You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫০

in আমার বাংলা ব্লগlast month

আমার নাম একদিন মুছে যাবে
এই ভূবনের মায়া ছেড়ে,
স্মৃতিকথাগুলো রয়ে যাবে
আকাশ -পাতাল জুড়ে।
যাহাদের করিতাম স্মরণে ;
সুখে-দুঃখে-মরণে,
তাহারা ভুলিবে মোরে
বিদায় ক্ষণে।
এমনি তো যাব হারিয়ে,
এই পৃথিবীর মায়া ছাড়িয়ে।
ফিরব না তো কবু ;
স্থান যদি পাই তবু
মানুষের হৃদয় জুড়ে,
রয়ে তো যাব আমি জগৎ জুড়ে।