এবিবি ফান প্রশ্ন- ৪৭২ | একটা মানুষ সবার কাছে প্রিয় না হলেও টাকা সবার কাছে প্রিয় হয় কিন্তু কেন??
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
একটা মানুষ সবার কাছে প্রিয় না হলেও টাকা সবার কাছে প্রিয় হয় কিন্তু কেন??
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
আপনি দশটা ইচ্ছা পূরণ করার পরে একটি ইচ্ছা পূরণ করতে ব্যর্থ হলে আপনাকে আর ভালো লাগবে না। কিন্তু কাছে টাকা থাকলে সবগুলো ইচ্ছা নিজের মত করে পূরণ করতে পারবে এজন্য টাকা সবার কাছে বেশি প্রিয় হয়।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কারন মানুষ জাগতিকভাবে অন্ধ এবং টাকাকে সবকিছুর থেকে দামি জিনিস মনে করে।
আমাদের বড় দাদা বলেন, টাকা মাটি এবং মাটিই টাকা। তাই আমি মনে করি টাকা প্রিয় জিনিস নয়, এটা প্রয়োজন মাত্র।
কান টানলে যেমন মাথা আসে ঠিক তেমনি টাকা থাকলে সবকিছু চাওয়ার আগেই চলে আসে।সেজন্য টাকা সবার কাছে প্রিয়।😎
শুধু বউটাই আসলো না হা হা।
টাকা প্রিয় হওয়ার কারণের কোনো শেষ নেই। তবে প্রধান কারণ হচ্ছে, বেশি টাকা থাকলে কয়েকটি বিয়ে করা যায় এবং বউদের সেবা যত্ন পাওয়া যায় 🤣🤣।
মানুষ শব্দে তিনটে অক্ষর, টাকা শব্দে দুটো। হিসেব মতো মানুষের ভার টাকার থেকে বেশি৷ তুলনামূলক ভাবে হাল্কা জিনিস বওয়া সহজ।
যা সহজ তা তো প্রিয় হবেই। তাই না?
এটা অবশ্য ঠিক বলেছেন।
শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত পাগল থেকে পাগলী পর্যন্ত সবাই টাকার মর্ম জানে। মানুষ মানুষকে বোঝেনা অথচ টাকাকে ঠিকই বোঝে। মানুষের মূল্যের থেকে টাকার মূল্যকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কারণ এই জগতে টাকা দিয়ে সবকিছুই করা সম্ভব।
হ্যাঁ টাকা থাকলেই জগতের সবাই আপনাকে মূল্যয়ন করবে।
এটা অবশ্য ঠিক বলেছেন ভাইয়া ছোট থেকে বড় সবাই টাকার মর্ম বোঝে। আর টাকার মূল্যটা সবাই দিতে জানে।
টাকা পারে না এমন কিছু নাই! একসময় মানুষ বলতো টাকা দিয়ে সব পাওয়া যায় কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আজ এটি শুধু একটি নিচক বাক্য আর সিনেমার ডায়ালগ। 😃 একজন মানুষের কাছে টাকা থাকলে মানুষটিও সবার আপন হয়ে যায়। এটাই বাস্তবতা।
কারন মানুষের আকাশছোঁয়া চাহিদা।এই উর্ধমুখী চাহিদা পূরণ করার ক্ষমতা শুধু টাকার রয়েছে মানুষের হাত,পা কিংবা মনের নেই।সেইজন্য মানুষ সবার কাছে প্রিয় না হলেও টাকা সবার কাছে প্রিয়।।
টাকায় সকলেই নিকট গ্রহনীয়। বর্তমান সময়ে সব কিছু টাকা দিয়ে মূল্যায়ন করা হয়। বিভিন্ন নিউজ দেখতে পাই, ৫০ বছরের চাচার সঙ্গে সুন্দরী ১৮ বছরের মেয়ে বিয়ে হচ্ছে। এইসব কিছু টাকার পাওয়ার। মানুষকে সবাই ভালো না বাসলেও টাকাকে সবাই ভালোবাসে।
মানুষের অনুভূতি ভিন্ন হতে পারে, কিন্তু প্রয়োজনের কাছে সবাই সমান। টাকা ব্যক্তিত্ব নয়, প্রয়োজন মেটানোর প্রতীক।
মানুষ বাজারে দিয়ে তার বিনিময়ে যদি চাল ডাল চিনি আলু পাওয়া যেত তবে মানুষের দাম টাকার থেকে বেশি হত। 😊😊
এটা সঠিক কথা বলেছেন দাদা।