এ.বি.বি স্কুলের প্রথম ব্যাচ - Verified Member লেভেল অর্জন।
নতুন বছরটি এ.বি.বি স্কুলের জন্য একটু বেশিই আনন্দময় ছিলো। দুই মাস পূর্বে যাত্রা শুরু হয়েছিল এ.বি.বি স্কুলের। এ.বি.বি স্কুলের প্রধান উদ্দেশ্য ছিল ইউজারদের মধ্যে স্টিমেট প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দান করা। যেটা ইউজারদের জন্য ছিল এক বিশাল পাওয়া। সঠিক গাইডলাইনের অভাবে অনেক ব্লগার অকালেই ঝরে যেত। যেটা কখনোই কাম্য নয়। এ.বি.বি স্কুলের জন্য এখন বহু ইউজার সঠিক জ্ঞান অর্জন করে ভাল মানের ব্লগার হয়ে উঠেছে।
গত সপ্তাহে এ.বি.বি স্কুলের ১ নম্বর ব্যাচ গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। তাদেরকে ইতিমধ্যেই রিলিজ দেওয়া হয়েছে। গ্রাজুয়েশন কমপ্লিট করে তাঁরা আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে। যে সকল ইউজার ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের সকলকে অভিনন্দন। আমরা আশাবাদী আপনাদের এই অর্জনকে আপনারা কখনোই কলুষিত করবেন না। সর্বদা সঠিক নিয়ম মেনে, কমিউনিটির সকল গাইডলাইন ফলো করে নিজের সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবেন।
এ.বি.বি স্কুলের ১ নম্বর ব্যাচের যে সকল ইউজাররা গ্রাজুয়েশন কমপ্লিট করে ভেরিফাইড মেম্বার লেভেল অর্জন করেছে তাদের তালিকা নিম্নে দেওয়া হলঃ
Serial | Student Name | Level | Status |
---|---|---|---|
1 | @swagata | Verified Member | ✅ |
2 | @svshubo | Verified Member | ✅ |
3 | @selimreza1 | Verified Member | ✅ |
4 | @nevlu123 | Verified Member | ✅ |
5 | @narocky71 | Verified Member | ✅ |
6 | @rahimakhatun | Verified Member | ✅ |
7 | @ferdous3486 | Verified Member | ✅ |
8 | @nurisalm | Verified Member | ✅ |
9 | @shahin05 | Verified Member | ✅ |
10 | @robiul02 | Verified Member | ✅ |
11 | @sikakon | Verified Member | ✅ |
12 | @sonia39 | Verified Member | ✅ |
13 | @neelandneel | Verified Member | ✅ |
14 | @kabir21 | Verified Member | ✅ |
15 | @razuahmed | Verified Member | ✅ |
16 | @tasonya | Verified Member | ✅ |
17 | @md-ashik | Verified Member | ✅ |
এবিবি স্কুলের কারণে আমরা অনেক কিছু শিখতে পেরেছি যা হয়তো কখনোই শিখতে পারতাম না। আর নিজে এই ভেরিফাইড মেম্বার বেচটি পাওয়ার পর অনেক ভালো লাগছে যা হয়তো বলে বোঝানোর মত নয়। নতুন ইউজারদের জন্য এবিবি স্কুল খুবই গুরুত্বপূর্ণ যেখানে এই ব্লকচেইন সম্পর্কে সবকিছু ধারণা দেওয়া হয়। ধন্যবাদ এবং কৃতজ্ঞ এবিবি স্কুল এবং এডমিন ফাউন্ডার ও আমাদের প্রফেসরগণ। তাদের কারণেই আজকে এই ব্যাচ পাওয়া সম্ভব হয়েছে আমার জন্য। শুভকামনা এবং ভালোবাসা রইলো গোটা আমার বাংলা ব্লগ বাসি।
পরিশেষে নতুনদের উদ্দেশে বলতে চাই,
এখানে ভেরিফাইড মেম্বার হতে হলে অবশ্যই নিজেদেরও পরিশ্রম করতে হবে। পরিশ্রমের বিকল্প কিছু নেই। পরিশ্রম করেছি আজ তার ফল পেয়েছি। এখানে এসে ক্লাশ না করে শুধু শুধু পোস্ট করে লাভ হবে না। আগে নিজেকে একজন যোগ্য কনটেন্ট ক্রিয়েটর তৈরি করতে হবে। এজন্য abb_school এর ক্লাশ ছাড়া বিকল্প কিছু নেই। তাই নতুনদের বলবো আপনারা ধৈর্য ধরে ক্লাশ করুন লেভেল ৫ পর্যন্ত কম্পিট করুন ফেরিফাইড হয়ে যাবেন।
সকল ভেরিফাইড মেম্বারদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এ.বি.বি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং পুরাতন ইউজারদের জন্যও গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমি নিজেও অনেক কিছু শিখতে পেরেছি।
ধন্যবাদ সবাইকে❣️
অনেক অনেক অভিনন্দন সবাইকে ❤️
abb-school এর শিক্ষার মাধ্যমে ডিগ্রি প্রাপ্ত সকল মেম্বারদের জানায় শুভেচ্ছা। অনেক কষ্টের পরে আজ আপনাদের নামের পাশে verified লেখাটি এসেছে। আমিও level ৪ এ আছি খুব তারাতারি আপিনাদের কাতারে আসতে পারব ইনশাআল্লাহ। আপনাদের জন্য দোয়া রইলো।
অসাধারণ সুন্দর ভাবে আমাদের প্রত্যেকটি লেভেলের প্রত্যেকটি ক্লাস করানোর জন্য সমস্ত প্রফেসর এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ। এই প্রথম ব্যাচে গ্রাজুয়েশন পাস করার জন্য আমরা কতটা কষ্ট করেছি সেটা জানিনা তবে প্রত্যেকটা প্রফেসার আমাদের থেকে ১০ গুণ বেশি কষ্ট করে এবং ধৈর্যের সাথে আমাদের ক্লাস করিয়েছেন বলেই আজকে আমরা ভেরিফাইড মেম্বার ট্যাগ অর্জন করতে পেরেছি। এই প্রচেষ্টার জন্য আমি সমস্ত অ্যাডমিন মডারেটর এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এমন বহু অজানা তথ্য ছিল যা আমাদেরকে সুন্দরভাবে হাতে ধরে শেখানো হয়েছে এবং সমস্ত প্রশ্নের উত্তর খুবই ধৈর্যের সাথে দেওয়া হয়েছে। আমি আশা করব এইভাবে আমাদের এবিপি স্কুলের মাধ্যমে প্রত্যেক সদস্য জানো শিক্ষা অর্জন করতে পারে, আর আমার বাংলা ব্লগ কমিউনিটি আরও নতুন প্রতিভা নিয়ে গড়ে ওঠে।
প্রথম ব্যাচে উত্তীর্ণ সকল বন্ধুদের জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। লাল গোলাপ (❁´◡`❁) দিয়ে বরণ করে নিলাম তাদেরকে। এক ঝাঁক নতুন বন্ধুদের দেখে ভালোই লাগতেছে। সবার জন্যে শুভকামনা রইলো।
Abb- স্কুলের সাথে জার্নিটা ছিল খুবই চমৎকার । অসংখ্য ধন্যবাদ Abb- স্কুলকে । অনেক কিছু শিখেছি Abb- স্কুল থেকে । আমার নামটি ভেরিফাইড মেম্বারদের লিস্টে দেখে অনেক ভালো লাগছে । 😍
প্রথমেই ধন্যবাদ জানাই সকল মডারেটর দাদাদেরকে, দিদিদেরকে এবং দাদাকে। দাদারা ঠিক করে গাইড না করলে আমরা সত্যিই অনেক কিছু শিখতে এবং জানতে পারতাম না। এ. বি. বি স্কুলের যে এত সুন্দর উদ্যোগ আমি সেই উদ্যোগকে কুর্নিশ জানাই। আমি মনে করি স্টিমিট প্লাটফর্মকে ভালো করে জানতে হলে অবশ্যই সবার এবিবি স্কুলের ক্লাস করা উচিত। এবং এই প্ল্যাটফর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা উচিত। দুই মাস পর নিজেকে ভেরিফাইড মেম্বার হতে দেখে খুবই ভালো লাগছে। এভাবেই আমার বাংলা ব্লগ কমিউনিটি অনেক দূর এগিয়ে যাক।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আপনার এবিবি-স্কুলের পরীক্ষা পদ্ধতির জন্য, আমরা এখন যাচাইকৃত স্তরে পৌঁছেছি, তবে আমরা সন্তুষ্ট যে আমরা কঠোর পরিশ্রমের পরে ভেরিফাইড হতে পেরেছি,আর এতেই আমাদেরকে স্বার্থকতা।