দাদা আপনার কবিতা পড়ে আমার ভীষণ ভালো লাগে আপনারএই কবিতায় সমাজের বিশৃঙ্খলা অনিয়মের বিষয়গুলো ফুটে উঠেছে। ধনীরা গরিবদের বারবার শোষন করছে। এই গরীব অসহায়দের নিয়ে রাজনীতি করছে শতশত নেতা রাজপথে তাদের কত স্বপ্ন দেখায় এইসব গরীব অসহায়দের নিয়ে ।কিন্তু দিন শেষে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত। আমাদের সমাজের উচ্চ স্তরের লোকজন বস্তিতে থাকা মানুষগুলোকে আসলে মানুষ মনে করে না তারা তাদের পোষা বিড়াল এর থেকেও নিকৃষ্ট মনে করে। এত সুন্দর একটি প্রতিবাদ মূলক কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
Thank You for sharing Your insights...