুখ পাখিটা সুখ খুঁজে হায় হৃদয় গহীনে
প্রিয় তুমি চিরটাকাল রয়ে যাবে এই মনে।

 last year 

জ্যোৎস্নার আলোতে স্নেহের ফুল প্রসারিত,
আমার হৃদয়ে তোমার জায়গা সম্প্রসারিত ।
মিশে গেছে আমাদের চিরস্থায়ী বন্ধন,
সুখের সাথে পূর্ণ হল সমস্ত অনুভূতির প্রত্যাশা।

প্রেমের মাধুর্য স্পর্শ করে স্বপ্নদেখি অন্ধকারে,
অনন্ত সূর্য উদয়ের সাথে
তুমি আমার জীবনের প্রাণ,
আমি তোমার অন্ধকারের প্রভাত।
ভালোবাসার প্রদীপ জ্বালিয়ে
আমরা একই সঙ্গে হাসি, হৃদয় মিলিয়ে।

 last year 

আমাদের ভালোবাসা পূর্ণতা পাক,
সিঁথির সিঁদুরে তা, রাঙা হয়ে যাক।
গড়বো দুজন মিলে ছোট্ট একটা ভিটে,
তা হবে ভালোবাসায়, নয় কোনো ইটে।

সুখ পাখি পাড়ি দেবে প্রতি মাঝ রাতে,
তুমি আমি হারাবো যে অচেনা সুখেতে।
হবে সেথা ভালোবাসার পূর্ণ সংসার,
হাতে রেখে হাত,কাটাবো যে রাত।

হাতে হাত রেখে চলি অসীমের তরে
সুখে দুখে পথচলা সারাজীবন ধরে
ভালোবাসার নায়ে যাই মোরা ভেসে
যত দিন আছে প্রাণ যাব ভালোবেসে

তুমি আমি আমরা মিলে বেঁধেছি যে ঘর
থাকবো মোরা নিজের মত জনম ভর
কালো মেঘে চোখ যদিও রাঙায় মোদের দিকে
একসাথে রবো মোরা ভালোবাসা না হোক ফিকে

ভালোবাসার মিষ্টি মধুর কোমল স্পর্শে;
লুকোনো প্রেমের পরিপূর্ণতা পাক।
তোমার আমার ভালবাসায় তৈরি ছোট্ট কুঁড়েঘর,
মায়া ঘেরা কোমল চাদরে আবৃত থাক।

পরিযায়ী পাখিগুলো ডানা মেলে ঘরে ফিরুক;
আপন জনের ভালোবাসার টানে।
তোমার আমার ভালবাসার সাক্ষী না হয় হয়ে থাকুক,
বলতে না পারা পাখি, গাছ, বাতাসের মনে।

 last year 

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া,
আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া!
আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,
আমার মন কিছু ভাবতে পারে না তুমি ছাড়া!
আমি কিছু লিখতে পারি না তুমি ছাড়া,
আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া ।
আমি আজ বলছি তুমি আমার,
আমি কালকে ও বলবো তুমি আমার !

তুমি আমার তুমি শুধু আমা-রই।

 last year 

দূরে গেলে তুমি,
হারিয়ে যাবাে আমি।
ভালােবাসি তােমায়,
বােঝনা কেন তুমি।
ছােট্ট এই জীবনে,
একটাই শুধু চাওয়া।
তােমাকে আপন করে,
আমার শুধু পাওয়া।
এই মনের ক্যানভাসে তোকেই এঁকেছি
এবং তোকেই ভালবেসেছি।

 last year 

ভালোবাসার অনেক মায়া
তাইতো তোমায় নিয়ে,
দু চোখে এঁকেছি কত রঙিন স্বপ্ন
যে স্বপ্নের নেই কোন সীমানা।
দূর দূরান্ত থেকে অপেক্ষা
কবে পাবো তোমার দেখা,
কত কথা মনের ভিতর
জমে আছে অনেকগুলো,
ভালোবাসার বহিঃপ্রকাশ করবো
তুমি আমার সামনে এলে,
জীবন হব পরিপূর্ণ
আমার ভালবাসা তোমার জন্য।