এবিবি- ফান প্রশ্ন-১০৪ || চোর পালালে বুদ্ধি বাড়ে কেন?
আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।
এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।
আজকের প্রশ্নঃ
চোর পালালে বুদ্ধি বাড়ে কেন?
প্রশ্নকারীঃ
প্রশ্নকারীর অভিমতঃ
চোর থাকলে বুদ্ধি ছুটিতে থাকে। চোর চলে গেলে ছুটি বাতিল হয়। তারপর বুদ্ধি তার কাজ শুরু করে।
অংশগ্রহণের নিয়মাবলীঃ
- উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
- উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
- একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
- অন্যের উত্তর কপি করা যাবে না।
- উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
- এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
- পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।
ধন্যবাদ সবাইকে।
আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃ | ডিসকর্ড লিংক |
---|
ওমা না হলে চোর ধরা পড়ে যাবে না! আর ধরা পড়ে গেলে বাড়িতে ফিরে বউয়ের ঝাটা খেতে হবে তো! তাই চুরির আগে বুদ্ধির সাথে আতাত করে তাকে ছুটিয়ে পাঠিয়ে দেয়া হয়, হা হা হা।
সহমত
আহারে চোর বউকে কতই না ভালোবাসে। তাইতো বউয়ের হাতে ঝাঁটা উঠুক সেটাও চায় না। 🤪🤪
হা হা হা, কি আর করার, এতো ভালোবাসা প্রকাশ করতে পারে না।
ঘটনা কি? আমি এত কিছু জানলেন কেমনে😜😜
আপনি যেভাবে জেনেছেন, হি হি হি।
ঠিক বলেছেন ধরা পড়ে গেলে তো সমস্যা।
চোর চুরি করতে এসে ভুল করে বুদ্ধির বাক্সটা রেখে যায়। তাই চোর পালালে সবার বুদ্ধি বাড়ে।
চোরের বুঝি বউ নেই 🤪 ধরা খেয়ে এখানে কি মার খাবে বাসায় বেচারার অবস্থা আরো খারাপ হবে। তাইতো বাড়িতে ঢুকে আগে বুদ্ধি বশিকরন মন্ত্র পড়তে থাকে 😄 সে চলে গেলে তাই বুদ্ধিরা সব আসতে থাকে।
চোর এবং বুদ্ধি যেন খুব নিকট আত্মীয়, একজন আর একজকে সুযোগ করে দেওয়ার জন্যই এমনটি হয়।
বুদ্ধি চোরকে চুরি করার সুযোগ দেয়। হাজার হলেও চোর বুদ্ধির পুরনো কালের বয়ফ্রেন্ড ছিল। হঠাৎ করে বয়ফ্রেন্ডকে দেখে বুদ্ধি নিজের বুদ্ধি হারিয়ে ফেলে।😅😅😅
সারাদিন বউয়ের সাথে ঝগড়া করে সব বুদ্ধি হারিয়ে ফেলে । তাই চোর চুরি করতে আসলে, চোরের বুদ্ধির সাথে বাড়িওয়ালা বুদ্ধি পেরে দেয় না।
চোরের সাথে বুদ্ধির একটা অলৌকিক মিল রয়েছে। তাই চোর যখন চুরি করতে আসে তখন দামি জিনিসপত্রের সাথে সাথে সব বুদ্ধিগুলো চুরি করে নিয়ে যায়।😅 চোরের চুরি করা শেষ হলে চলে যাওয়ার আগেবুদ্ধিগুলোকে আবার ফেরত দিয়ে যায়। তাই চোর পালালে বুদ্ধি বাড়ে।
আসলে চোর আমাদের সিকিউরিটি দুর্বলতা থেকে চুরি করে। যখন চোর চুরি করে নিয়ে চলে যায় তখন আমরা বুঝতে পারি যে এখানে এখানে আমাদের সিকিউরিটির দুর্বলতা ছিল। আর এভাবেই নতুন নতুন বিষয়গুলো চোরে আমাদের জানিয়ে দেয়। তাই চোর পালালে আমাদের বুদ্ধি বেড়ে যায়। কারণ যদি চোর ধরায় পড়ে যেত তাহলে আমরা আমাদের এই দুর্বলতা গুলো জানতে পারতাম না।
চোর চুরি করতে এসেই প্রথমে বুদ্ধি চুরি করে নেয়। এই জন্য চোর থাকাকালীন বুদ্ধি কোন কাজ করতে পারে না কিন্তু চোর চুরি করে নিয়ে যাওয়ার পর সে বুদ্ধি ছেড়ে দেয় । বুদ্ধি ছেড়ে দেয়ার পর পুনরায় যখন বুদ্ধিটা সবার কাছে ফেরত আসে তখন আবার বুদ্ধি বেড়ে যায়। এই কারণেই চোর পালালে বুদ্ধি বাড়ে।