এবিবি-ফান প্রশ্ন-১৩ || যদি আপনি এক দিনের জন্য অদৃশ্য হতে পারেন তবে আপনি কী করবেন?

Fun Cover-3.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

যদি আপনি এক দিনের জন্য অদৃশ্য হতে পারেন তবে আপনি কী করবেন?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • উত্তর বা কমেন্টটি এডিট করা যাবে না।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই মজার হতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner Annivr4.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Sort:  
 2 years ago 

একদিনের জন্য সবাই বউয়ের হাত থেকে রক্ষা পাচ্ছে এটাই বা কম কিসের।😆😆

 2 years ago 

একদমই ঠিক, স্বাধীনতা সর্বদা দামী হি হি হি

 2 years ago 

আহ শান্তির কথা 😆

 2 years ago 

আমি বেশি কিছু না। এই একটা কাজই করতে ইচ্ছা করত।
বড় বড় BTC Whale দের Private key গুলো লুট করতাম।
রাতারাতি আমিও BTC Whale হয়ে যেতাম। 😝😉

 2 years ago 

কি সাংঘাতিক বুদ্ধি!

 2 years ago 

ভাই এটা আন্তর্জাতিক বুদ্ধি, আইডিয়া টা ভালো ছিলো।🤣🤣

 2 years ago 

এই ছিলো মনে😜😜

 2 years ago 

তারপর সব BTC বিক্রি করে STEEM কিনবেন ওকে ??😉

একদিনের জন্য অদৃশ্য হতে পারলে তো ভালই হতো। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আশেপাশে মানুষ কি রকম ভালোবাসে একদিনে প্রকাশ হয়ে যায়তো। এমনিতে সামনে, মুখে সবাই বলে কিন্তু সত্যিকারের ভালোবাসা তখন ধরা খাইতো😜 বিশেষ করে জামাই বাবু....

 2 years ago 

বুঝি না সবাই কেন জামাই বাবুকে এতো সন্দেহ করে, হি হি হি

জামাইরা হচ্ছে গোলক ধাঁধার মত 😜😜তাই ভাইয়া

 2 years ago 

মিছা কথা, সব অপপ্রচার, মানি না এসব, হি হি হি

সত্য নাকি মিথ্যা সেটা তো বৌরাই ভালো জানবে ভাই😜😜😆😆

 2 years ago 

@joynalabedin ভাইয়া এসে কনফিউশন দূর করে দিয়ে যান। বেচারি এত্ত জানার ইচ্ছে।

কনফিউশান দূর হবে না।

হাহাহাহা😜

 2 years ago 

আমার কিছু পরিচিত আছে যারা একেবারেই ভুত বিশ্বাস করে না তাদের সঙ্গে মজা নিতাম হি হি হি।।

 2 years ago 

যদি আমি একদিনের জন্য অদৃশ্য হতে পারতাম তাহলে প্রতারক ছেলেদেরকে ইচ্ছা মত পিটিয়ে মেয়েদের সাথে প্রতারণা করাটা গুছিয়ে দিতাম।
হা হা হা 🤪😁😁

 2 years ago 

কি সাঙ্ঘাতিক ইচ্ছে রে 🙄🙄

 2 years ago 

যদি আমি এক দিনের জন্য অদৃশ্য হতে পারতাম। তাহলে আমি আমাদের সবার প্রিয় দাদার চাঁদ মুখটা দেখতাম।💗

 2 years ago 

আপনার ইচ্ছাটা খুবি ভালো লাগলো।আমারও একি ইচ্ছা

 2 years ago 

একদিনের জন্য অদৃশ্য হতে পারলে যাকে অপছন্দ তাকে ইচ্ছেমতো থাপড়ায় আসতাম।কিছু তো বলতে পারতো না।হি হি হি

 2 years ago 

কি সাংঘাতিক 🤭

 2 years ago 

মজার না!!!

 2 years ago 

কি সন্ত্রাসী মনোভাব, বাবাগো

 2 years ago 

মজাও বোঝেন না দেখছি।😜😜

 2 years ago 

বুঝি বুঝি, আগে পিছে সবই কিন্তু বুঝি, ধরা খেলে সবাই কথা উল্টে দেয় হি হি হি

 2 years ago 

তা ঠিকই বলেছেন।তবে আমার বুদ্ধিটা কিন্তু খারাপ ছিল না, সবাই তাই করতো।

 2 years ago 

সবাই মানে বেশীর ভাগ মেয়েরাই তাই করতো, মারামারি একটু বেশী পছন্দ করে কিনা, হি হি হি

 2 years ago 

হা হা হা একদম ঠিক।সবার হয়ে আমি বলে দিলাম।

 2 years ago 

অদৃশ্য হওয়ার ফর্মুলা শিখে আসবো। যাতে করে সেই ফর্মুলা বিবাহিত মহিলাদের কাছে বেশি দামে বেচতে পারি। তাদের আবার এই ফর্মুলা ভীষণ প্রয়োজন স্বামীর উপর নজর রাখার জন্য। 😅😅

 2 years ago 

এই সেরেছে।। তাহলে তো সমস্যা হয়ে যাবে দেখছি 😅

 2 years ago 

ভাইয়া আপনার মনে দেখি ভয় ঢুকে গেছে। 😅😅

 2 years ago 

ওরে বাবা তাহলে কাম সারছে, জীবনের সব শেষ হয়ে যাবে।

 2 years ago 

চোরের মন দেখি পুলিশ পুলিশ করছে। 😅😅

 2 years ago 

পুলিশ কই কই কই, দেখি একটু

 2 years ago 

পুলিশ এখন অফ ডিউটিতে আছে। 😅

পুলিশ ঘুষ খেয়ে চুপচাপ বসে আছে কি আর করবে।

তাহলে থাক আপনার আর অদৃশ্য হওয়ার দরকার নেই।

 2 years ago 

অদৃশ্য হই বা না হই সবার মনের খবর তো জানতে পারলাম। সবাই বউকে ভয় পায়। 😅

 2 years ago 

বাংলাদেশ ব্যাংকের সব টাকা নিয়ে আসতাম 😁😁

 2 years ago 

ভালোই হতো সবার কুকীর্তি গুলো ধরে ফেলতাম হা হা হা