আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অনু কবিতার আসর-০৬

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতাঃ

ছন্দে ছন্দে আসিবে হাসি,
পাইবো মজা সক্কলে।
তাই তো মোরা কবিতা লিখি,
বাংলা ব্লগের চক্করে।

লেখকঃ

@kingporos

লেখকের অনুভূতিঃ

কবিতা লেখার কথা শুনলেই আমার দরদর করে ঘাম ঝরতে থাকে। অনেক চেষ্টার পরেও দু লাইন কবিতা লিখতে পারি না। আমার বাংলা ব্লগ থেকে অনুপ্রেরণা পেয়েই আমার প্রথম প্রচেষ্টা।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

লিখতে পারি না ছন্দ
তাই মনে নেই আনন্দ
অনুপ্রেরণা পেয়ে করিলাম চেষ্টা
অধীর আগ্রহে কবিতা লেখার তেষ্টা
সবই আমার বাংলা ব্লগের অবদানে
তাইতো খুশি মনে ছন্দ বের হলো কালি-কলমে।।

 2 years ago 

আজকাল বেশ ভালো ভালো কবিতা লিখে আবার নাকি বলা হচ্ছে, লিখতে পারি না ছন্দ

বেশ হয়েছে।

 2 years ago 

ধন্যবাদ দাদা,😃😃।

 2 years ago 

লিখতে না পারলেও দারুণ লিখেছেন😜😆

 2 years ago 

আমি তো শুধুমাত্র এখানে দাদার কথার পরিপ্রেক্ষিতে লিখেছি আপু,এমনিই আমি অনেক আগে থেকেই কবিতা লিখি।☺️☺️

 2 years ago 

মাঝে মাঝে ভয়ে মাথা ঘুরে
ছন্দের দ্বন্ধ উৎকণ্ঠা দেয় বাড়িয়ে
কি নিয়ে লিখবো কবিতা
মনের আকাশে বাড়ে দুশ্চিন্তা।

তবুও এবিবি ফানের আয়োজনে
মেলে ধরি নিজেদের প্রতিভা
তবুও সাহস নিয়ে লিখি কবিতা
এটাই আমার বাংলা ব্লগের স্বার্থকতা।

 2 years ago 

না ভাই আমার সেই উৎকণ্ঠা নেই
আপনি ছন্দের যাদুকর।
তাই কবিতা নিয়ে কোন ভয় নেই।

 2 years ago 

বাংলা ব্লগের স্বার্থকতা নিয়ে কইবো কথা দুই,
দুই বাংলা মিলেমিশে হলাম সবাই ভাই-ভাই।

 2 years ago 

ছন্দে ছন্দে আসিবে হাসি,
পাইবো মজা সক্কলে।
তাই তো মোরা কবিতা লিখি,
বাংলা ব্লগের চক্করে।

কবির এমন ছন্দ পড়িয়া
মাথা গেল ঘুরিয়া
কিবোর্ডটা চাপিয়া
লেখা গেল এগিয়া
ব্লগে হচ্ছে লেখা
দেখবে সব সখা
বলবে হাসিয়া
তবে চেষ্টা করবে ঝাঁপিয়া ।

 2 years ago 

দারুন দারুন। 💕

নব্য কবির আসেনা ছন্দ,
মনটা তার বড়ই অশান্ত,
চেষ্টা করছি অনুপ্রেরণায়
বাংলা ব্লগের ভালোবাসায় ।

 2 years ago 

অনু কবিতা লিখব আমি
অন্ত মিলের ছন্দে,
প্রাণ খুলে হাসবো মোরা
কাটাবো সময় আনন্দে।

আমার বাংলা ব্লগ যেন
হাসি খুশির মেলা,
মজায় মজায় কাজে-কর্মে
যায় যে বয়ে বেলা।।

আমার বাংলা ব্লগ নিয়ে
বিশ্বে দেব পাড়ি,
এগিয়ে যাব সবাই মিলে
পুরুষ অথবা নারী।

 2 years ago 

ছন্দে ছন্দে আসিবে হাসি,
পাইবো মজা সক্কলে।
তাই তো মোরা কবিতা লিখি,
বাংলা ব্লগের চক্করে।

কাব্য কথায় ছন্দ
বইছে মনে আনন্দ
অনু কবিতার আসরে
লিখছি বসে বাসরে।

কিংপ্রোজ দার ছন্দ কথায়
মনটা ভরে গেল,,
জীবনের প্রথম কবিতাখানি
কি সুন্দর হল।

ছন্দে ছন্দে গাইবো গান
লিখবো কবিতা,
আমার বাংলা ব্লগে আছে
সজীব স্নিগ্ধতা।
♥♥

 2 years ago 

অসাধারণ হয়েছে দিদি 💕

 2 years ago 

♥♥
আমি ধন্য
♥♥

 2 years ago 

ছন্দে ছন্দে আসিবে হাসি,
পাইবো মজা সক্কলে।
তাই তো মোরা কবিতা লিখি,
বাংলা ব্লগের চক্করে।

মিষ্টি মধুর ভাষার কারণে,
পড়েছি মোরা বাংলা ব্লগের খপ্পরে।
কবিতা ছড়া গান মোরা,
লিখে ফেলি খুব ছট করে।
কতদিন কতরাত বয়ে যাচ্ছে ভেসে,
বাংলা ব্লগের সাথে মোরা লেগে আছি ঠেসে।

 2 years ago 

অসাধারণ 🌹

 2 years ago 

বাহ কি দারুন মিল।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আমার অনুকবিতাটি আপনার কাছে ভালো লেগেছে যে সেজন্য

 2 years ago 

বেশ ভালো হয়েছে। আমি চট করে লিখতে পারছি কই?

 2 years ago 

প্রিয় ভাই কমই বা লিখলেন কই? ধন্যবাদ আপনাকে মন্তব্যটি মূল্যায়ন করার জন্য।

 2 years ago 

কি দারুণ কবিতা

 2 years ago 

কবিতা লিখতে গিয়েও পারিনা
এই হল মোর দুখ
কবিতা লেখার অনুপ্রেরণায়
আমার বাংলা ব্লগ।

 2 years ago 

দিদি আমারও একই দুঃখ। 😭

 2 years ago 

ছন্দে ছন্দে আসিবে হাসি,
পাইবো মজা সক্কলে।
তাই তো মোরা কবিতা লিখি,
বাংলা ব্লগের চক্করে।

হাসি, আড্ডা, আর গল্প গান।
সবসময় লেগে আছে মোর বাংলা ব্লগে।
এই হাসিতে সকলেই একসাথে,
থাকব মোরা জীবন ভরে।
বাংলা ব্লগ আমার হৃদয়ের স্পন্দন।
হৃদয়ের বিট যতদিন শব্দ করে,
বাংলা ব্লগে থাকবো ততদিন।

 2 years ago 

বাহ্ বাহ্। দারুন হয়েছে

 2 years ago 

এই চক্করে পড়িতে পড়িতে,
দেখতেছি কত মজার কাহিনী।
তার সাথে দেখি খাবার দাবার,
হয়ে গেছি মোরা সক্কলে রাধুনী।

শুধু যে লিখি কবিতা তা তো নয়,
চিত্রকলায় রাঙা এ ব্লগ।
অল্প-স্বল্প-গল্প করে,
ডিসকর্ডে রয়েছি আমরা সব।

 2 years ago 

পুরো বাংলা ব্লগের এক্টিভিটি নিয়ে খুব সুন্দর একটি অনু কবিতা লিখেছেন।কবিতাটি প্রশংসার যোগ্য।

 2 years ago 

ছন্দে ছন্দে আসিবে হাসি,
পাইবো মজা সক্কলে।
তাই তো মোরা কবিতা লিখি,
বাংলা ব্লগের চক্করে।

হাসি আনন্দ খুঁজে পাই,
প্রশ্ন আর উত্তরে।
বাংলা ব্লগের শুরু এখানে,
শেষ টা না জানি কত দূরে।।

 2 years ago 

যতদিন থাকবে দাদা।