আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ১৪৪

Poem Cover-second.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- অনু কবিতায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ সৃজনশীল একটি উদ্যোগ, যেখানে সবাই নিজের ভেতরের প্রতিভাবে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার সুযোগ পাবে। নিজের মনের ভাবকে একটু ছন্দময় কিংবা সহজভাবে কাব্যিক রূপে প্রকাশ করতে হবে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে যারা নিয়ম মেনে অংশগ্রহণ করবে পুরস্কারের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতি সপ্তাহের দুই দিন যথাক্রমে শুক্রবার ও রবিবার দুটি পোষ্ট শেয়ার করা হবে, যেখানে লেখকের পছন্দ অনুযায়ী ৪/৬ লাইনের অনু কবিতা সংযুক্ত থাকবে। তার সাথে কবিতা সম্পর্কে লেখকের অনুভূতি থাকবে, যাতে ইউজাররা কিছুটা আইডিয়া নিতে পারে কবিতার বিষয়বস্তু সম্পর্কে। তারপর ইউজারদের কাজ হবে অনু কবিতার লাইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে নিজের মতো করে আরো ৪/৬ লাইনের অনু কবিতা লেখা।

এখানে একটা বিষয় অবশ্যই স্মরণ রাখতে হবে, শব্দের জটিলতা কিংবা অর্থের গভীরতা নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হবে না বরং সহজভাবে আপনার মনের ভাবটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে হবে এবং কবিতার বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে কবিতাটিকে পূর্ণতা দেয়ার চেষ্টা করতে হবে। আমরা কঠিন কিংবা দুর্বোধ্য শব্দ দেখবো না বরং আপনি কবিতাটিকে কতটা সুন্দরভাবে পূর্ণতা দেয়ার চেষ্টা করেছেন, সেটা দেখার চেষ্টা করবো। আশা করছি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আমার বাংলা ব্লগের কবিতা উদ্যোগে সকলের অংশগ্রহণ প্রত্যাশা করছি।

আজকের অনু কবিতা

নিঝুম রাত্রি, জোনাকিরা ঘুম,
হাওয়ারাও আজ চঞ্চল নয়, নিশ্চুপ ।
স্থির নক্ষত্রের মিটিমিটি জ্বলা আগুন, নিষ্প্রভ ।
চাঁদের আলো হাসিতে নয়, বিষণ্ণতায় মাখানো ।

হৃদয় আমার শিশিরে ভেজা, তবু নয় আর্দ্র,
প্রেমহীন হৃদয় আমার আঁধারে ঢাকা আলো ।

লেখক

@rme

লেখক এর অনুভূতি:

প্রেমহীন হৃদয়ে সব কিছুতে কেমন জানি একটা নিষ্প্রভ বিষণ্ণতায় ডুবে থাকে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_Annivr2.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 7 months ago 

তোমার প্রতীক্ষায় রাত্রি জাগা প্রহর
প্রিয় আপন করেছি আমি
তুমি ছাড়া জীবন যে শূন্য মরুভূমি
চাঁদের আলোয় হাসে রাত্রি
আঁধার কালো মন।
আঁধারের মাঝে হৃদয় যেন
নিজেকে খুঁজে পায়
করেছি আঁধার আপন প্রিয়
বিষন্নতা মেখেছি গায়।
আঁধার মাখা জীবন আমার
আঁধারে ভরা ভুবন
তাইতো আজ হৃদয় জুড়ে
প্রিয়, মেঘের বিচরণ।

 7 months ago 

বিরহের চাদরে মোড়ানো আবেগ
বিনিদ্র রাতের নিশি আঁধারে
আবেগী মনে বিরহী হয়ে
অশান্ত আমি খুঁজে ফিরি তারে।

পাতা ঝরা এই মর্মরেতে
বাতায়ন খোলা রেখেছি সাঁঝবেলাতে
অপেক্ষারা আঁকড়ে আছে
শূন্যতা আজ মনের গভীরে।

 7 months ago 

নিস্তব্ধ প্রভাত,নিরব পক্ষিকুল,
বাতাসে নেই কোনো চাপ।
সব যেনো আজ মলিন,
ইস্তির তারকার উজ্জ্বল আলো।

জোনাকির আলো স্থায়ী নয়,
ক্ষনিকের জন্য সমারোহ।
ভালোবাসায় পূর্ণ মন,প্রকাশের নেই ভাষা।
প্রেমহীন এ মন যে শূন্য পাখির বাসা।

 7 months ago 

আপনার লেখা কবিতা অসাধারণ হয়েছে। সত্যি জোনাকির আলো স্থায়ী না হলেও জোনাকির আলোর প্রত্যাশা করি আমরা।

 7 months ago 

চাঁদের শহরে আজ মেঘের ঘনঘটা,
আঁধারে ভরেছে ভুবন নেই আলোর ছটা,
মেঘের ছায়ায় ভুবনে নেই রঙিন আভা,
ক্লান্ত হৃদয়ে তোমার আগমনে পড়েছে বাঁধা,
চঞ্চলতা হারিয়ে গেছে সেই মেঘের ভীড়ে,
ভালোবাসা ফিরে গেছে প্রেম নগরের নীড়ে।

 7 months ago 

অনেক সুন্দর লিখেছেন আপু লাইন গুলো। পড়ে বেশ ভালো লাগলো।

 7 months ago 

ঘুমন্ত রজনী,নিশ্চুপ চাঁদের আলো,
প্রকৃতি বাক্যহীন ,নিয়েছে স্থবিরতার ছদ্ম।
অমাবস্যায় প্রজ্জ্বলিত মিটিমিটি প্রদীপ আলো,অফুরন্ত।
নকল জিনিসে থাকে চমকপ্রদ,তা খাদে পরিপূর্ণ।

ভালোবাসার জোয়ার মনে,তা যথেষ্ট নয়,
অন্ধকার মন উজ্জ্বল হবে,যদি একটু আলো পায়।

 7 months ago 

শুনশ্মান জায়গা,তারারা হয়েছে গায়েব,
ঝিঁঝিরা আজ নিঃশব্দে, ঘুমন্ত দেশের সাহেব।
জোনাকির ফিকে আলো আজ মলিন,অদৃশ্য।
মেঘেরা আজ আন্দোলিত নয়,হাওয়ারা অস্পৃশ্য।

অন্তর আমার যন্ত্রনায় দগ্ধ, তবুও নয় পোড়া,
ভালোবাসাহীন মন আমার নেতানো গাছে সতেজতা।

 7 months ago 

নিস্তব্ধ রাত তুমিহীন একা আমি,
এ যেন কোন এক কালবৈশাখী।
মনের যত ছন্দ গেছে সব হারিয়ে।
হাওয়ারা কানে কানে এসে বলে,
নাও নিজেকে যতনে গুটিয়ে।

বেদনা আজ হৃদয়ে ভাসমান।
রাতের কালো গ্রাস করেছে আমায়।
তুমিহীন আমি রঙের স্তুপে থেকেও রংহীন।
তুমিহীন প্রেমিক হৃদয়ও আজ প্রেমহীন।

 7 months ago 

অনুভূতির চাদরে মড়া প্রেম ভালোবাসা
নেই প্রেমিকার হাতছানি।

যাকে মন থেকে এত ভালবাসি
নেই তার পিছুটান, সীমাহীন আশা।

তবুও চঞ্চল হৃদয় সূর্যের আলোয় আলোকিত
চাঁদের মত জোসনা না দিলেও,বাসে তারে ভালো

 7 months ago 

নিঝুম রাত্রি, জোনাকিরা ঘুম,
হাওয়ারাও আজ চঞ্চল নয়, নিশ্চুপ ।
স্থির নক্ষত্রের মিটিমিটি জ্বলা আগুন, নিষ্প্রভ ।
চাঁদের আলো হাসিতে নয়, বিষণ্ণতায় মাখানো।

হৃদয় আমার শিশিরে ভেজা, তবু নয় আর্দ্র,
প্রেমহীন হৃদয় আমার আঁধারে ঢাকা আলো ।

নির্ঘুম রাত্রি, স্বপ্নেরা সাদাকালো,
জোৎস্নার আলো আজ ছায়া ঘন, অভিশপ্ত।
চাঁদের কলঙ্কের দাগ স্পষ্ট ফুটে উঠেছে, বিষন্নতা।
তোমার হাসিতে বিষাক্ততা, নীলাভ ভুবনটা।

হৃদয় আমার ক্ষত বিক্ষত, তবু নয় রক্তাক্ত,
ধোঁয়াশার প্রেম আমার ছলনার রঙে সিক্ত।

 7 months ago 

চারিদিকে নিশ্চুপ জোসনা মাখা
নিঝুম রাতে বসে আছি এক অজানাতে,
জোনাকিরা ছুটছে নিজের মত করে,
বিষন্নতা মন আমার,
কি যেন চাচ্ছে
তুমি হীনা প্রেম তবুও হৃদয়ে জাগছে,
আমি একাকী নির্ঝুম রাতে,
কইবো কথা কার সাথে।
আমি আছি চাঁদা আছে,
আর আছে আমার প্রেমহীন
হৃদয়ের না বলা কথা।