আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৯৮
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।
এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
আজকের অনু কবিতা
এবিবি এর বর্ষপূর্তি,
হচ্ছে যে খুব মজা।
চারিদিকে আলোর ছটা,
জ্বলছে প্রদীপ শিখা।
সভা মুখরিত আয়োজনে ,
নানান জনের নানান গল্প গানে।
আরো কতো আনন্দ বাকি,
হবে যে আজ রাতে!
লেখক
লেখক এর অনুভূতি:
এবিবি ফানে বর্ষপূর্তির ছোঁয়া লাগবে না, তা কি করে হয়!
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
এবিবি এর বর্ষপূর্তি,
হচ্ছে হাসি,গানে মজা
আসছে বছর মেলা হবে
খাবো সবাই কিনে গজা।
দিকে দিকে আলোক ছোঁয়া,
আনন্দে বাজবে রঙিন দোতারা।
এবিবি মেতেছে গল্প,গানে আর কবিতা
জ্বলবে বাতি,উঠবে উচ্ছ্বাস
আজ হবে এবিবি আনন্দেতে সেরা।।
দারুন ভাবে লিখেছেন ছন্দময় কবিতা। খুব ভালো লিখেছেন।
ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য ভাইয়া।
তৃতীয় বর্ষে পা দিলো ভাই,
আমার বাংলা ব্লগ ,
সেই খুশিতে আমার যে ভাই,
পড়ে না চোখে পলোক।।
নাচতে নাচতে চলো সবাই,
ডিসকোর্ডেতে যাই,
মোজ আর মাস্তি করে ,
আনন্দ ছড়াই।।
অসাধারণ ছন্দময় অনু কবিতা। দারুন লিখেছেন আপনি।
আমার বাংলা ব্লগ মানে
অনবদ্য ইতিহাস
নব সৃষ্টির উল্লাসে ভাই
স্বপ্ন সুখের চাষ।
আমার বাংলা ব্লগ মানে
নদীর স্রোত ধারা
যার পলিতে সোনার ফসল
ফলে নজর কারা।
আজকে রাতের মজা নিতে
মন করে আন চান
এডমিন আর মডারেটরদের
সাংস্কৃতিক অনুষ্ঠান👌💕
খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। দারুন হয়েছে আপনার লেখাটি।
ধন্যবাদ💕
নীল আকাশের খামে ভরে,
সাদা মেঘের কাগজে করে।
রঃধনুর রঙে লিখে,
জীবনটা হোক ধন্য ।
শুভ কামনা আমার বাংলা ব্লগের জন্য,
আলোর পরশে ভোর পুর ।
আজকে এই রাতে গল্প গানে,
সভা মুখরিত আয়োজনে।
তুমি আমাদের স্বপ্ন
তুমি আমাদের চলার প্রেরণা,
তোমায় পেয়ে ধন্য হলো আমাদের এ জীবন।
তোমায় ছাড়া স্বপ্নগুলো
বাসা বাধেনা এখন।
তুমি আমাদের হৃদয়ের স্পন্দন
তুমি সুখ শান্তি,
তোমার মাঝে খুজে পাই জীবনের
পরম শান্তির মুহূর্তটি।
তুমি আছো তুমি থাকবে আমার এ হৃদয়ে ,
আমার বাংলা ব্লগ সফলতার সাথে
এগিয়ে যাবে দীর্ঘ পথে।
বাহ দারুন তো।
ধন্যবাদ ভাই। যে আমার কবিতা আপনার কাছে ভালো লেগেছে।
তিন বছর পেরিয়ে চার বছরে পদার্পণ
দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে "আমার বাংলা ব্লগ"।
এই ব্লগে হেসে খেলে মেতে উঠে সবাই
rme দাদার সৃষ্টির তুলনা যে নাই।
তৃতীয় বর্ষপূর্তির আয়োজ
কেক কেটে করেছে উদযাপন
আমরা আছি Discord এর মাঝে
আনন্দে মেতেছি "আমার বাংলা ব্লগে"।
এবিবি এর রঙিন দিনে
অনেক মজা সবার মনে
কাটছে মজার দিন।
গিভ অ্যাওয়ে আর এয়ার ড্রপে
আয় উপায় এই ভার্চু শপে
ব্লগের জন্মদিন।
আমার বাংলা ব্লগ তুমি @rme দাদার সৃষ্টি,
আমার বাংলা ব্লগ তুমি সবার চোখের দৃষ্টি।
আমার বাংলা ব্লগ তুমি ভালোবাসার বন্ধন,
আমার বাংলা ব্লগ তুমি হৃদয়ের স্পন্দন।
আমার বাংলা ব্লগ তুমি সুখ শান্তি আশা,
আমার বাংলা ব্লগ তুমি সবার মুখের ভাষা।
সুন্দর লিখেছেন।
ধন্যবাদ ভাই আপনাকে অনুপ্রেরণা প্রদান করার জন্য।
এবিবি এর তৃতীয় বর্ষের অনুষ্ঠানে,
হচ্ছে আনন্দ হচ্ছে ফুর্তি।
বিভিন্ন ধরনের আয়োজনে ,
মেতে চলেছে সবাই খুশি।
কুইজ খেলায় প্রশ্ন নিয়ে,
সবাই করছে মজা।
কবিতা আর গানের আড্ডায়,
মেতে চলেছে আলোক সজ্জায়।
আজ হবে যে আসল মজা
অপেক্ষায় আছি তাইতো আমরা
কে গাইবে আর কে শুনবে
এবিবি এর বর্ষপূর্তিতে।
সন্ধ্যা যখন আসবে ঘনিয়ে
ছুটে যাব মোরা দলে দলে
কান রাখবো যে ইয়ার ফোনে
দারুন মজা হবে আজ জনে জনে।