এবিবি-ফান প্রশ্ন-০১ || প্রেমে ছ্যাঁকা খেলে মেয়েরা কেন কবি হয় না?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
প্রেমে ছ্যাঁকা খেলে মেয়েরা কেন কবি হয় না?
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
প্রেমে ছ্যাঁকা খেলে মেয়েরা কবি হয়না।
কারণ -
ছেলেরা কবি হয়ে আবার নতুন কাউকে জোগাড় করার চেষ্টা করে,কারণ মেয়ে পটানোতো আর এতো সহজ কাজ না😁। কিন্তু মেয়েদের এতো যোগাড় করতে হয় না। কারণ তাদেরকে আগে থেকেই সান্ত্বনা দেওয়ার জন্য অনেক শুভাকাঙ্ক্ষী থাকে।🤪
ওরেেেে অভিজ্ঞতা 😆😆
মেয়েরা ছ্যাঁকা খেয়ে কবিতা লিখতে বসে গেলে আরেকটা প্রেম করবে কখন? যে যুগ পড়েছে একটা নিয়ে বসে থাকলে কি চলবে নাকি?? লাইনে যারা আছে তাদের কেউ তো চান্স দিতে হবে । তাই নতুন কাউকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তাই ছ্যাঁকা খেয়েও মেয়েরা কবি হয় না।
আসলে প্রেমে ছ্যাকা খাওয়ার পর মেয়েরা চিন্তা করে এরে নিয়ে কবিতা লিখে কি লাভ,অযথা সময় নষ্ট। হতচ্ছারা গিয়েছে ভালো হয়েছে, হতচ্ছারা বেশ জ্বালিয়েছে। এখন নতুন একটা বেছে নেওয়া যাবে।
নতুন খোঁজার সন্ধানে ব্যস্ত থাকে।তাই হয়ত কবিতা লিখার সময়ই পায় না😜😜।
বিশেষ দ্রষ্টব্যঃ মজা করে লিখেছি,সবাই মজা হিসাবেই নিবেন।
ধন্যবাদ
হুম বুঝেছি, মনের ভিতর কি সব চলে, হি হি হি
কি আর চলবে😜
ছেলেদের ছ্যাকা খাওয়ার তুলনায়, বাজারে কবিতা লেখার কাগজের সংখ্যা কম😬।
হা হা হা হা এটা মজার ছিলো
😂😁😇 ধন্যবাদ ভাই
ভাই এখানে তো মেয়েদের ছ্যাকা খাওয়ার কথা বলা হইছে।
ছড়ায় ছন্দ নেই,
কবিতায় ৫০, শব্দের অধিক নয় ,
উত্তর মজার হয়।
এমনটাই চাহিদা প্রশ্ন তো তাই বলে,
দাদার যুক্তিতেই আমার সেই উত্তর মেলে।
উত্তর বুঝিতে যদি না হন সক্ষম
দাদার উত্তরের সাথে মিলাইয়া দেখাই উত্তম।
মেয়েরা কেন কবি হবে?? আরো কয়েকটা কবি বানানোর কাজ করতে হবে না?? 😆
হাহাহা দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে 😆😆
হ্যাঁ ভাই। ওদের দায়িত্বের ব্যাপারে ওরা খুব সচেতন 😆
হাহাহা মজার ছিলো ভাই।
মেয়েরা এত বোকা না যে কবিতা লিখে সময় নষ্ট করবে। ওই সময় দেয় নতুন একজন সিলেক্ট করার জন্য। কারণ লাইনে যারা থাকে তাদের থেকে নতুন একজন সিলেক্ট করাও তো কম সময়ের ব্যাপার না।
মেয়েরা প্রেম করার সময়ই জানে যে ছ্যাকা খাওয়ার সম্ভাবনা আছে তাই একটা প্রেম হাতে থাকতেই আরও দুই একটা প্রেম জোগাড় করে রাখে সেজন্য কবি হওয়ার সুযোগ নাই।
আচ্ছা, এই কথা তাহলে, হা হা হা
ওমা দাদা জানেনা কেন তারা কবি হয়না,,আমি বলছি তারা যখন ছ্যাঁকা খায় তখনতো মেয়েরা একটু বেশিই কান্না করে। যখন কান্না করে তখনতে মেকআপ নষ্ট হয়ে যায় তাই তারা মেক-আপ ঠিক করতে করতে কবিতার কথা মাথায় আসেনা ।
🥴😆😆😆
কবিতা থেকে মেকাপ বেশী দামী হি হি হি
আমারও তাই মনে হয় তাইতো তারা কবি হয় না 🤣🤣।
উত্তর:- যদি তারা কবি হয়ে ওঠে তাহলে তাদের কবিতা পড়ে কিছু কবি স্ট্রোক করে মারা যেতে পারে অতিরিক্ত আবেগের কারনে আর কবিতা লিখার সময় চোখের পানি আর নাকের পানিতে আবেগের জল দিয়ে খাতা কলম ভেসে যাবার একটা সম্ভবনা থাকবে 😛 বলা যায়না চোখের জল মোছার জন্য টিস্যু সংকট তৈরি হয়ে যেতে পারে 🤣
কবিতা লিখতে পারে না , তাই কবি হয় না ।