এবিবি-ফান প্রশ্ন-১৫ || আশায় আশায় চাষা বাঁচে কেন?

Fun_Cover-4.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আশায় আশায় চাষা বাঁচে কেন?

প্রশ্নকারীঃ

@blacks

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে চাষা আশা করার বরাত পেয়েছে বংশ পরম্পরায়।তাই সে আশা করেই চলে পূরণ আর হয় না।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
আশা আসলে হতভাগা চাষার একমাত্র সুন্দরী প্রাক্তন প্রেমিকা। ভালোবেসে সব উজাড় করে দেওয়ার পাশাপাশি কিছু টাকাও ধার দিয়েছিল চাষা তার আশাকে। কিন্তু ১০বছরের বেশি হয়ে গেলো সেই টাকা এখনো ফেরত পায়নি বেচারা গরীব চাষা। কিন্তু চাষা এখন টাকা ফেরত চায় কারণ আশা তাকে সুযোগ বুঝে ল্যাং মেরে মোটা টাকা ইনকাম করা এক রিক্সা ওয়ালার সাথে ভেগে গেছে । এবং এই টাকা সুধে আসলে ফেরত পাওয়ার জন্যই চাষা এখনো বেঁচে আছে।
 2 years ago 

চাষা এক কথার মানুষ।সে একবার বলেছিল "আশা আমি তোমাকে ছাড়া বাচব না"।এই কথা শুনে আশা তার সাথে থেকে যায়।তাই সে আশা নিয়ে বেচে আছে বলা যেতে পারে আশায় বেচে আছে।

এটা খুব মজার ছিলো। আপনার সেন্স অফ হিউমার বেশ ভালো।

 2 years ago 

ধন্যবাদ দাদা।নিয়মিত শান দিয়ে যাচ্ছি।

 2 years ago 

মেয়েদের মন বোঝা, আর চাষাদের ফসলের ঘরে তোলা একই কথা। মেয়েদের মন যেমন ঠিক ভাবে বোঝা যায় না। তেমনি চাষাদের ফসল ঘরে তোলার কোন সিওর থাকেনা। তাই শেষ ভরসা হিসেবে চাষারা আশায় বুক বেঁধে থাকে।

 2 years ago 

কারন পরিবর্তিত মানুষগুলোর পরিবর্তন আশায় বুক বাঁধতে বাধ্য করে, তাছাড়া অতীতে আশার সাথে তার প্রেম ছিলো বলে গোপন সংবাদ পাওয়া গেছে, হি হি হি।

এই সেরেছে। তা গোপন সংবাদের সোর্সটা কে?

 2 years ago 

সেটা গোপনই থাকে, নতুন আশা জাগানো ঠিক হবে না।

 2 years ago 

কি আর করবে আশায় থাকতে থাকতে আশা তো আর ফিরে আসে না। সে তো অন্য কারো হাত ধরে পালিয়ে গেছে। তাই জন্যই মনে হয় চাষিরা আশায় আশায় বাঁচে

 2 years ago 

যদি চাষ করতে গিয়ে কোন গুপ্তধন মিলে যায় সেই আশায় চাষা বেঁচে থাকে😋😋

 2 years ago 

আশায় আশায় চাষা বাঁচে কারণ আশা তার গার্লফ্রেন্ডের নাম।

 2 years ago 

নামডা পরিবর্তন করতে হবে দেখছি, হি হি হি

 2 years ago 

আশা ছাড়া চাষার তো আর কিছু করার নেই, তার ভাগ্যের নিয়ন্ত্রণ ত অন্য কারো হাতে।

 2 years ago 

চাষা ভাতের কাঙ্গাল, তাই সংগ্রাম করেই বাচঁতে হবে এইটা তার জগত সংসারে বোঝা হয়ে গেছে । কোন সন্দেহ থাকলে , চাষাকে হ্যাংআউটে আসার আমন্ত্রণ জানাইতে পারি ।

 2 years ago 

সরাসরি চাষার কথা শুনতে চাওয়া আমার মন, সন্দেহ আছে আমন্ত্রণ করেন ভাই

 2 years ago 

আশায় বাঁচে চাষা
খবর খানি খাসা,
ফসলের সাথে চাষার
নিবিড় ভালোবাসা।

নতুন ফসলের ঘ্রাণ নিতে
আশায় থাকেন চাষা,,
ফসল যেন তাদের মুখে
কাঁদা এবং হাসা।
♥♥