আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৮০


Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের ছয় দিন যথাক্রমে বৃহস্পতিবার হতে মঙ্গলবার ছয়টি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা কিংবা ফান প্রশ্ন সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা/প্রশ্ন সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে বিষয়বস্তু সম্পর্কে। কবিতার ক্ষেত্রে ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা:

প্রতিদিন রঙ বদলায় দেখে না তো কেউ,
মনের সাগরের মাঝে উঠে অতৃপ্ত ঢেউ।
নিঃস্ব জীবন দিশেহারা আজ তোমারই অপেক্ষায়,
অশ্রু ঝরা পাতাগুলো আজ নাজেহাল প্রতিক্ষায়।

লেখক

@bristy1

লেখক এর অনুভূতি:

ভালোবাসার মানুষকে পাওয়ার অপেক্ষায় থেকে জীবনটা যেন বিষন্ন হয়ে উঠে।তবুও অপেক্ষায় থাকে তাকে পাওয়ার।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 8 months ago 

মনের মাঝে মেঘ করেছে,বইছে ঝড়ো হাওয়া।
ইচ্ছে ছিল এই জগতে,তোমায় আপন করে পাওয়া।
চলে গেলে, ভুলে গেলে,আছে যত মোদের স্মৃতি।
ভুল বুঝে, না অকারণে,টানলে ভালোবাসার ইতি।

আজ তাই হতাশার দেয়াল,জমে আছে মোর বুকে।
তোমার দেয়া কষ্টগুলো,আমায় খাচ্ছে ধুকে ধুকে।
আপন ছিলে, কাছের ছিলে,ছিলনা কোন মোর ত্রুটি।
অকারনে কেন তুমি,ভাঙলে মোদের জুটি।

 8 months ago 

রং বদলানোর কারসাজিতে সবাই লেখে নাম,
বিষণ্নতায় ঘেরা আর যন্ত্রনায় কাতরানোদের নেই তো কোনো দাম।
ব্যাকুল মন সারাক্ষণ চেয়ে থাকে তোমারই আশায়,
চোখেরাও ভুলে গেছে ঘুমাতে জেগে থাকার ক্লান্ততায়।

 8 months ago 

দারুণ লিখেছেন আপু,বেশ মিল হয়েছে।

 8 months ago 

অনেক ধন্যবাদ আপু।

 8 months ago 

অপেক্ষার প্রহর গুনে গুনে যায় বেলা
তোমাকে ছাড়া প্রিয়া আমি একেলা ,
আনমনা মন চেয়ে থাকে সারাক্ষণ
নিঃস্ব একাকীত্ব মন আজ বড় কাঁদায় ,
তাই তো ভেবে হচ্ছি ব্যাকুল,
ভালোবাসা জীবনে আসুক
অপেক্ষার প্রহর শেষ করে,
বসন্তে নতুন ভালোবাসা নিয়ে।

 8 months ago 

সত্যিই আপু অপেক্ষার প্রহর যেন শেষ হয় না। সময়ের সাথে সাথে প্রতীক্ষার প্রহর যেন আরো বেশি কঠিন হয়ে যায়। দারুন লিখেছেন আপু।

 8 months ago 

প্রতীক্ষার প্রহর শেষ হয়ে কবে
আসবে সুখের দিন
সেই অপেক্ষায় গুনছি বসে
তোমার আসার দিন।

আসবে তুমি কাছে প্রিয়
বলবে ভালোবাসি
প্রতীক্ষারা নেবে ছুটি
ভালোবেসে হবো বিলীন।

 8 months ago 

স্বপ্নগুলো বানভাসি আজ
হৃদয়ের স্রোতে ভাসে
উত্তাল সমুদ্রের অতৃপ্ত ঢেউ
আড়ালে গিয়ে হাসে।
জীবন সমুদ্রে নেমেছি আমি
হারিয়েছি আজ দিক
আমি যে আজ ক্লান্ত পথিক,
জীবন নামের অথৈ সাগরের
পথ হারা নাবিক।

 8 months ago 

আকাশের দিকে তাকিয়ে রয়েছি
তোমারি অপেক্ষায়
অতৃপ্ত ঢেউয়ের মাঝে
আমি যে দিশেহারা তোমার মাঝে।

এ জীবন ফুরিয়ে যাচ্ছে তোমারি অপেক্ষায়
চোখের পানি শুকিয়ে যাচ্ছে তোমার অবহেলায়
তবুও আমি ফিরে পেতে চাই
তোমারি বুক ভরা ভালোবাসা।

 8 months ago 

ঝরে পড়ে বৃষ্টির মত মনের গগন থেকে
তোমার স্মৃতিগুলো মনে রং মেখে।

কেন তুমি হায় দাও না সাড়া
তোমারই প্রতীক্ষায় আমার অবুঝ মন

সঙ্গে বিহীন নিঃস্ব একাকিত্বের মতো
হয়ে আছি একেলা পাগল পারা।

 8 months ago 

প্রতিনিয়ত সময় যায়, দিন বদলায়,
অগোচরে থাকি প্রতিটা বেলায়।
একটুখানি শান্তির খোঁজে,
প্রতিনিয়ত লড়াই করে যায়।

জীবন বড়ই কঠিন জিনিস,
বাস্তবতা মেনে নেওয়া নির্মম।
একটুখানি সুখের ছায়া,
খুজে মরি দুঃখে থাকি চরম।