এবিবি ফান প্রশ্ন- ২০০ || বিজ্ঞানী নিউটনের জায়গায় আপনার মাথায় আপেল পড়লে কি করতেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বিজ্ঞানী নিউটনের জায়গায় আপনার মাথায় আপেল পড়লে কি করতেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমি হলে খেয়ে হজম করে ফেলতাম। খিক খিক।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
আমার মাথায় আপেল পড়লে আগে আমি মাথায় হাত দিয়ে দেখতাম কতটা ফুলে উঠেছে সেখানে। তারপর আপেলটিকে নিয়ে কষ্ট দিয়ে দিয়ে খেতাম।এই যেমন ধরুন-আপেলের চামড়া ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নুন হলুদ মাখিয়ে খেয়ে নিতাম।যাতে আমার রাগ এবং মাথার ব্যথা দ্রুত সেরে যায়।☺️☺️
আমি হলে বলতাম - ও মায়া মায়া গো। মরিগেলাম রে। হাডি গেছে রে। আর মাথা গা শেষ। আপেল এর বাইচ্চা আপেল। আর মাথাডা হাডি আলাইছে।
আঞ্চলিক ভাষায় আরকি।
আমাদের আঞ্চলিক ভাষার সাথে মিল আছ, কোথায় বাড়ি ভাইয়া।
বিজ্ঞানী নিউটনের মত আমার মাথায় আপেল পরলে আমি আগে নিজের গায়ে চিমটি কেটে দেখতাম বেঁচে আছি নাকি মরে গেছি। তারপর বিজ্ঞানী হয়ে বিশেষ কোনো বিষয় নিয়ে গবেষণা করতাম।
আমার মাথায় আপেলটি পড়লে আগে আশেপাশে তাকিয়ে দেখতাম কেউ দেখে ফেললো কিনা। তারপর কেউ না দেখলে আপেল টি একটু মুছে নিয়ে কচ কচ করে খেয়ে ফেলতাম।
আপু আমি কিন্তু দেখে ফেলেছি। আস্তে আস্তে খান পরে আবার দাঁতে ব্যথা পাবেন। 😅😅
Ha ha ha.আপনি আবার কৈ ছিলেন ? ভাবলাম কেউ দেখে নি এই সুযোগে খেয়ে নেই। তাও দেখে ফেললেন।
আমি আমার গার্লফ্রেন্ডের জন্য রেখে দিতাম, তাকে বলতাম এই আপেলটি আমার মাথায় পড়েছিল। এরপরে সে কি উত্তর দেয় সেটা জানার জন্য অপেক্ষা করতাম।
আরে বিজ্ঞানী নিউটনের মত আমার মাথায় আপেল পড়লে তো আমি নিজেকে আরও একজন বিজ্ঞানী ভাবতাম। তখন সকল মিডিয়াকে ডেকে একটি সংবাদ সম্মেলন করতাম। তারপর নিজেকে একজন নতুন বিজ্ঞানী আর আবিস্কারক হিসাবে প্রচার করতাম। হি হি হি । কতগুলোপয়সা তো আসতো নাকি?
আমার মাথায় পড়লে আপেল
ব্যাথা পেতাম ইস!!
অনুভবে বুঝতে পেতাম
মাথায় কেন বিষ-?
ফল খেতে পায় না যারা
পথ শিশু আছে,
সযতনে বিলিয়ে দিতাম
আমি তাদের মাঝে।
♥♥
কবিতার ভাষায় বেশ সুন্দর কিছু কথা বললেন তো আপু! বেশ ভালো লাগলো পড়ে।
খুশি হলাম ভাইয়া
ধন্যবাদ ভাই, ছন্দে ছন্দে লেখার চেস্টা করলাম।
বিজ্ঞানী নিউটনের জায়গায় আপনার মাথায় আপেল পড়লে কি করতেন?
☘️প্রথমত মাথায় হাত দিয়ে কিছুক্ষণ বসে ভাবতাম, এরপর আপেলটি বাসায় নিয়ে এসে ভালোমতো করে ধুয়ে খেয়ে ফেলতাম!হিহিহি😁😁😁।
এটা ভালো কথা বলেছেন ভাই। আপেলটি গাছ থেকে আপনার মাথায় পড়ে পুনরায় যখন মাটিতে পড়তো তখন ধুলো ময়লা মেখে যেত। আর সেটি ধুয়ে খাওয়াই উত্তম কাজ🤭🤭।
আমার মাথায় যদি আপেল পড়তো তাহলে তবে রাগে রাগে আপেল গাছটাই কেটে ফেলতাম।
ভাই আপনার দেখছি অনেক রাগ 🤭🤭! গাছটি আপনাকে একটা আপেল খাওয়ার সুযোগ করে দিল আর আপনি সেই গাছটিই কেটে ফেলবেন! 🤔🤔