এবিবি ফান প্রশ্ন- ৪৮০ | এই শীতে পুকুরে গোসল করতে কেমন লাগে?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
এই শীতে পুকুরে গোসল করতে কেমন লাগে?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
ছোটবেলায় কয়েকবার করেছিলাম তবে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
কেমন আর লাগবে, ভালোই লাগে। 😄
তবে মনে হয় হঠাৎ করেই আইসল্যান্ডের বাসিন্দা হয়ে গেছি। আর কলিজায় পানি থাকেনা, দাঁত দু'পাটি ঠক ঠক করে কাঁপতে থাকে 🤪
এতটাই ভালো লাগে যে,ইচ্ছে করে সারাদিন এবং রাত গোসল করতে😂😂। বাসা থেকে তিন বেলা খাবার দিয়ে যাবে, আর পানির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খাবো🤣🤣।
দিন রাত ওখানেই তাহলে কাটাবেন।
এই শীতের ভেতর বরফের জলে গোসল করা আর পুকুরের জলে গোসল করার সমান কথা। শীতের ভেতরে পুকুরের জল এতই ঠান্ডা হয় যে, একদিন গোসল করলে তারপর বেশ কয়েকদিন গোসল না করলেও চলে 😍
এত শীতে গোসল করতে ভয় লাগে। এবং শত্রু চেয়েও পুকুরের পানিকে ভয় করে অনেকে। আর মন চাই শীতকালে পুকুর পাড়ে রোদের মধ্যে বসে থাকতে। এবং শীতকে ফাঁকি দিয়ে গোসল করার জন্য মন চাই।
শীতের মধ্যে পানির ছোঁয়া আর বৈদ্যুতিক শখ যেন একই কথা 😫। সেখানে পুকুরের পানিতে গোসল করা তো বিলাসিতা ভাইয়া। টাংকির পানিতে গোসল করলে শরীর কাঁপে,পুকুরের পানিতে গোসল করলে তো বরফ হয়ে যাব ভাই। সুতরাং পুকুরের পানিতে গোসল করলে মরার আগে আরো একবার মরে যেতে হবে মনে হয় 😫😫।
শীতে পুকুরে গোসল করতে অনেক ভালো লাগবে কারণ অতিরিক্ত পানির ভিতরে লুঙ্গি ডান্স করা যাবে এবং মনের আনন্দে শীতের কাঁপুনিতে কাঁপা যাবে।হা হা হা
ভীষণ ক্ষুধা পেটে মরিচ দিয়ে মুড়ি খাওয়ার মতো।
এই শীতে পুকুরে গোসল করা আর বিনা ভিসায় আইসল্যান্ড থেকে ঘুরে আসা সেইম কথা।
বেশ ভালো লাগে। কারণ বাড়িতে গোসল করলে নিজেরই পানি নিতে হয়। কিন্তু পুকুরে সেই যন্ত্রণা নেই। যাও নেমে পড়ো এবং ডুব দাও। আমি অনেক করেছি।
এই শীতে পুকুরে গোসল করতে গেলে প্রথমে মনে হয়, "এটা কী একটা দুর্ঘটনা?" তারপর গোসল করতে করতে ঠান্ডায় জমে গিয়ে শরীরটা কাঁপতে থাকে, আর মনে হয়, “এখন যদি বের হই, ঠান্ডায় বরফ হয়ে যাবো!” তবে শেষমেশ গোসল শেষ করলে মনে হয়, “ওহ, কিছুই হয়নি!” 😄