এবিবি-ফান প্রশ্ন-১৮|| বাড়ির গরু কেন ঘাটার ঘাস খায় না ?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
বাড়ির গরু কেন ঘাটার ঘাস খায় না ?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আমার মতে এর কারণ হলো শত হলেও সেটা তার নিজের বাড়ি আর মালিক এমন ভাবে ছোট থেকে গরুকে বড় করেছে আর শিক্ষা দিয়েছে যেন নিজের বাড়ির ঘাস না খেয়ে পরের বাড়ির সব শেষ করে মোটাতাজা হয়। এই সব চালাকি মালিকের। আপনারা কি বলেন?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ গরুও পরকীয়ার মজা বুঝে। এ কারণে নিজের বাড়ির ঘাস বাদ দিয়ে পরের বাড়ির ঘাস ভালো লাগে। হাহাহাহা..........
আপনি দেখছি আমার থেকে বড় অন্যায় করে ফেললেন দেখেন অস্ট্রেলিয়ান গরু মামলা না করে দেয়।😆
আপু খুব চিন্তায় ফেলে দিলেন তো।
হাহাহা, গাভী ও সেই গরুর অপেক্ষা করে, তাই গাভী ও ঘাটার ঘাস খায় না। আহা কি প্রেম তাদের😄
আমাদের সমাজের মানুষই পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার স্বভাব রয়েছে। আর এই গরু গুলো সমাজের মানুষকে দেখে শিখে নিয়েছে। তাই গরুও ঘাটার ঘাস খায় না
তা কিন্তু সত্যি কথা, যেমন মালিক তেমন গরু তো হবেই।😆
সবার খালি পাশের বাড়ি যাওয়ার ধান্দা।😆😆
কি চালাকি রে ভাই
কথা কিন্তু সত্যি।
ঘাটার ঘাস আনহাইজেনিক তাই।
পরের হাতের পিঠা খেতে বড় মিঠা গরুও এই কথাটি বুঝে গেছে মনে হয়। 😅😅
দিন দিন গরু ভালই চালাক হচ্ছে।
গরুর মুখে অরুচি হয়ে গেছে। তাই ঘাটার ঘাস খায় না।
গরুর রুচির কোনো ফাইল আছে??
আপু, থাকতেই পারে।
Understanding the world around us and within us. Reshared😎📝💚
ঘাটার ঘাস জমা করে রাখে, ওটা পরেও খাওয়া যাবে। আগে অন্যেরটা তাই শেষ করে আসে।
এক খাবার বারবার খেলে তো এমন হবেই ; এজন্য একটু রুচি পরিবর্তন করাও দরকার 😀
তাহলে গরু কে ঘাটার ঘাস খাওয়াতে গেলে রুচির ফাইল খাওয়াতে হবে আগে, কি বলেন?😆