এবিবি ফান প্রশ্ন- ৪১৬||পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

প্রশ্নকারীঃ

@razuan12

প্রশ্নকারীর অভিমতঃ

মতামত :
পানির দাম কম তাই ঝগড়া করে 😆😆আপনাদের কি মতামত?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 4 months ago 

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায়, কারণ দুজনেরই স্বভাব আলাদা! তেল ভাবে, "আমি উপরে থাকব, কারণ আমি হালকা!" আর পানি ভাবে, "আমি নিচে থাকব, কারণ আমি ভারী!" এভাবে একজন উপরে আরেকজন নিচে থেকে দুজনই আলাদা থাকার ফন্দি করে। কেউই একসাথে মিশতে চায় না! তো, ঝগড়া না লাগলে কি হয়? 😄

 4 months ago 

কি করে মিলবে? পানি তো সহজ সরল। সে কোন ডান বা বুঝে না। আর তেল হলো শিং মাছের মত পিছল। ধরলেই ফসকে যায়। তাই তো তেল পানি কে সব সময় হিংসে করে তার জনপ্রিয়তা দেখে। তাই তো পানি আর তেল কখনও মিশ খায় না। হি হি হি

 4 months ago 

সত্যিই আপু, দারুন বলেছেন আপনার কথায় যুক্তি আছে 😁।

 4 months ago 

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বাঁধবে, এটা তো স্বাভাবিক। কারন কাউকে পানি মারলে সে রাগ করে। আর আপনি যদি কাউকে তেল মারেন দেখবেন টাকা পয়সা, পদপদবী সব পাবেন। তাহলে চিন্তা করেন পানি থেকে তেলের কত দাম...হা হা হা। 🤪😜

 4 months ago 

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

পানি আর তেলের একসময় ভালোই মিল ছিলো এবং তারা অনেক আগে বিয়ে পর্যন্ত করে। তাছাড়া সারাজীবন সংসার করার যথেষ্ট চেষ্টা করে তারা। কিন্তু একে অপরের মন-মানসিকতার সাথে মিল হয় না বলে, ১ বছরের মাথায় তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে তো একে অপরের চেহারা দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠে 🤣🤣।

 4 months ago 

ভাই পানি আর তেল নিয়ে দেখছি চমৎকার একটি গল্প তৈরি করে ফেলেছেন। আসলে কাল্পনিক অর্থ এরকমটা হতেই পারে। আমরা তো কল্পনা করতে অনেক বেশি ভালোবাসি।

 4 months ago 

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

পানি আর তেল হলো তরল পদার্থ । এদের গঠনগত পার্থক্য রয়েছে। পানি সব সময় মানুষকে জীবন বাঁচাতে সহযোগিতা করে। যদিও দুর্ঘটনা বশত পানিতে ডুবে অনেকে মারা যায়। পানি সব সময় নিজেকে বিলিয়ে দেয় অন্যকে সহযোগিতা করার জন্য। আর তেল হলো সুবিধাবাদী পানির উপর সবসময় ভাসমান থাকে। তেল মেরে অনেকে অসৎ সুবিধা গ্রহণ করে থাকে। তেল আগুন লাগাতে সহযোগিতা করে যা মানুষের ধ্বংসাত্মক মৃত্যু ডেকে আনে। এই কারনে পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায়। এটাই প্রকৃতির বাস্তবতা।

 4 months ago 

পানি হচ্ছে সাপ আর তেল হচ্ছে বেজি।বেজি সাপের গোপন তথ্য জানে বলে একসাথে হলেই ঝগড়া বেধে যায়।☺️☺️

 4 months ago 

বাহ্ দিদি আপনি দেখছি চমৎকার উদাহরণ দিয়েছেন। জল আর তেল কখনো একসাথে মিশে না। অসংখ্য ধন্যবাদ দিদি আপনার জন্য শুভকামনা।

 4 months ago 

ধন্যবাদ দাদা।

 4 months ago 

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

পানি এবং তেলের মধ্যে জন্মগত শত্রুতা। যেমনটা সাপ এবং বেজির ক্ষেত্রে🤣🤣। সাপ এবং বেজি যেমন কখনোই একসাথে হতে পারবেনা, তেমনি পানি এবং তেলও কখনো একসাথে হতে পারবে না😅😁।

 4 months ago 

জন্মগত শত্রুতা থাকলে কোন কিছুতেই মিশা যায় না এটাই সত্যি।

 4 months ago 

আসলেই আপু পানি আর তেলের ভেতরে মনে হয় জন্মগত শত্রুতা রয়েছে। আর এই কারণেই একসাথে কখনো হতে পারে না।

 4 months ago 

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

শত্রু কখনো একে অপরের ছায়াও দেখতে চায় না। একে অপরের সাথে দেখা হলেই তারা ঝগড়া লেগে যায়। আর তেল এবং পানিও ঠিক ওরকমই।

 4 months ago 

তেল আর জলকে আমরা দুই সতীন এর সালে তুলনা করিতে পারি। দুই সতীন যেমন কেউ কাউকে সয্য করিতে পারে না। তেমনী তেল ও জল কেউ কাউকে সয্য করিতে পারে না। একে অপরের চেহারা দেখা মাত্র রাগে ঝগড়া শুরু করে দেয়।

 4 months ago 

এই বিষয় টা আপনি ঠিক বলেছেন।

 4 months ago 

ভাই আপনিও বেশ লজিক দিয়ে কথা বলেছেন সতীন যেমন কখনোই কেউ কাউকে সহ্য করতে পারেনা তেমনি তেল আর জলের একই অবস্থা।

 4 months ago 

পানি আর তেল একসাথে হলেই ঝগড়া বেধে যায় কেন?

কারন পানি জীবন বাঁচায় বলে পানির বেশ গর্ব। আর এ গর্ব সহ্য করতে পারে না তেল ।আর তাইতো দু'জন এক হলেই ঝগড়া বাধিয়ে দেয়।

 4 months ago 

ও আচ্ছা তাহলে তেল মনে হয় পানি কে হিংসা করে। সেজন্য দুজনের ঝগড়া লেগেই থাকে। আপনার প্রশ্নের উত্তরটি দারুন ছিল আপু।

 4 months ago 

হাহাহা বেশ চমৎকার বলেছেন আপু মজা পেলাম।