এবিবি-ফান প্রশ্ন- ২৫৯ || যে যত সচেতন, সে তত জ্ঞানী কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
যে যত সচেতন, সে তত জ্ঞানী কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
এটা আমার নিজের লেখা প্রবাদ বাক্য। আমি মনে করি যে যত সচেতন ব্যক্তি সেই তত জ্ঞানী। কারণ তার সজাগ দৃষ্টিভঙ্গি রয়েছে। রয়েছে জাগ্রত বিবেক। যে জাগ্রত বিবেক ভুলের পথে ভুল করে পা বাড়িয়েও শুধরাতে জানে। আর সেই প্রকৃতপক্ষে জ্ঞানী মানুষ।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারণ প্রকৃত জ্ঞানের মাধ্যমেই সে বুঝতে পারে কোনটি সঠিক আর কোনটা ভুল।তাই যেকোনো কাজের আগে খুব সহজেই তার জ্ঞানের উন্মোচন ঘটিয়ে সচেতনতা অবলম্বন করতে পারে।
বাহ্ দিদি বেশ দারুণ বলেছেন। আসলে প্রকৃত জ্ঞানই বলে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল।
ধন্যবাদ দাদা।
সচেতন এবং জ্ঞানী তো আর এমনি এমনি হয় না,বরং ধরা খেয়েই হয়। ঐ যে ন্যাড়া যেমন বেল তলায় গিয়ে একবার ধরা খায়,তখন থেকেই ন্যাড়া সচেতন এবং জ্ঞানী হয়ে যায়, আর জীবনেও বেল তলায় যায় না🤣🤣। আর তারপর থেকেই ন্যাড়াকে সবাই সচেতন এবং জ্ঞানী বলে সম্বোধন করে 😂😂।
আসলেই ভাই জ্ঞানী হওয়ার পর আর ন্যাড়া বেলতলায় যায় না। বেশ সুন্দর হয়েছে।
সচেতন লোকগুলো সচেতন ভাবে, অসচেতন লোকদের কাছ থেকে তাদের কাছে থাকা সামান্য বুদ্ধি টুকুও চুরি করে নেই। আমাদের সমাজে অসচেতন লোকের সংখ্যাই বেশি। প্রত্যেক অসচেতন লোকের কাছ থেকে একটু একটু করে বুদ্ধি চুরি করতে করতে জ্ঞানের ভান্ডার করে ফেলেছে এই সমাজের সচেতন লোকগুলো। 🤪🤪🤭🤭 এর ফলস্বরূপ সচেতন লোকগুলো দিন দিন আরো বেশি সচেতন এবং অসচেতন লোকগুলো দিন দিন আরো বেশি অসচেতন হয়ে যাচ্ছে।
কথায় আছে সময়ের সামান্য সতর্কতা বৃহৎ প্রতিষেধকের চেয়েও উওম। তাহলে যে সচেতন তাকে জ্ঞানী বলতে আর কোন দ্বিধা থাকে না।
কারণ সে চোখ মেলে ও তাকিয়ে সব কিছু দেখে এবং সে অনুযায়ী কাজ করে এজন্য বেশি জ্ঞান অর্জন করে।
যে যত সচেতন সে যত জ্ঞানী আবার সে তত বেশি বাঁশ খায়।🥴🥴🥴🤣
বেশি জ্ঞানী লোকরাই তো সবসময় ঠকে যায় আপু। বেশি জ্ঞান দিতে দিতে শেষে নিজেই বাঁশ খেয়ে যায়। 😅😅😅
হ্যাঁ তাই
আপু কথা মন্দ বলেন নাই 😁।
এর অনেকগুলো কারণ রয়েছে৷ এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ হলো, যদি সে সচেতন না হয় তাহলে সে কখনোই কোনো ধরনের জ্ঞান অর্জন করতে পারবে না। অর্থাৎ মনে করি কোথাও অনেক জ্ঞানী প্রফেসররা কথা বলছেন পড়াশোনার ব্যাপারে, তখন ওই ব্যাক্তি যদি সচেতন না হয় তাহলে সে কোনো কিছুই জানতে পারবে না। তাই যে ব্যাক্তি যত সচেতন থাকবে সে তত জ্ঞান অর্জন করতে পারবে।
সঠিক বলেছেন ভাই, যে ব্যাক্তি যত সচেতন থাকবে সে তত জ্ঞান অর্জন করতে পারবে।
একজন সচেতন ব্যাক্তি সবসময় ঘরের দেখা মেয়ের সাথে অ্যারেঞ্জ ম্যারেজ করে কারণ সে জানে প্রেম করে বিয়ে করলে শশুর বাড়ি থেকে খাট,আলমারি,গাড়ি,সোনার আংটি এইসব কিছু পাওয়া যাবে না ,প্রতিদিন মার খেতে হবে । মার অবশ্য অ্যারেঞ্জ ম্যারেজও খেতে হবে কিন্তু সেখানে কিছুবছর পর থেকে অত্যাচার শুরু হয় । আর লাভ ম্যারেজ করলে প্রথম দিন থেকেই । তাই সচেতন ব্যাক্তিদের জ্ঞানী বলা হয়।
এখানে আমার একটা প্রবাদ বাক্য কার্যকরী প্রত্যেক জ্ঞানই পাগল সকল পাগলি জ্ঞানী নয়।😎
যারা জ্ঞানী তারা তো আর পাগলী হবে না ভাইয়া। আর জ্ঞানীরাই সব সময় পাগল হয়।🤣🤣